Safe Mode ব্যাবহার করে Firefox এর বিভিন্ন সমস্যা সমাধান করুন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 58597
  • নির্মিত:
  • রচয়িতা: Safwan Rahman
  • মন্তব্য: Fully completed
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

সেফ মুড হল ফায়ারফক্সের একটি বিশেষ অবস্থা যেটি ব্যাবহার করার মাধ্যমে নানা ধরনের সমস্যা খুজে বের করে তা সমাধান করা সম্ভব। সেফ মুড খানিক সময়ের জন্য কিছু সেটিং রিসেট করে ও কিছু সকল অ্যাড-অনস বন্ধ করে ফেলে। কারন সেগুলো হয়ত সমস্যার কারন হয়ে থাকতে পারে। ফায়ারফক্স এর সাধারন মুড এর আচরনের সাথে ফায়ারফক্সের সেফ মুডের আচরনের তুলনা করে আপনি হয়ত সমস্যাটির প্রকৃত কারন খুজে বের করতে পারবেন।

দ্রষ্টব্য: উইন্ডোজ ব্যাবহারকারীরা হয়ত উইন্ডোজের সেফ মুড সম্পর্কে জেনে থাকবেন। কিন্তু ফায়ারফক্সের সেফ মুডের সাথে উইন্ডোজ সেফ মুডের কোন সম্পর্ক নেই
দ্রষ্টব্য: Refresh Firefox ফিচার আপনার প্রয়োজনীয় তথ্য সংরক্ষিত রেখে Firefox কে প্রাথমিক অবস্থায় ফিরিয়ে নেওয়ার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করতে পারে। দীর্ঘ ও জটিল ট্রাবলশুটিং পদ্ধতি অবলম্বন করার আগে এটি চেষ্টা করে দেখতে পারেন।

কিভাবে ফায়ারফক্সকে সেফ মুডে চালু করতে হবে

New Fx Menuমেনু বাটনে ক্লিক করুন, Help-29 হেল্পে ক্লিক করুন

New Fx Menuমেনু বাটনে ক্লিক করুন, Help-29 হেল্পে ক্লিক করুন এবং Restart with Add-ons Disabled... নির্বাচন করুন। Firefox সেফ মোড ডায়লগ নিয়ে শুরু হবে।
নোট: আপনি Firefox শুরু করার সময় shift কী চেপে ধরে সেফ মোডে Firefox শুরু করতে পারেন।কী চেপে ধরুন option Firefox খোলা পর্যন্ত। Firefox বন্ধ করুন এবং তারপর আপনার Terminal এ: firefox -safe-mode কোড চালান,
আপনাকে Firefox ইনস্টলেশন পাথ উল্লেখ করে দিতে হতে পারে (e.g. /usr/lib/firefox)

সেফ মুডের উইন্ডো

93cafd5e0e8bef77b66875863ae7f197-1259888532-113-1.png

আপনার কাছে এখন তিনটি অপশন থাকবে:

  • Exit বাটনটি ক্লিক করলে আপনার ফায়ারফক্সের সেফ মুডে যাওয়ার ইচ্ছা বাতিল হয়ে যাবে।
  • Continue in Safe Mode বাটনটি ক্লিক করলে আপনার এক্সটেনশন এবং থিমগুলো সাময়কভাবে বন্ধ হয়ে যাবে এবং হার্ডওয়্যার এক্সসেলেরেশন ও রিসেট টুলবার এবং পরিবর্তনের বাটনও সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। আপনি যখন সেফ মুড হতে বেরিয়ে ফায়ারফক্সকে তার সাধারন মুডে চালু করবেন তখন আপনার এক্সটেনশন, থিম এবং সেটিংগুলো ঠিক আবার পুর্বের অবস্থায় ফিরে আসবে যেমনটি সেফ মুড চালু করার পূর্বে ছিল।
  • Make Changes and Restart বাটনটি চালু থাকবে যদি আপনি উপরোক্ত কোন বক্স নির্বাচন করে থাকেন। আরও তথ্যের জন্য নিচের সেফ মুড অবস্থায় থেকে ফায়ারফক্সে স্থায়ী পরিবর্তন করুন অনুচ্ছেদটি দেখুন।

সেফ মুডের উইন্ডো

Safe Mode Fx 15 - Win

আপনার কাছে এখন দুটি অপশন থাকবে:

  • Continue in Safe Mode বাটনটি ক্লিক করলে আপনার এক্সটেনশন এবং থিমগুলো সাময়কভাবে বন্ধ হয়ে যাবে এবং হার্ডওয়্যার এক্সসেলেরেশন ও রিসেট টুলবার এবং পরিবর্তনের বাটনও সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। আপনি যখন সেফ মুড হতে বেরিয়ে ফায়ারফক্সকে তার সাধারন মুডে চালু করবেন তখন আপনার এক্সটেনশন, থিম এবং সেটিংগুলো ঠিক আবার পুর্বের অবস্থায় ফিরে আসবে যেমনটি সেফ মুড চালু করার পূর্বে ছিল।
  • Reset Firefox বাটনটি ক্লিক করলে এটি আপনার গুরুত্বপুর্ণ তথ্যসমূহ সংরক্ষন করে ফায়ারফক্সকে তার সম্পুর্ন নতুন অবস্থায় নিয়ে যাবে। এই অপশনটি সম্বন্ধে আরও জানতে Refresh Firefox - অ্যাড-অন ও সেটিংস রিসেট করুন নিবন্ধটি দেখুন।

সেফ মুডে ফায়ারফক্সের সমস্যার কারন খুজে বের করুন

যখন ফায়ারফক্স সেফ মুডে থাকবে তখন হয়ত আপনি চাইবেন যে এটির আচরন পরীক্ষা করতে এবং আরও হয়ত দেখতে চাইবেন যে আপনার সমস্যাটি চলে গিয়েছে কিনা।

সেফ মুডেও সমস্যাটি হচ্ছে

যদি সমস্যাটি সেফ মুডেও হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে সমস্যাটি কোন এক্সটেনশন বা থিমের কারনে হচ্ছে না। তাহলে হয়ত প্লাগইনসমূহ এবং ফায়ারফক্সের প্রেফারেন্স সেটিং এর পরিবর্তন সমস্যাটির কারন হয়ে থাকতে পারে। কারন এগুলো সেফ মুডে বন্ধ করা হয় না। সমস্যাটি সমাধানের জন্য নিচের নিবন্ধগুলো দেখুনঃ

সমস্যাটি সেফ মুডে হয় না

সেফ মুডে যদি সমস্যাটি না হয় তাহলে বুঝতে হবে সমস্যাটি এক্সটেনশন, থিম অথবা হার্ডওয়্যার এক্সেলেরেশন এর কারনে হচ্ছে।

সেফ মুড হতে বের হওয়ার পদ্ধতি

  1. মেনু New Fx Menuবাটনে ক্লিক করুন এবং তারপর ExitQuitClose 29 এ ক্লিক করুন।

    Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Exit এ ক্লিক করুন। স্ক্রিনের উপর Firefox মেনুতে ক্লিক করুন, তারপর Quit Firefox এ ক্লিক করুন। Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Quitক্লিক করুন।

  2. যেমনভাবে আপনি সবসময় ফায়ারফক্স চালু করে থাকে ঠিক তেমনভাবেই ফায়ারফক্সকে চালু করুন।

সেফ মুড অবস্থায় থেকে ফায়ারফক্সে স্থায়ী পরিবর্তন করুন

আপনি যখন ফায়ারফক্সকে সেফ মুডে চালাবেন তখন একটি চেকবক্স এবং Make Changes and Restart বাটন ক্লিক করে আপনি নিচের পরিবর্তনগুলো স্থায়ী করতে পারেন:93cafd5e0e8bef77b66875863ae7f197-1259888532-113-1.png

