একটি সফল ইভেন্টের জন্য পরামর্শ

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

চিন্তার কোন কিছু নেই, আপনি এখানে একা নন! এখানে আছে মনে রাখার মত কিছু বিষয়, এবং সাহায্য চাওয়ার মত কিছু জায়গা।

ইভেন্টের ধরণ

ইতোমধ্যে আমরা আপনার সফলতার জন্য বিভিন্ন পরামর্শ এবং কৌশলপূর্ণ তথ্যাদিসহ গাইড এবং আনুষঙ্গিক রিসোর্স সহ তিন রকমের ইভেন্ট ফরমেট তৈরি করে রেখেছি।

ইভেন্টসমূহ:

  • কিচেন পার্টি
  • হ্যাক জ্যাম
  • হাইভ পপ-আপ

এখানে আমরা সংক্ষেপে প্রতিটি ফরমেট এবং কিছু বিষয় আলোচনা করব। বিস্তারিত জানতে পারেন এখান থেকে webmaker.org/guides

কিচেন পার্টি

ইভেন্ট গাইড: webmaker.makes.org/thimble/how-to-host-a-kitchen-party

কিচেন পার্টি হল একটি মজার উপায়, যা দিয়ে আপনি:

  • বৃষ্টির দিনে এক ঘন্টা পার করতে পারেন
  • পরিবারের মত কম্পিউটারের সাথে সময় কাটাতে পারেন
  • বন্ধুর সাথে হ্যাক করা শিখতে পারেন
  • ওয়েবে দারুণ কিছু বানাতে পারেন

সব থেকে ভাল ব্যাপার হল কিচেন পার্টির জন্য কোন পূর্ব প্রস্তুতির প্রয়োজন নেই। কিছু বন্ধু-বান্ধব আর পরিবারের সদস্যরা মিলে ঘরে বসে বা আপনার পাশের কোন কফি শপে এমনকি লাইব্রেরিতে বসেও আপনি ওয়েবে কিছু বানানোর ব্যাপারে তাদেরকে সাহায্য করতে পারেন।

হ্যাক জ্যাম

ইভেন্ট গাইড: webmaker.makes.org/thimble/host-a-hackjam

হ্যাক জ্যাম একটা দারুণ ব্যাপার, যা দিয়ে আপনি:

  • ভিন্ন ভিন্ন প্রতিভার মানুষদেরকে দলবদ্ধ মজাদার চ্যালেঞ্জ খুঁজে বের করতে পারেন
  • সবাই মিলে নতুন কিছু বানাতে অথবা পুরোনো কিছু সংস্কার করতে পারেন
  • নতুন হ্যাকিং স্কিল শিখতে এবং শেখাতে পারেন

এই ইভেন্টগুলো সাধারণত ১০-৫০ জন অংশগ্রহণকারীর জন্য আয়োজন করা হয়ে থাকে এবং এর স্থায়িত্ব হয় একটি বিকেল। স্কুল, লাইব্রেরী বা টাউনহল হ্যাক জ্যামের জন্য উপযুক্ত জায়গা।

একটি যথাযথ ভেন্যুর জন্য এই ইভেন্টগুলোর ক্ষেত্রে আপনার মোটামুটি দুই সপ্তাহের প্রস্তুতি দরকার।

হাইভ পপ-আপ

ইভেন্ট গাইড: webmaker.makes.org/thimble/host-a-hive-popup

হাইভ পপ-আপ অসাধারণ উপায়। এটি দিয়ে আপনি যা করতে পারেন:

  • বিজ্ঞান মেলা আয়োজনের ক্ষেত্রে স্থানীয় প্রতিষ্ঠানসমূহকে একত্রিত করা
  • দারুণ ওয়েব আইডিয়ার বর্ণনা দেয়া
  • হাতেকলমে মজাদার কাজ দেয়া
  • আপনার কমিউনিটিকে হ্যাকিং এর সাথে পরিচিত করানো

একটি হাইভ পপ-আপের জন্য আপনার ইভেন্টের কমপক্ষে চার সপ্তাহ আগে থেকে আপনার প্রস্তুতি নেয়া দরকার। পর্যাপ্ত জায়গাসহ আপানার একটি উপযুক্ত ভেন্যু দরকার, সেটি হতে পারে কমিউনিটি সেন্টার অথবা স্কুল এবং এর সীমানা হিসাবে আকাশ ধরতে পারেন!

২-১০টি প্রতিষ্ঠানের মাঝে কাজ করার চেষ্টা করুন, আর ইভেন্ট রান করানোর ব্যাপারে তাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করতে ভয় পাবেন না।

কোন কোন জায়গায় এরকমের ইভেন্ট রান করানোর জন্য এমনকি স্বেচ্ছাসেবক দল থাকে... তাই দ্রুত খুঁজে নিন আপনার এলাকায় এমন কোন দল আছে কিনা। কিছু কিছু দল আছে:

প্রয়োজনীয় রিসোর্স

সংযুক্তি:
  • আরো রিসোর্স

Getting Help

সংযুক্তি:
  • পরামর্শ এবং অন্যান্যঃ

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন