Firefox বিষয়ক সমস্যার সমাধানে Troubleshooting Information পাতার ব্যবহার

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 79720
  • নির্মিত:
  • রচয়িতা: Asma Swapna
  • মন্তব্য: প্রাথমিক সমর্পন (সম্পন্ন)
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: ashickurnoor
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

ব্যবহৃত Firefox এর ভার্সন, স্থাপিত যেকোন পরিবর্ধন, প্রবরতিত বিন্যাস এবং গ্রাফিক্স বিষয়ক তথ্যানবলী সম্পর্কিত Firefox এ একটি পাতা রয়েছে। এই তথ্য সমস্যা সমাধান পাতা Firefoxe সম্পর্কিত যেকোন সমস্যা দ্রুত সমাধানে সকল প্রকার প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করে।

এই প্রবন্ধে তথ্য সমস্যা সমাধান পাতার ব্যবহার সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেয়া হয়েছে।

তথ্য সমস্যা সমাধান পাতায় অধিগমন

New Fx Menu মেনু বাটন চাপুন, সাহায্য Help-29 চাপুন এবং Troubleshooting Information চিহ্নিত করুন।

Firefox উইন্ডোর ঠিক উপরে, Help মেনুটি চাপুন এবং Troubleshooting Information চিহ্নিত করুন।

Troubleshooting info - lin
মেনুবারের ঠিক উপরে, Helpমেনুটি চাপুন এবং Troubleshooting Information চিহ্নত করুন ।

Troubleshooting info - mac
Firefox উইন্ডোর ঠিক উপরে, Firefox বাটন চাপুন, Help সাব-মেনুতে যান এবং Troubleshooting Informationচিহ্নিত করুন।

Troubleshooting info - win
Firefox উইন্ডোর ঠিক উপরে window,Helpমেনুটি চাপুন এবং Troubleshooting Information চিহ্নিত করুন।

এটি আপনাকে about:support ঠিকানার পাতায় নিয়ে যাবে।

troubleshooting 33 aboutsupport-Fx29Fx30aboutsupportFx27Win7Fx24aboutsupport-Win7Troubleshooting Info Fx21TroubleshootingInfo-Fx20Firefox Troubleshooting - Fx13

ক্লিপবোর্ড অনুলিপি তৈরি

Copy text to clipboard বাটন চেপে পাতায় থাকা সকল প্রতিশব্দের অনুলিপি তৈরি করে উইন্ডোজ ক্লিপবোর্ড ম্যাক ক্লিপবোর্ডক্লিপবোর্ড-এ নিয়ে যান।

সবকিছুর ক্লিপবোর্ড অনুলিপি তৈরি

Copy all to clipboard বাটন চেপে পাতায় থাকা সকল প্রতিশব্দের অনুলিপি তৈরি করে উইন্ডোজ ক্লিপবোর্ড ম্যাক ক্লিপবোর্ডক্লিপবোর্ড-এ নিয়ে যান।

অনুলিপি তৈরির পর, অন্য উইন্ডোতে তা টুকে রাখা যায়। এর জন্য ব্যবহৃত প্রোগ্রামের Edit মেনুতে চাপুন এবং Paste চিহ্নিত করুন (অথবা Ctrlcommand কি চেপে রেখে V চাপুন)।

Firefox পুনঃবিন্যাস

Refresh Firefox ফিচার আপনার প্রয়োজনীয় তথ্য সংরক্ষিত রেখে Firefox কে প্রাথমিক অবস্থায় ফিরিয়ে নেওয়ার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করতে পারে। দীর্ঘ ও জটিল ট্রাবলশুটিং পদ্ধতি অবলম্বন করার আগে এটি চেষ্টা করে দেখতে পারেন।

এপ্লিকেশন বুনিয়াদি

  • নাম: ব্যবহৃত পণ্যের নাম নির্দেশ করে যা বেশিরভাগ ক্ষেত্রেই হয়"Firefox"।
  • ভার্সন: ব্যবহৃত Firefox এর ভার্সন সংখ্যা নিরদেশ করে।
  • ইতিহাস হালনাগাদ: Show Update History বাটন চাপলে স্থাপিত Firefox হালনাগাদের ইতিহাস সম্বলিত একটি উইন্ডো দেখা যাবে ।
  • ব্যাবহারকারী প্রতিনিধি : ব্রাউজার এবং ভার্সন সংখ্যা ছাড়াও, ব্যবহারকারী প্রতিনিধি আপনার সিস্টেম সম্পর্কিত আরো বেশ কিছু তথ্য প্রদান করে, যেমন অপারেটিং সিস্টেম ও তার ভার্সন।
  • সক্রিয় প্লাগ-ইন: Plugins এড-অনসমূহ Firefox এর নিজস্ব কার্যক্রমের ভেতর পরে না এমন ইন্টারনেট সম্পর্কিত বিষয়াবলী পরিচালনা করতে ব্যবহৃত হয়। এগুলর মধ্যে রয়েছে পেটেন্ট পাওয়া ভিডিও, অডিও, অন-লাইন গেম, পরিবাশনাসহ আরো বেশ কিছু বিষয়। স্তাপিত সকল প্লাগ-ইন এর তালিকা ও তাদের ভার্সন সংখ্যাসহ প্রত্যেকের নিবন্ধিত ইন্টারনেট বিষয়বস্তুর তালিকা সম্বলিত পাতায় যেতে about:pluginsচাপুন। বিস্তারিত জানতে ফায়ারফক্স এর সাধারণ সমস্যা সমাধানের জন্য ফ্ল্যাশ বা জাভার মত প্লাগিন ফিক্স করা -এ যান।
  • বিল্ড কনফিগারেশন:আপনি Firefox এর আদর্শ না প্রচলিত ভার্সন ব্যবহার করছেন সে তথ্য সম্বলিত পাতায় যেতে about:buildconfig চাপুন।
  • মেমোরি ব্যবহার: মেমোরি ব্যবহারের বিব্রণ সম্বলিত পাতা দেখতে about:memory চাপুন। বিস্তাইত জানুন this blog postthis blog post-এ ।
  • একাধিক উইন্ডো: এটি সর্বমোট খোলা উইন্ডোর সংখ্যাসহ Multiprocess Firefox উইন্ডোর (যদি থাকে) সংখ্যা জানিয়ে থাকে।

