আপনার পছন্দের ওয়েবসাইটগুলো খুঁজে পেতে ফায়ারফক্স বুকমার্ক ব্যবহার করুন
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 66048
- নির্মিত:
- রচয়িতা: Ashiqur Rahman Amit
- মন্তব্য: অল্প কিছু বাক্যে পরিবর্তন।
- পর্যালোচনা অবস্থা: না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
এন্ড্রয়েডের জন্য ফায়ারফক্সের একটি সহজ বুকমার্কিং ব্যবস্থা আছে। এই নিবন্ধটি আপনাকে বুকমার্ক তৈরি ও তার ব্যবহার দেখাবে।
সূচীপত্র
বুকমার্ক যুক্ত করুন অথবা বাদ দিন
শুধুমাত্র স্টার চিহ্নটিতে চাপ দিন
- যেকোন সাইট বুকমার্ক করতে মেনু তে চাপ দিন (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়)
এবং স্টারটি সিলেক্ট করুন।
- বুকমার্ক বাদ দিতে স্টারটিতে আরেকবার চাপ দিন।
আপনি বুকমার্কের তালিকা থেকেও বুকমার্ক বাদ দিতে পারেন:
- অ্যাড্রেস বারে চাপ দিন এবং বুকমার্ক ট্যাব সিলেক্ট করুনঅ্যাড্রেস বারে চাপ দিন এবং বুকমার্ক সিলেক্ট করুন।
- যে বুকমার্কটি বাদ দিতে চান তা চাপ দিয়ে ধরে থাকুন।
- এরপর চাপুন।
আপনার ডিভাইসে যেকোন বুকমার্ক দ্রুত খুঁজে বের করুন
এই Awesome Screen যেকোন কিছু খুঁজে বের করা সহজ করে।
- অ্যাড্রেস বারে চাপ দিন অথবা open a new tab লেখা শুরু করুন। আপনি আপনার বুকমার্ক তালিকা দেখতে পারবেন (পাশে তারকা চিহ্ন যুক্ত) সেই সাথে আপনার ভিজিট করা সাইট এবং আপনি যেসকল ওয়েব সার্চ করতে পারেন তা দেখতে পারেন। আপনার যে বুকমার্কটি চাই সেটিতে চাপ দিন, ব্যাস হয়ে গেলো!
অবশ্যই আপনি আপনার বুকমার্ক স্ক্রলও করতে পারেন।
- অ্যাড্রেস বারে চাপ দিন অথবা open a new tab এবং লেখার পরিবর্তে বুকমার্ক ট্যাব সিলেক্ট করুন।
- আপনার স্ক্রীনের উপরের দিকে বুকমার্ক সিলেক্ট করুন অথবা একটি new tab সিলেক্ট করুন।
পরামর্শ আপনি আপনার ডেস্কটপের বুকমার্ক, হিস্ট্রি এবং আরো অনেক কিছু খুঁজে পেতে পারেন আপনার অ্যানড্রয়েড ডিভাইসটি দিয়ে setting up Firefox Sync.
আপনার হোম স্ক্রীনে বুকমার্ক যুক্ত করুন
মাত্র একটি চাপেই আপনার হোম স্ক্রীন থেকে আপনার পছন্দের ওয়েব সাইটে যান
- আপনি যে সাইটটি চান সেটিতে যান এবং অ্যাড্রেস বারটিতে চাপ দিয়ে প্রায় ২ সেকেন্ড ধরে থাকুন।
- এরপর নির্বাচন করুন