আপডেট হবার সময় আপডেট ব্যর্থ হওয়ার বার্তা প্রদর্শন করলে তা কিভাবে সমাধান করবেন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 51184
  • নির্মিত:
  • রচয়িতা: আহসান-উল হক
  • মন্তব্য: অনুবাদ আপডেট
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

ফায়ারফক্সের সাথে সফটওয়্যার আপডেট সুবিধাটি অন্তর্ভূক্ত আছে যা স্বয়ংক্রিয়ভাবে আপডেটের খোঁজ করে এবং প্রয়োজনে আপনাকে জানায় এবং আপডেটটি ইনস্টল করে।

কখনও আপডেটার ব্যর্থ হয় এবং Update Failed বার্তাটি প্রদর্শন করে। এই প্রবন্ধটি এই সমস্যার সম্ভ্যাব্য সমাধান করে ফায়ারফক্স আপডেটের কৌশল সম্পর্কে আলোচনা করা হয়েছে।

ম্যানুয়াল আপডেট

একটি সমাধান হলে ফায়ারফক্স ম্যানুয়ালি নতুন ভার্সন ডাউনলোড করে বর্তমান ভার্সনের সাথে ইনস্টল করা। বিস্তারিত জানার জন্য দেখুন Installing Firefox । যদি নতুন ভার্সন ইনস্টল করা সত্ত্বেও একই সমস্যার সম্মুখীন হন তাহলে Updates reported when running newest version দেখুন।


কম্পিউটার রিস্টার্ট করে আপডেটের খোঁজ করুন

এটি সম্ভব যে অন্য কোন প্রোগ্রাম বা আগের চলা ফায়ারফক্স ঠিকমত বন্ধ হয়নি যা আপনার ফায়ারফক্স আপডেটে সমস্যা তৈরী করছে। একই সমস্যা হতে পারে যদি আপনি আপনার কম্পিউটার অন্য ব্যবহারকারীর সাথে শেয়ার করেন, এবং সেই ব্যবহারকারীর একাউন্টে ফায়ারফক্স চালু থাকে। এই সমস্যা সমাধানের সবচেয়ে সহজ পথ হল আপনার কম্পিউটারটি রিস্টার্ট বা পুনরায় চালু করা। আপনার কম্পিউটার পুনরায় চালু হলে:

  1. ফায়ারফক্স চালু করুন
  2. ফায়ারফক্সের উইন্ডোর উপরে মেনুবারে হেল্প মেনুতেফায়ারফক্স মেনুতে ক্লিক করুন ফায়ারফক্স এ ক্লিক করুন, হেল্প মেনুতে যান (উইন্ডোজ এক্সপির জন্য, হেল্প মেনুতে ক্লিক করুন) হেল্প মেনু
  3. About Firefox নির্বাচন করুন. ফায়ারফক্স আপডেট খোঁজা শুরু করবেCheck for Updates....


Close other running programs

Some programs that can interfere with Firefox are set to start up automatically when you start your computer. Before updating Firefox, try closing or disabling such programs; for example, Spybot TeaTimer and Logitech QuickCam software have been known to interfere with Firefox updates.


Run as Administrator

If you are using Windows 7 or Vista:

  1. Restart the computer so that no Firefox processes are active.
  2. Open the Windows Start Menu, type firefox and right-click on the "Mozilla Firefox" entry that appears.
  3. Select Run as Administrator and Continue if the User Account Control dialog comes up.

If the issue is not resolved, close Firefox and restart the computer again but this time, open the program folder where Firefox is installed (e.g., open the C:\Program Files\Mozilla Firefox folder or, on 64-bit windows, the C:\Program Files (x86)\Mozilla Firefox folder), right-click on the firefox or firefox.exe file icon and select Run as Administrator.




Based on information from Software Update (mozillaZine KB)