Firefox বিষয়ক সমস্যার সমাধানে Troubleshooting Information পাতার ব্যবহার

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 79710
  • নির্মিত:
  • রচয়িতা: Asma Swapna
  • মন্তব্য: প্রাথমিক সমর্পন ৪
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

ব্যবহৃত Firefox এর ভার্সন, স্থাপিত যেকোন পরিবর্ধন, প্রবরতিত বিন্যাস এবং গ্রাফিক্স বিষয়ক তথ্যানবলী সম্পর্কিত Firefox এ একটি পাতা রয়েছে। এই তথ্য সমস্যা সমাধান পাতা Firefoxe সম্পর্কিত যেকোন সমস্যা দ্রুত সমাধানে সকল প্রকার প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করে।

এই প্রবন্ধে তথ্য সমস্যা সমাধান পাতার ব্যবহার সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেয়া হয়েছে।

তথ্য সমস্যা সমাধান পাতায় অধিগমন

New Fx Menu মেনু বাটন চাপুন, সাহায্য Help-29 চাপুন এবং Troubleshooting Information চিহ্নিত করুন।

Firefox উইন্ডোর ঠিক উপরে, Help মেনুটি চাপুন এবং Troubleshooting Information চিহ্নিত করুন।

Troubleshooting info - lin
মেনুবারের ঠিক উপরে, Helpমেনুটি চাপুন এবং Troubleshooting Information চিহ্নত করুন ।

Troubleshooting info - mac
Firefox উইন্ডোর ঠিক উপরে, Firefox বাটন চাপুন, Help সাব-মেনুতে যান এবং Troubleshooting Informationচিহ্নিত করুন।

Troubleshooting info - win
Firefox উইন্ডোর ঠিক উপরে window,Helpমেনুটি চাপুন এবং Troubleshooting Information চিহ্নিত করুন।

এটি আপনাকে about:support ঠিকানার পাতায় নিয়ে যাবে।

troubleshooting 33 aboutsupport-Fx29Fx30aboutsupportFx27Win7Fx24aboutsupport-Win7Troubleshooting Info Fx21TroubleshootingInfo-Fx20Firefox Troubleshooting - Fx13

ক্লিপবোর্ড অনুলিপি তৈরি

Copy text to clipboard বাটন চেপে পাতায় থাকা সকল প্রতিশব্দের অনুলিপি তৈরি করে উইন্ডোজ ক্লিপবোর্ড ম্যাক ক্লিপবোর্ডক্লিপবোর্ড-এ নিয়ে যান।

সবকিছুর ক্লিপবোর্ড অনুলিপি তৈরি

Copy all to clipboard বাটন চেপে পাতায় থাকা সকল প্রতিশব্দের অনুলিপি তৈরি করে উইন্ডোজ ক্লিপবোর্ড ম্যাক ক্লিপবোর্ডক্লিপবোর্ড-এ নিয়ে যান।

অনুলিপি তৈরির পর, অন্য উইন্ডোতে তা টুকে রাখা যায়। এর জন্য ব্যবহৃত প্রোগ্রামের Edit মেনুতে চাপুন এবং Paste চিহ্নিত করুন (অথবা Ctrlcommand কি চেপে রেখে V চাপুন)।

Firefox পুনঃবিন্যাস

Refresh Firefox ফিচার আপনার প্রয়োজনীয় তথ্য সংরক্ষিত রেখে Firefox কে প্রাথমিক অবস্থায় ফিরিয়ে নেওয়ার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করতে পারে। দীর্ঘ ও জটিল ট্রাবলশুটিং পদ্ধতি অবলম্বন করার আগে এটি চেষ্টা করে দেখতে পারেন।

এপ্লিকেশন বুনিয়াদি

  • নাম: Tells you the name of the product you are using. In most cases, it should say "Firefox".
  • Version: Tells you which version number of Firefox you are using.
  • Update History:Clicking on Show Update History will open a window showing a history of Firefox updates that have been installed.
  • User Agent: In addition to your browser and its version number, the User Agent provides other details about your system, such as the operating system and version.
  • Memory Use: Clicking on about:memory will take you to a page that shows memory usage. For more information, see this blog postthis blog post.
  • Multiprocess Windows: This shows you the number of Multiprocess Firefox windows (if any) and the total number of windows that are open.

বিগত ৩ দিনের ক্র্যাশ প্রতিবেদন

This section lists crash Report IDs, if any, submitted by the Mozilla Crash Reporter during the last three days. Clicking on one of the Report ID links will take you to a webpage with details about that crash. Clicking on the All Crash Reports link will take you to the about:crashes page listing all submitted crash reports. To get help with crashes, see Firefox ক্র্যাশ - সমস্যার সমাধান, প্রতিরোধ এবং ক্র্যাশ এর সমাধানের সাহায্য.

পরিবর্ধন

Extensions are Firefox add-ons that provide additional functionality to Firefox. They are installed separately, and are usually installed by you. This section lists the name of each extension you have installed, its version, whether it is enabled, and its ID string. It is particularly useful in cases where an extension is the cause of a problem in Firefox. For more information, see এক্সটেনশন, থিম এবং হার্ডওয়্যার এক্সিলারেশন সম্পর্কিত সমস্যার সমাধান.

গ্রাফিক্স

Firefox can use your computer's graphics processor to speed up display of some pages with video and animation, which is called hardware acceleration, and to display WebGL content. This section provides information about your computer's graphics device and driver and will tell you whether hardware acceleration and WebGL are enabled or not in Firefox. Note that graphics features may be disabled because of outdated graphics drivers. For help updating your graphics drivers, see হার্ডওয়্যার অ্যাক্সিলারেশন এবং ওয়েবজিএল ব্যবহার করার জন্য আপনার গ্রাফিক্স ড্রাইভার আপগ্রেড করুন

গুরুত্বপূর্ণ মার্জিত পছন্দসমূহ

এ অংশে সাধারণ থেকে পরিবর্তিত বিন্যাসের তালিকা দেয়া থাকে যা পূর্বের Firefox স্থাপন প্রক্রিয়ার সকল ত্তথ্য পেতে সাহায় করবে। সাধারণ পছন্দসমূহ পুন্রায় ফিরে পাবার নির্দেশাবলী জানতে,সমস্যার সমাধানের জন্য Firefox এর পছন্দ পুনরায় ঠিক করুন দেখুন।

জাভাস্ক্রিপ্ট

ব্রাউজারের কার্যক্রমে প্রভাব ফেলে এমন কিছু JavaScript বিন্যাস এ অংশে দেখানো হোয়েছে।

অধিগম্যতা

এ অংশে Firefox এ স্থাপিত সক্রিয় অধিগমন বিষয়ক সফটওয়্যার সম্পর্কে জানা যাবে।

লাইব্রারি ভার্সন

এই অংশে করাকালীন লায়ব্রেরির ভার্সন সম্পর্কিত তথ্য জানা যায়।