Google Calendar সাথে Lightning ব্যাবহার করা

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 76730
  • নির্মিত:
  • রচয়িতা: Abdullah Al Mamun
  • মন্তব্য: সম্পুন্ন হয়েছে।
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

গুগল ক্যালেন্ডার এবং লাইটিং এক সঙ্গে ব্যাবহার প্রসঙ্গে এই নিবন্ধটিতে আলোচনা করা হয়েছে। আপনি দুইটি উপায়ে গুগল ক্যালেন্ডার ব্যাবহার করতে পারেন।শুধু পড়ার জন্য আপনার পাবলিক প্রবেশাধিকার ক্যালেন্ডার থাকতে পারে অথবা আপনি দ্বি মুখী ক্যালেন্ডার ব্যাবহার করতে পারেন, সাথে উভয়তেই লেখা এবং পড়ার প্রবেশাধিকার থাকবে।

পড়ার প্রবেশাধিকার

গুগল ক্যালেন্ডারে আপনার যদি শুধু পড়ার প্রবেশাধিকার লাগে তাহলে, গুগলের প্রদান করা লিঙ্ক বাবয়াহ্র করতে পারেন পাবলিক আইসিএস ফাইলের জন্য, গুগলের সাহায্য নির্দেশকৃত নিবন্ধ: View from other applications

পড়ার এবং লেখার প্রবেশাধিকার

গুগল ক্যালেন্ডারের জন্য ডাউনলোডিং প্রোভাইডার

ক্যালেন্ডারে আপনার যদি পড়া এবং লেখার উভয়ের প্রবেশাধিকার লাগে তাহলে, আপনাকে প্রোভাইডার ইন্সটল করতে হবে গুগল ক্যালেন্ডারের জন্য addons.mozilla.org থেকে।

  1. ওপেন করুন Provider for Google Calendar অ্যাড-অন ওয়েবসাইট।
  2. ফাইল ডাউনলোড করতে রাইট-ক্লিক করুন Download now লিঙ্কে এবং চয়েচ করুন Save as.

ইন্সটলিং এবং অ্যাড-অন কনফিগারিং

  1. অ্যাড-অন ইন্সটল করতে, সিলেক্ট করুন Tools মেনু থাকে থান্ডার বার্ড মেনু বার এবং ক্লিক করুন Add-ons মেনু আইটেমে।
  2. Add-ons উইন্ডো, ক্লিক করুন Install... বাটনে এবং সিলেক্ট করুন ডাউনলোড ফাইল. ক্লিক করুন Open বাটনে ইন্সটল এক্সটেনশনের জন্য।

আপনার ক্যালেন্ডারের মাঝে একটি XML পাবেন

আপনার ক্যালেন্ডার ডাটায় প্রবেশ এর জন্য, আপনার প্রয়োজন হবে বাক্তিগত XML URL গুগল ক্যালেন্ডার থেকে প্রাপ্ত। স্টেপ গুল ফলো করুন।

  1. এখানে যান এবং আপনার গুগল ক্যালেন্ডার ওপেন করুন the Google calendar website.
  2. সিলেক্ট করুন Settings ওপর থেকে এবং পছন্দ করুন Calendar settings.
  3. সিলেক্ট করুন Calendars ওপরের লিঙ্কের পাজের সেটিং এ। এখানে গুগল ক্যালেন্ডার এর একটি লিস্ট দেখানো হবে।
  4. আপনার পছন্দের ক্যালেন্ডারে ক্লিক করুন যেটা আপনি লাইটিং এর সাথে ব্যাবহার করতে চান।
  5. অন করুন Calendar details আপনার ক্যালেন্ডারের পেজ, স্ক্রল করে নিচে দেখুন Calendar address এবং Private address.
  6. রাইট ক্লিক করুন XML একটি বাটনে দুইটি অপশন এবং সিলেক্ট করুন Copy link location.

নোট আপনার বাক্তিগত ইউআরএলটি সরাসরি ব্যাবহার করবেন না। ক্যালেন্ডারটি প্রবেশযোগ্য হয়ে তখন যখন আপনার বাক্তিগত ইউআরএলটি রিসেট করা হবে। আপনি এখন ইউআরএলটি ব্যাবহার করতে পারেন ক্যালেন্ডারের উইজার্ড এর নতুন অবস্থানে।

বাক্তিগত ইউআরএলটী দেখতে অনেকটা এই রকম: http://www.google.com/calendar/feeds/username%40gmail.com/private-1ba218e6a25bfc32b25a4eb3f9ee6d96/basic. নিশ্চিত না হয়ে ব্যাবহার করবেন না ics-link কিন্তু XML-link!

লাইটিং এর মধ্যে ক্যালেন্ডার ইমপোর্ট

লাইটিং এর মধ্যে ক্যালেন্ডার ইমপোর্ট এর জন্য, স্টেপ গুল ফলো করুন:

  1. যান File থান্ডার বার্ড উইন্ডো এর ওপরের মেনেতু এবং সিলেক্ট করুন New. সাব মেনু হতে Calendar.
  2. উইজার্ড ওপেন করুন, সিলেক্ট করুন On the network অনেক গুল অপশন থাকলে এবং ক্লিক করুন Next.
  3. অনেক গুল ক্যালেন্ডারের মধ্য থেকে আপনার পছন্দ করুন এবং পেস্ট করুন অথবা ইউআরএল ইন্টার করুন আপনার ক্যালেন্ডারের। ক্লিক করুন Next.
  4. এই পেনে, আপনি সিলেক্ট করতে পারেন এবং একটি রঙ নিতে পারেন গুগল ক্যালেন্ডারের জন্য, ক্লিক করুন Next অবিরত রাখুন।
  5. এখন,একটি একটি পপআপ প্রদর্শিত হবে আপনার দেওয়া ইউজার নামে। (with or without the @gmail.com part) এবং পাসওয়ার্ড এবং পছন্দ করুন এবং লাইটিং দেওয়া পাসওয়ার্ড আপনি সেভ করে রাখতে পারেন। আপনি ক্লিক করুন Next, লাইটিং ক্যালেন্ডার তৈরি হবে এবং প্রস্তুত করে দিবে আপনাকে এক সাথে উভয় উপায়ে গুগল ক্যালেন্ডারে প্রবেশ করতে।

কিছু সীমাবদ্ধতা এখনো আছে গুগল ক্যালেন্ডার ব্যাবহার করার জন্য, দেখুন GData provider page on wiki.mozilla.org.