বিগত ৩ দিনের ক্র্যাশ প্রতিবেদন

এই অংশটি Mozilla Crash Reporter কর্তৃক প্রেরিত বিগত ৩ দিনের ক্র্যাশ প্রতিবেদনের তালিকা প্রদান করে। ক্র্যাশ প্রতিবেদনের বিবরণ তালিকা সম্বলিত পাতা দেখতে Report IDলিঙ্কে চাপুন। সকল ক্র্যাশ প্রতিবেদনের বিবরণ তালিকা দেখতে All Crash Reports । বিস্তারিত জানুন Firefox ক্র্যাশ - সমস্যার সমাধান, প্রতিরোধ এবং ক্র্যাশ এর সমাধানের সাহায্য -এ ।

পরিবর্ধন

Extensions এড-অনসমূহ Firefox-এ অতিরিক্ত কার্যকারিতা যোগ করে। এগুলো ব্যবহারকারী কর্তৃক আলাদাভাবে স্থাপন করা হয়। এই আংশে স্থাপিত এসকল পরিবরধনের তালিকা, এদের ভারসনসহ আইডি স্ট্রিং এর তালিকা দেখা সম্ভব। Firefox -এর বিশেষকরে পরিবর্ধন সম্পর্কিত সমস্যা সমাধানে এই তথ্য ব্যবহার করা হয়। বিস্তারিত জানুন এক্সটেনশন, থিম এবং হার্ডওয়্যার এক্সিলারেশন সম্পর্কিত সমস্যার সমাধান- এ।

গ্রাফিক্স

ব্যবহৃত কম্পিউটারের গ্রাফিক্স প্রসেসরের সাহায্যে Firefox নিজস্ব ভিডিও ও এনিমেশন সম্বলিত পাতা পরিবেশনের গতি বাড়িয়ে থাকে , যা hardware acceleration নামে পরিচিন্ত। এছাড়াও একই পদ্ধতিতে Firefox WebGL কন্টেন্টও পরিবেশন করে। এই অংশ ব্যবহৃত কম্পিউটারের গ্রাফিক্স যন্ত্র, এর চালক এবং হার্ডওয়্যার ত্বরণ ও WebGL, Firefox এ সক্রিয় আছে কিনা সে বিষয়টি নিশ্চিত কর। এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন পুরনো গ্রাফিক্স চালক বিভিন্ন গ্রাফক্স বৈশিষ্ট্য নিষ্ক্রিয় থাকতে পারে। বিস্তারিত হার্ডওয়্যার অ্যাক্সিলারেশন এবং ওয়েবজিএল ব্যবহার করার জন্য আপনার গ্রাফিক্স ড্রাইভার আপগ্রেড করুন -এ দেখুন।

গুরুত্বপূর্ণ মার্জিত পছন্দসমূহ

এ অংশে সাধারণ থেকে পরিবর্তিত বিন্যাসের তালিকা দেয়া থাকে যা পূর্বের Firefox স্থাপন প্রক্রিয়ার সকল ত্তথ্য পেতে সাহায় করবে। সাধারণ পছন্দসমূহ পুন্রায় ফিরে পাবার নির্দেশাবলী জানতে,সমস্যার সমাধানের জন্য Firefox এর পছন্দ পুনরায় ঠিক করুন দেখুন।

জাভাস্ক্রিপ্ট

ব্রাউজারের কার্যক্রমে প্রভাব ফেলে এমন কিছু JavaScript বিন্যাস এ অংশে দেখানো হোয়েছে।

অধিগম্যতা

এ অংশে Firefox এ স্থাপিত সক্রিয় অধিগমন বিষয়ক সফটওয়্যার সম্পর্কে জানা যাবে।

লাইব্রেরি ভার্সন

এই অংশে করাকালীন লাইব্রেরির ভার্সন সম্পর্কিত তথ্য জানা যায়।