Firefoxকে ইন্টারনেটে প্রবেশাধিকার দিতে McAfee Security Center এবং ফায়ারওয়াল সেটিংসমূহ হাল-নাগাদকরণ
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 80578
- নির্মিত:
- রচয়িতা: Ashickur Rahman
- মন্তব্য: Minor Edit
- পর্যালোচনা অবস্থা: না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
এই নিবন্ধটি Windows XP, Windows Vista, and Windows 7 এ যারা McAfee 2010-2011 চালায় তাদের জন্য। অন্যান্য সিকিউটি ফায়ারওয়াল নিয়ে জানতে, Firefox কে ইন্টারনেট প্রবেশের জন্য ফায়ারওয়ালগুলো কনফিগার করুন দেখুন।
Firefox হালনাগাদকরণ এবং ইনস্টল করার পর, McAfee এর সাথে থাকা ফায়ারওয়াল Firefox এর ইন্টারনেটে প্রবেশ রোধ করতে পারে।
এই সমস্যা সমাধানের জন্য, আপনাকে McAfee Security Center আপডেট করে নিতে হবে এবং এর ফায়ারওয়াল সেটিং পুনঃসথাপন করতে হবে।
ফায়ারওয়াল সেটিংসমূহ পুনঃসথাপন করা
Firefox সংযুক্ত হতে সক্ষম কিনা তা নিশ্চিত হতে এই ধাপ অনুসরণ করে McAfee এর firewall সেটিংসমূহ সমূহ পুনঃস্থাপন করুন।
- উইন্ডোজ Start বাটনে ক্লিক করুন, এবং
নির্বাচন করুন। (এটাকে McAfee Internet Security, McAfee Total Protection, অথবা McAfee AntiVirus Plus বলা যেতে পারে) - McAfee উইন্ডোর বাঁদিকে,
ক্লিক করুন। - McAfee উইন্ডোর ডানদিকে, Settings লিঙ্কে ক্লিক করুন।
-
প্রেস করুন। - McAfee Total Protection বন্ধ করে দিন এবং পুনরায় Firefox চালু করুন।
McAfee পণ্যসমূহ হালনাগাদকরণ
McAfee যদি আজ হাল-নাগাদ না হয়ে থাকে, তবে সর্বশেষ হাল-নাগাদ নিশ্চিতের জন্য এই ধাপসমূহ অনুসরণ করুন।
- উইন্ডোজ Start বাটনে ক্লিক করুন, এবং এরপর
নির্বাচন করুন। (এটাকে McAfee Internet Security, McAfee Total Protection, অথবা McAfee AntiVirus Plus বলা যেতে পারে।) - McAfee উইন্ডোর বাঁদিকে,
- McAfee উইন্ডোর ডানদিকে, হাল-নাগাদ নিরীক্ষণ লিঙ্কে ক্লিক করুন।
- হালনাগাদ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। কয়েক মিনিট সময় নিতে পারে এটি।
- আপনাকে আপনার কম্পিউটার পুনরায় চালু করতে বলা হতে পারে। যদি তা হয়, তবে পুনরায় চালু করার পর এই পেজে ফেরত যান এবং "Resetting firewall settings" অংশে থাকা নির্দেশাবলী সমাপ্ত করুন।
অন্যান্য সমস্যা
উপরের নির্দেশাবলী অনুযায়ী McAfee configuring করার পরও যদি Firefox Internet এ সংযুক্ত না হয় তবে আপনার অন্য কোন সমস্যা থেকে থাকবে। এই সমস্যা কীভাবে troubleshoot করতে হবে তা জানতে ফায়ারফক্সে ওয়েবসাইট লোড হচ্ছে না কিন্তু অন্য ব্রাউজারে হচ্ছে পড়ুন।