Android জন্য Firefox সর্বশেষ সংস্করণে আপডেট করুন
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 65716
- নির্মিত:
- রচয়িতা: Ashiqur Rahman Amit
- মন্তব্য: সম্পূর্ন অনুবাদ
- পর্যালোচনা অবস্থা: না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
সর্বশেষ সব ফিচারসমূহ ব্যবহার করার লক্ষ্যে ও সেই সাথে আপনার তথ্যসমূহ কে নিশ্চিতভাবে নিরাপদ রাখার জন্য একটা ভাল উপায় হচ্ছে অ্যান্ড্রয়েডের ফায়ারফক্সের সর্বশেষ সংস্করন হালনাগাদ করে রাখা। যখনই অ্যান্ড্রয়েডের জন্য ফায়ারফক্সের সর্বশেষ সংস্করন পাওয়া যাবে তখনই এটি আপনাকে জানাবে। সেই সাথে আপনি নিজেও চেক করে দেখতে পারেন।
কিভাবে এটি করা যায়ঃ
- মেনু আইকনে
চাপ দিন (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) এবং তারপর চাপ দিন (আপনাকে প্রথমে হয়তো স্পর্শ করতে হবে) এ।
- Settings মেনুতে যেয়ে চাপ দিন।
- যদি কোন সর্বশেষ সংস্করনের সহজলভ্য থাকে তাহলে হালনাগাদের জন্য বোতামে আরেকবার চাপ দিন। উপভোগ করুন নতুন ফায়ারফক্সের ফিচারসমূহ।