আপনার কম্পিউটার থেকে Firefox মুছে ফেলা
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 61602
- নির্মিত:
- রচয়িতা: Ashickur Rahman
- মন্তব্য: typo fixed, update some string
- পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
- পর্যালোচনা অবস্থা:
- পর্যালোচনা করেছেন: ashickurnoor
- Is approved? হ্যাঁ
- বর্তমান সংস্করণ? না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
ফায়ারফক্স সমর্থিত অপারেটিং সিস্টেম থেকে কিভাবে ফায়ারফক্স অ্যাপ্লিকেশনটি মুছে ফেলতে হয় তা এই নিবব্ধে দেখানো হয়েছে। আপনি যদি কোন সমস্যা সমাধানের জন্য ফায়ারফক্স মুছে ফেলে পুনরায় ইন্সটল করার পরিকল্পনা করে থাকেন, তবে আগে Firefox এর সমস্যার সমাধান এবং পর্যালোচনা করুন দেখে নিন।
এছাড়া আপনি যদি আপনার ফায়ারফক্স প্রোফাইলটি (ব্যবহারকারীর তথ্য, সেটিংসমূহ যেমন বুকমার্ক, ইতিহাস, পাসওয়ার্ড প্রভৃতি) মুছে ফেলতে চান তবে ব্যবহারকারীর তথ্য ও সেটিংসমূহ মুছে ফেলা এর নির্দেশনা অনুসরণ করুন।
ফায়ারফক্স মুছে ফেলা
ফায়ারফক্স মুছে ফেলতে নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ
-
মেনু
বাটনে ক্লিক করুন এবং তারপর ExitQuit
এ ক্লিক করুন।
Firefox মেনুতে
ক্লিক করুন, তারপর এ ক্লিক করুন। স্ক্রিনের উপর Firefox মেনুতে ক্লিক করুন, তারপর Firefox মেনুতে
ক্লিক করুন, তারপর ক্লিক করুন। এ ক্লিক করুন।
- স্টার্ট মেনুতে ক্লিক করে
- কন্ট্রোল প্যানেল উইন্ডো হতে Add or Remove Programs এ ক্লিক করুন। এখন অ্যাড অর রিমুভ উইন্ডো খুলবে।
- ইন্সটল থাকা প্রোগ্রামের তালিকা হতে Mozilla Firefox নির্বাচন করুন।
- মুছে ফেলা শুরু করতে Mozilla Firefox এর ডান দিকের যদি মুছে ফেলার উইজার্ড চালু না হয় তবে আপনি helper.exe চালু করার মাধ্যমে এটি চালু করতে পারবেন যা সাধারণত C:\Program Files\Mozilla Firefox\uninstall\helper.exe ঠিকানায় থাকে। বাটনে ক্লিক করুন।
- মজিলা ফায়ারফক্সের মুছে ফেলার উইজার্ড খুললে বাটনে ক্লিক করুন।
-
- যদি এখনও ফায়ারফক্স চালু থাকে তবে মুছে ফেলার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই ফায়ারফক্স বন্ধ করে নিতে হবে।
- আপনি যদি ফায়ারফক্সের ব্যবহারকারীর তথ্য এবং সেটিংসমূহ মুছে ফেলতে চান তবে Remove my Firefox personal data and customizations এর পাশের বক্সে টিক দিন। আপনি যদি এই অপশনটি নির্বাচন করেন তবে পরবর্তী ইন্সটল এর জন্য ফায়ারফক্স আপনার বুকমার্ক, পাসওয়ার্ড, সেটিংসমূহ প্রভৃতি সংরক্ষণ করে রাখবে না।
- ফায়ারফক্স উন্নয়নকারী দলকে আপনার ফারায়ফক্স ব্যবহারের অভিজ্ঞতা জানাতে Tell us what you thought of Firefox নির্বাচন করুন।
বাটনে ক্লিক করুন।
- বাটনে ক্লিক করুন।
- মুছে ফেলার সময় যেসব ফাইল ও ফোল্ডার নিজে থেকে মুছে যায় নি সেগুলো আপনাকে ফায়ারফক্স ইন্সটলেশন ফোল্ডার থেকে নিজে মুছে নিতে হবে। ফাইলগুলো সাধারণত C:\Program Files\Mozilla Firefox ঠিকানায় থাকে।
