TlLS এর ভুলের বিবরণ
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 93958
- নির্মিত:
- রচয়িতা: R.S Fatin
- মন্তব্য: Done
- পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
- পর্যালোচনা অবস্থা:
- পর্যালোচনা করেছেন: ashickurnoor
- Is approved? হ্যাঁ
- বর্তমান সংস্করণ? না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
যখন তুমি কোন ওয়েবসাইট এ প্রবেশ করো তখন সেই ওয়েবসাইট তোমার কম্পিউটার এবং ওয়েবসাইট এর সঙ্গে সংযোগ নিরাপদ করার চেষ্টা করে। Firefox এ সংযোগের চেষ্টাকে cross-check করে শুধু দেখার জন্য যে এই ওয়েবসাইট এর সার্টিফিকেট এবং সংযোগের উপাই আসলেই নিরাপদ কি না ।
কিছু ওয়েবসাইট আছে যেগুলো পুরান(এখন আর নিরাপদ নয়) TLS প্রক্রিয়া দারা সংযোগ নিরাপদ করার চেষ্টা করে । নিরাপদ সংযোগ না হইলে Firefox তোমাকে এইসব সাইট এ প্রবেশ করতে বাধা দেয়। যখন এটা হয় তখন তুমি একটি এরর পেজ দেখবা এবং সেখানে অপশন আশবে Mozilla কে এই এরর রিপোর্ট করার জন্য ।
তুমি যদি এই সমস্যা এর সম্মুখীন হও তাহলে ওয়েবসাইট এর মালিকের সঙ্গে যোগাযোগ করো এবং বল তাদের TLS এর ভার্সন কে আপডেট দিতে যা এখনও চলে এবং নিরাপদ ।