নতুন ট্যাবের পাতায় থাম্বনেইল গুলো নেই - কিভাবে ফিরে পাওয়া যাবে

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 78980
  • নির্মিত:
  • রচয়িতা: Asma Swapna
  • মন্তব্য: প্রাথমিক সমর্পন
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

Firefox New Tab page সচরাচর ভ্রমণ করা সাইটগুলোর ছবি প্রদর্শন করে থাকে। মাঝেমধ্যেই এর কিছু কিছু অংশ এমনকি সবগুলো ছবিই অপ্রদরশিত হতে পারে। এর কারণ ও কিভাবে সেগুলো ফিরে পাওয়া যেতে পারে এখানে তা বর্ণনা করা হয়েছে ।

গুরুত্বপূর্ণ: ওয়েবসাইট প্রদর্শনের ক্ষেত্রে নতুন ট্যাব এর পাতাটি আনাকাক্ষিতভাবে পরিবর্তিত হলে , Firefox এর সার্চ এবং হোম পেজে প্রদর্শিত টুলবার মুছে ফেলা দেখুন।

ছবিটি আবার টগল করুন

পাতাটির উপরের ডান কর্নারে একটি ছোট গ্রিড বাটন আছে যেটি ছবি টগল করে উপরে নিয়ে আসে আবার টগল বন্ধও করে। ছবিগুলোর উপর ক্লিক করেই এগুলো রান করা সম্ভব

show new tab page

ফায়ারফক্সের নতুন ট্যাব এর পাতার জন্য নতুন ছবি তৈরি করা

নতুন পাতা তৈরির মাধ্যমে ওয়েবসাইটগুলো আবার ভ্রমণ করতে চাইলে ছবিগুলো আবার দেখা হবে।

  1. ট্যাব স্ট্রিপের + বাটনে ক্লিক করে নতুন ট্যাব এর পাতা তৈরি করুন।
  2. কোন একটি ওয়েবসাইটে যেতে ফাঁকা ছবির স্থানে ক্লিক করুন। মনে রাখবেন নতুন পাতা তৈরির ক্ষেত্রে কেবল বাম-ক্লিক এর বিষয়টি কাজ করে না।
  3. This is importan অয়েবসাট্টির লোডিং স্মপন্য হতে দিন - এটি গুরুত্বপূর্ণ। (ট্যাব এর উপর ঘূর্ণায়মান সবুজনীলকমলা রঙের লোডিং চিহ্নটি না থামা পর্যন্ত অপেক্ষা করুন)।
  4. পুনরায় নতুন ট্যাব এর পাতা খুলুন এবং সেখানে পূর্বের ভ্রমণ করা সাইটটির ছবি দেখতে পাবেন।
  5. বাকি অনুপস্থিত ছবিগুলোর ক্ষেত্রেও একই কাজ করুন।
দ্র্যাষ্ট: কিছু ওয়েবসাইটের ছবি তৈরি এবং সংরক্ষণ করার অনুমতি নেই, তাই উপরের ধাপগুলো শেষ করলেও যায়গাগুলো ফাঁকা দেখাবে । এছাড়াও, clearing your browsing history ফায়ারফক্স বন্ধ হলে (মেনুয়ালি অথবা নিজ থেকেই) ছবিটি মুছে দিবে।