-
মেনু
বাটনে ক্লিক করুন এবং তারপর ExitQuit
এ ক্লিক করুন।
Firefox মেনুতে
ক্লিক করুন, তারপর এ ক্লিক করুন। স্ক্রিনের উপর Firefox মেনুতে ক্লিক করুন, তারপর Firefox মেনুতে
ক্লিক করুন, তারপর ক্লিক করুন। এ ক্লিক করুন।
- স্টার্ট মেনুতে ক্লিক করে
- কন্ট্রোল প্যানেল উইন্ডোর প্রোগ্রামস অংশের নিচের Uninstall a program লিঙ্কে ক্লিক করুন।
- ইন্সটল থাকা প্রোগ্রামের তালিকা হতে Mozilla Firefox নির্বাচন করুন।
- মুছে ফেলা শুরু করতে তালিকার একেবারে উপরের যদি মুছে ফেলা উইজার্ড চালু না হয় তবে আপনি helper.exe চালু করার মাধ্যমে এটি চালু করতে পারবেন যা সাধারণত,
(32-bit Windows) C:\Program Files\Mozilla Firefox\uninstall\helper.exe
(64-bit Windows) C:\Program Files (x86)\Mozilla Firefox\uninstall\helper.exe ঠিকানায় থাকে। বাটনে ক্লিক করুন। - মজিলা ফায়ারফক্সের মুছে ফেলাr উইজার্ড খুললে বাটনে ক্লিক করুন।
-
- যদি এখনও ফায়ারফক্স চালু থাকে তবে মুছে ফেলার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই ফায়ারফক্স বন্ধ করে নিতে হবে।
- আপনি যদি ফায়ারফক্সের ব্যবহারকারীর তথ্য এবং সেটিংসমূহ মুছে ফেলতে চান তবে Remove my Firefox personal data and customizations এর পাশের বক্সে টিক দিন। আপনি যদি এই অপশনটি নির্বাচন করেন তবে পরবর্তী ইন্সটল এর জন্য ফায়ারফক্স আপনার বুকমার্ক, সংরক্ষিত পাসওয়ার্ডসহ অন্যান্য তথ্যগুলো সংরক্ষণ করে রাখবে না।
- ফায়ারফক্স উন্নয়নকারী দলকে আপনার ফারায়ফক্স ব্যবহারের অভিজ্ঞতা জানাতে Tell us what you thought of Firefox নির্বাচন করুন।
বাটনে ক্লিক করুন।
- বাটনে ক্লিক করুন।
- মুছে ফেলার সময় যেসব ফাইল ও ফোল্ডার নিজে থেকে মুছে যায় নি সেগুলো আপনাকে ফায়ারফক্স ইন্সটলেশন ফোল্ডার থেকে নিজে মুছে নিতে হবে। যা সাধারণত এই ঠিকানা দুটির একটিতে থাকে।
- (32-bit Windows) C:\Program Files\Mozilla Firefox
- (64-bit Windows) C:\Program Files (x86)\Mozilla Firefox
-
মেনু
বাটনে ক্লিক করুন এবং তারপর ExitQuit
এ ক্লিক করুন।
Firefox মেনুতে
ক্লিক করুন, তারপর এ ক্লিক করুন। স্ক্রিনের উপর Firefox মেনুতে ক্লিক করুন, তারপর Firefox মেনুতে
ক্লিক করুন, তারপর ক্লিক করুন। এ ক্লিক করুন।
- স্টার্ট স্ক্রিন হতে Desktop টাইলে ক্লিক করুন। ডেস্কটপ ভিউ আসবে।
- চার্মস এ প্রবেশ করতে ডেক্সটপের ডান কোণার মাউস নিয়ে যান।
- চার্ম এর
- কন্ট্রোল প্যানেল উইন্ডোর প্রোগ্রামস অংশের নিচের Uninstall a program লিঙ্কে ক্লিক করুন।
- ইন্সটল থাকা প্রোগ্রামের তালিকা হতে Mozilla Firefox নির্বাচন করুন।
- মুছে ফেলা শুরু করতে তালিকার একেবারে উপরের যদি মুছে ফেলার উইজার্ড চালু না হয় তবে আপনি helper.exe চালু করার মাধ্যমে এটি চালু করতে পারবেন যা সাধারণত,
(32-bit Windows) C:\Program Files\Mozilla Firefox\uninstall\helper.exe
