TlLS এর ভুলের বিবরণ

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 93958
  • নির্মিত:
  • রচয়িতা: R.S Fatin
  • মন্তব্য: Done
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: ashickurnoor
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

যখন তুমি কোন ওয়েবসাইট এ প্রবেশ করো তখন সেই ওয়েবসাইট তোমার কম্পিউটার এবং ওয়েবসাইট এর সঙ্গে সংযোগ নিরাপদ করার চেষ্টা করে। Firefox এ সংযোগের চেষ্টাকে cross-check করে শুধু দেখার জন্য যে এই ওয়েবসাইট এর সার্টিফিকেট এবং সংযোগের উপাই আসলেই নিরাপদ কি না ।

কিছু ওয়েবসাইট আছে যেগুলো পুরান(এখন আর নিরাপদ নয়) TLS প্রক্রিয়া দারা সংযোগ নিরাপদ করার চেষ্টা করে । নিরাপদ সংযোগ না হইলে Firefox তোমাকে এইসব সাইট এ প্রবেশ করতে বাধা দেয়। যখন এটা হয় তখন তুমি একটি এরর পেজ দেখবা এবং সেখানে অপশন আশবে Mozilla কে এই এরর রিপোর্ট করার জন্য ।

report tls error

তুমি যদি এই সমস্যা এর সম্মুখীন হও তাহলে ওয়েবসাইট এর মালিকের সঙ্গে যোগাযোগ করো এবং বল তাদের TLS এর ভার্সন কে আপডেট দিতে যা এখনও চলে এবং নিরাপদ ।