ফায়ারফক্সের রূপ বদলানোর জন্য থিম ব্যাবহার করুন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 63062
  • নির্মিত:
  • রচয়িতা: Ashickur Rahman
  • মন্তব্য: Edit a word
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: ashickurnoor
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

থিম হল এক ধরনের অ্যাড-অন যেটি ফায়ারফক্সের বাহিরের রূপ পরিবর্তন করে ফেলে। কিভাবে থিম খুজতে হয়, ইন্সটল করতে হয় ও পরিবর্তন করতে হয় তা এই নিবন্ধটি বর্ণনা করে।

থিম কী?

থিম ফায়ারফক্সের চেহারা পরিবর্তন করে ফেলে। একটি থিম অতি সহজেই টুলবারের ব্যাকগ্রাউন্ডের রঙ পরিবর্তন করে ফেলে বা কোন বাটনের চেহারাও সম্পূর্ণ পরিবর্তন করে ফেলে এবং এমনকি থিম ফায়ারফক্সকে একটি সম্পূর্ণ ভিন্ন সফটওয়্যার এর চেহারার মত সাজাতে পারে।

ফায়ারফক্সের জন্য দুই ধরনের থিম রয়েছেঃ

  • ব্যাকগ্রাউন্ড থিম - সাধারন থিম যেটি ফায়ারফক্সের টুলবারের রঙ এর রেখাচিত্র এবং ব্যাকগ্রাউন্ডের দৃশ্য পরিবর্তন করে।
    Themes - Win1
    Themes - Win2
  • পরিপূর্ন থিম - এই থিম অনেকটা স্বনির্ধারিত কিন্তু ডাউনলোড করার জন্য আকারে একটু বড়।
    Themes - Win3

কি করে থিম ইন্সটল করবেন

  1. মেনু বাটনে Fx57menuNew Fx Menu ক্লিক করুন এবং Add-onsFx57Addons-icon Add-ons পছন্দ করুন। অ্যাড-অন ব্যবস্থাপনা ট্যাব খুলবে।

  2. অ্যাড-অন ম্যানেজার ট্যাবে Get Add-ons প্যানেলটি নির্বাচন করুন।
  3. একটি ফিচার থিমের জন্য আরো তথ্য দেখতে চাইলে ক্লিক করুন। আপনি কিছুক্ষন সময় নিয়ে প্রাকদর্শন করতে পারবেন এই থিমটি। তারপর ইন্সটল করার জন্য এই Add to Firefox সবুজ বাটনটিতে ক্লিক করুন।
    • আপনি সব গুলো থিম ব্রাউজ করতে পারবেন এই See all লিঙ্কে ক্লিক করে, সব পরিপূর্ন থিম দেখতে পারবেন এই See all complete themes লিঙ্কে ক্লিক করে কিংবা একটা নির্দিষ্ট থিম খুঁজতে পারবেন উপরের সার্চ বক্স ব্যবহার করে। তারপর আপনি যে কোন থিম ইন্সটল করতে পারবেন Install বাটনটির সাহায্যে।



Themes - Win6
Themes - Win7

  1. ফায়ারফক্স আপনার পছন্দের থিমটি ডাউনলোড করবে এবং এরপর থিমটি ইন্সটল করার জন্য আপনার অনুমতি চাইবে।
  2. যদি পপস আপ করে তবে Restart Now তবে বাটনটিতে ক্লিক করুন। আপনার সকল ট্যাব সংরক্ষিত থাকবে এবং ফায়ারফক্স পুনরায় চালু করলে সকল ট্যাব পুনরায় স্থাপিত হবে।

থিম পরিচালনা করা

কি করে থিমগুলি পরিবর্তন করবেন

যখন বিভিন্ন থিম ইন্সটল থাকবে :

  1. মেনু বাটনে Fx57menuNew Fx Menu ক্লিক করুন এবং Add-onsFx57Addons-icon Add-ons পছন্দ করুন। অ্যাড-অন ব্যবস্থাপনা ট্যাব খুলবে।

  2. অ্যাড-অন ম্যানেজার ট্যাবে Appearance প্যানেলটি নির্বাচন করুন।
  3. তালিকা থেকে একটি থিম সিলেক্ট করুন।
  4. Enable বাটন টি ক্লিক করুন।
  5. যদি এইটা পপস আপ করে তাহলে Restart now লিঙ্কটি ক্লিক করুন। আপনার সকল ট্যাব সংরক্ষিত থাকবে এবং ফায়ারফক্স পুনরায় চালু করলে সকল ট্যাব পুনরায় স্থাপিত হবে।

কি করে থিম অপসারন করবেন

আপনি যদি একটি থিম অপসারন করতে চান তাহলে দেখুন এড-অন্স নিষ্ক্রিয় করা অথবা মুছে ফেলা.

সমস্যার সমাধান

  • থিম কিংবা অন্যান্য এডঅনের সাথে থিমের ইন্টারঅ্যাকশনের কারনে কখনও কখনও আপনার ফায়ারফক্সে সমস্যা দেখা দিতে পারে। ট্রাবলশুটিং এর জন্য নির্দেশাবলী দেখুন
এক্সটেনশন, থিম এবং হার্ডওয়্যার এক্সিলারেশন সম্পর্কিত সমস্যার সমাধান