Firefox for Android এর অ্যাড-অনস আনইন্সটল

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 93970
  • নির্মিত:
  • রচয়িতা: R.S Fatin
  • মন্তব্য: Done
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

Firefox for Android থেকে অ্যাড-অনস সরানো অনেক সহজ । অ্যাড-অন মুলত themes, extensions এবং plugins দারা তৈরি । এই কিছু ধাপ দারা Firefox for Android এর অ্যাড-অনস সরানো যাবে ।

  1. মেনু বাটন টিপে অ্যাড-অনস পাতায়ে যাও , তারপর Tools (আপনাকে প্রথমে হয়তো More স্পর্শ করতে হবে) , তার সাথে Add-ons.
    FFadd-ondroid
  2. ইন্সটল করা আছে এমন একটি অ্যাড-অন এ টিপ দাও যা দারা এটি প্রকাশ হবে Disable এবং Uninstall বাটনস।
  3. এটি টিপ Uninstall যা দারা

অ্যাড-অনটি পুরোপুরি সরানো হবে অথবা Disable তাকে সাময়িকভাবে নিষ্ক্রিয় করবে।

  1. FFAOU
  2. ব্রাউজার পুনরায় বন্ধ করে চালাও যদি অনুরধ করে ।
    FFrestart