সতর্কতা: আপনি যখন এই পরিবর্তনগুলো করবেন এবং ফায়ারফক্স পুনরায় চালু করবেন, এই পরিবর্তনগুলো তখন থেকেই ফায়ারফক্সে প্রযোজ্য হবে। যদি না আপনি তাদেরকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার কোন পদক্ষেপ গ্রহন না করেন। কিছু পরিবর্তন পুনরায় আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে না।
  • Disable all add-ons: আপনি যদি এই বক্সটি নির্বাচন করে থাকেন এবং Make Changes and Restart বাটনটি ক্লিক করেন তাহলে এরপর ফায়ারফক্স তার সাধারন মুডে চালু হবে। শুধুমাত্র সকল এক্সটেনশন, থিম এবং প্লাগইন বন্ধ হয়ে থাকবে (মুছে যাবে না)। এই পরিবর্তনগুলো বাতিল করে পুনরায় পুর্বের অবস্থায় ফিরে যেতে, আপনাকে অ্যাড-অনস ম্যানেজার এ থাকা প্রত্যেক এক্সটেনশন এবং প্লাগইন চালু করতে হবে। অ্যাড-অন গুলো চালু করতে যদি আপনার আরও সাহাজ্যের প্রয়োজন হয় তাহলে এই নিবন্ধটি দেখুন।
  • Reset toolbars and controls: আপনি যদি এই বক্সটি নির্বাচন করেন এবং তারপর Make Changes and Restart এ ক্লিক করেন তাহলে ফায়ারফক্স তার সাধারন মুডে ফিরে আসবে। শুধুমাত্র আপনার টুলবারের পরিবর্তনগুলো মুছে যাবে। যেমনঃ টুলবার এবং নানা বাটনগুলোর স্থান পূর্বের সাধারন অবস্থায় ফিরে আসবে। পরবর্তীতে আপনি যদি এই পরিবর্তন কে পুনরায় স্থাপন করে আগের অবস্থায় ফিরে আসতে চান তাহলে আপনাকে আবার নতুন করে আপনার ইচ্ছামত পরিবর্তনগুলো করতে হবে। আরও সহায়তার জন্য ফায়ারফক্স কন্ট্রোল, বাটন এবং টুলবার কাস্টমাইজ করুন নিবন্ধটি দেখুন।
  • Delete all bookmarks except for backups: আপনি যদি এই বাক্সটি নির্বাচন করেন এবং Make Changes and Restart এ ক্লিক করেন তাহলে ফায়ারফক্স আপনার বর্তমান বুকমার্কগুলো মুছে ফেলবে এবং এর পরিবর্তে ডিফল্ট বুকমার্ক বসাবে। আপনি যদি পরবর্তীতে এই পরিবর্তন বাদ দিয়ে পরিবর্তনের পূর্বের অবস্থায় ফিরে আসতে চান তাহলে আপনাকে ব্যাকআপ হতে বুকমার্কগুলোকে পুনরায় স্থাপন করতে হবে। আরও সহায়তার জন্য ব্যাকআপ থেকে বুকমার্কসগুলো পুনরুদ্ধার অথবা অন্য কম্পিউটারে স্থানান্তর নিবন্ধটি দেখুন।
  • Reset all user preferences to Firefox defaults: আপনি যদি এই বক্সটি নির্বাচন করেন এবং তারপর Make Changes and Restart এ ক্লিক করেন তাহলে ফায়ারফক্সের সকল অপশন এবং প্রেফারেন্সগুলো এর ডিফল্ট বা সাধারন সেটিং এ ফিরে আসবে। আপনি যদি এটি করেন তাহলে এই পরিবর্তনটি বাদ দিয়ে পুনরায় পরিবর্তনের আগের অবস্থায় ফিরে যাবার সুযোগ নেই। যেহেতু আপনি হয়ত মনে রাখতে পারবেন না যে আপনি কোন সেটিংগুলো পরিবর্তন করেছিলেন সেহেতু অপশন এবং প্রেফারেন্সগুলো এর ডিফল্ট সেটিং এ ফিরে আসার পর আবার আপনার পূর্বের অবস্থায় ফিরে আসা কষ্টকর।
  • Restore default search engines:আপনি যদি এই বক্সটি নির্বাচন করেন এবং তারপর Make Changes and Restart এ ক্লিক করেন তাহলে ফায়ারফক্সের কোন ডিফল্ট সার্চ ইঞ্জিন যদি আপনি মুছে থাকেন তা আবার পুনরায় স্থাপিত হবে। এটি অতিরিক্ত যোগ করা কোন সার্চ ইঞ্জিনকে আপসারন করবে না। এই পরিবর্তনটিকে বাদ দিতে, শুধুমাত্র আতি সহজে অনুসন্ধান বারে যান এবং আপনি যে সার্চ ইঞ্জিন কে চান না তা অপসারন করে ফেলুন।




সেফ মুড (mozillaZine KB) এর তথ্যের উপর নির্ভর করে তৈরী