Android জন্য Firefox সর্বশেষ সংস্করণে আপডেট করুন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 173628
  • নির্মিত:
  • রচয়িতা: Sonnet Saif
  • মন্তব্য: সামান্য পরিবর্তন
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

Android এর জন্য Firefox এর সর্বশেষ সব সুবিধা ব্যবহার করার লক্ষ্যে ও সেই সাথে আপনার তথ্যসমূহ কে নিশ্চিতভাবে নিরাপদ রাখার জন্য একটা ভাল উপায় হচ্ছে এর সর্বশেষ সংস্করণ হালনাগাদ করে রাখা। যখনই Android এর জন্য Firefox এর সর্বশেষ সংস্করণ পাওয়া যাবে তখনই Google Play এটি আপনাকে জানাবে, তাছাড়া আপনি নিজেও এটি নীচের পদক্ষেপ ব্যবহার করে পরীক্ষা করতে পারবেন। আপনি কোন সংস্করণ ব্যবহার করছেন তা জানতে নীচের পদক্ষেপগুলি অনুসরণ করুন এবং প্রয়োজন হলে এই উপায়ে এটি হালনাগাদ করুন।

আপনার Firefox এর সংস্করণ পরীক্ষা করুন

  1. মেনু বাটনে ট্যাপ করুন "androidmenulocation" টেম্পলেটটি হয় উপলব্ধ নয় না হয় কোনো অনুমোদিত সংস্করণ নেই।, এবং তারপর

Settings (আপনাকে প্রথমে হয়তো More স্পর্শ করতে হবে) ।

  1. ট্যাপ করুন Mozilla, About Firefox দ্বারা অনুসরণ করুন। সংস্করণ সংখ্যা Firefox লোগো-এর নীচে প্রদর্শিত হবে।

আপনার ফোন এর মার্কেটপ্লেস এর মাধ্যমে হালনাগাদ

আপনার ফোন এর মার্কেটপ্লেস এর মাধ্যমে ফায়ারফক্সকে সবচেয়ে সহজ উপায়ে হালনাগাদ করা যায়। ফায়ারফক্স out of date হয়েছে কিনা তা আপনার মার্কেটপ্লেস নির্দেশ করবে এবং ফায়ারফক্স হালনাগাদ করার জন্য অনুরোধ করবে।

Google Play

  1. আপনার ডিভাইসের মধ্যেমে Google Play খুলুন এবং স্ক্রিনের উপরের বাঁদিকের কোণায় মেনুতে ট্যাপ করুন।
  2. আপনার ইনস্টল করা অ্যাপের তালিকা দেখতে My Apps এ ট্যাপ করুন। তালিকায় আপনার আপডেট করা প্রয়োজন এমন অ্যাপ্লিকেশন দেখানো হবে।
  3. Android এর জন্য Firefox এর যদি কোন হালনাগাদ থেকে থাকে তাহলে প্রদর্শিত হবে। এতে ট্যাপ করুন।
  4. Update বাটনে ট্যাপ করুন।
    update android gp1
  5. Accept এ ট্যাপ করুন। permissions মেসেজ প্রদর্শন এর মাধ্যমে হালনাগাদ সম্পূর্ণ হবে।
যদি Google Play আপনার এলাকায় সহজলভ্য না হয়,তাহলে আপনার দেশে উপযুক্ত অ্যাপ্লিকেশন marketplace এর মাধ্যমে Firefox হালনাগাদ করুন।