(64-bit Windows) C:\Program Files (x86)\Mozilla Firefox\uninstall\helper.exe ঠিকানায় থাকে। বাটনে ক্লিক করুন। - মজিলা ফায়ারফক্সের মুছে ফেলার উইজার্ড খুললে বাটনে ক্লিক করুন।
-
- যদি এখনও ফায়ারফক্স চালু থাকে তবে মুছে ফেলার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই ফায়ারফক্স বন্ধ করে নিতে হবে।
- আপনি যদি ফায়ারফক্সের ব্যবহারকারীর তথ্য এবং সেটিংসমূহ মুছে ফেলতে চান তবে Remove my Firefox personal data and customizations এর পাশের বক্সে টিক দিন। আপনি যদি এই অপশনটি নির্বাচন করেন তবে পরবর্তী ইন্সটল এর জন্য ফায়ারফক্স আপনার বুকমার্ক, সংরক্ষিত পাসওয়ার্ডসহ অন্যান্য তথ্যগুলো সংরক্ষণ করে রাখবে না।
- ফায়ারফক্স উন্নয়নকারী দলকে আপনার ফারায়ফক্স ব্যবহারের অভিজ্ঞতা জানাতে Tell us what you thought of Firefox নির্বাচন করুন।
বাটনে ক্লিক করুন।
- বাটনে ক্লিক করুন।
- আনইন্সটল করার সময় যেসব ফাইল ও ফোল্ডার নিজে থেকে মুছে যায় নি সেগুলো আপনাকে ফায়ারফক্স ইন্সটলেশন ফোল্ডার থেকে নিজে মুছে নিতে হবে। যা সাধারণত এই ঠিকানা দুটির একটিতে থাকে।
- (32-bit Windows) C:\Program Files\Mozilla Firefox
- (64-bit Windows) C:\Program Files (x86)\Mozilla Firefox
- ফাইন্ডারে অ্যাপ্লিকেশনস ফোল্ডারটি খুলুন।
- ফায়ারফক্স অ্যাপ্লিকেশনটি ট্রাসে টেনে আনুন।
ফায়ারফক্স মুছে ফেলা হয়ে গেছে।
আপনি যদি ডিস্ট্রো ভিত্তিক প্যাকেজ ম্যানেজারের মাধ্যমে ফায়ারফক্স ইন্সটল করে থাকেন, তবে মুছে ফেলার জন্য আপনাকে একই পন্থা অনুসরণ করতে হবে। বিস্তারিত জানার জন্য Linux এ Firefox ইনস্টল করুন নিবন্ধটি দেখুন। আর যদি আপনি ফায়ারফক্স ডাউনলোড পাতা হতে বাইনারি প্যাকেজ ডাউনলোড করে ইন্সটল করে থাকেন, তবে হোম ডিরেক্টরি হতে firefox ফোল্ডারটি মুছে ফেললেই ফায়ারফক্স মুছে যাবে।
ব্যবহারকারীর তথ্য ও সেটিংসমূহ মুছে ফেলা
পূর্বনির্ধারিত পদ্ধতিতে ফায়ারফক্স মুছে ফেললে ব্যবহারকারীর প্রোফাইল মুছে যায় না। ব্যবহারকারীর প্রোফাইলে ব্যহহারকারীর ব্যক্তিগত তথ্য যেমন বুকমার্ক, পাসওয়ার্ড, কুকি প্রভৃতি থাকে। আপনি যদি এই তথ্যগুলোও মুছে ফেলতে চান, তবে যে ফোল্ডারে আপনার ব্যবহারকারী প্রোফাইল আছে সেটি মুছে ফেলতে হবে। এ ফাইলগুলো ফায়ারফক্স প্রোগ্রামের ফোল্ডারে না থেকে অন্য একটি ফোল্ডারে থাকে।
- আপনি যদি আপনার বুকমার্ক, পাসওয়ার্ড, কুকিসহ অন্যান্য ব্যবহারকারীর তথ্য ও সেটিংসমূহ সংরক্ষণ করতে চান তবে ফায়ারফক্স প্রোফাইলে তথ্য ব্যাকআপ ও পুনঃস্থাপন করুন নিবন্ধটি দেখুন।
- firefox ফোল্ডারটি মুছে ফেলুন যেটাতে আপনার ব্যবহারকারী ফোল্ডার এবং profiles.ini ফাইলটি থাকে। Firefox ফোল্ডারটি মুছে ফেলুন যেটিতে Profiles ফোল্ডারটি ও profiles.ini ফাইল থাকে। ফোল্ডারটির অবস্থান জানতে আমার প্রোফাইল কিভাবে খুঁজে পাব? নিবন্ধটি দেখুন।
Uninstalling Firefox (mozillaZine KB) এর তথ্যের উপর ভিত্তি করে লেখা।