iPhone থেকে Firefox OS এ যাওয়ার পর আমি কোন টেক্সট মেসেজ পাচ্ছি না কেন ?

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

iPhone থেকে Firefox OS ডিভাইসে আসার পর কি আইফোন ব্যবহারকারীরা আপনাকে কোন টেক্সট বার্তা দিতে পারছে না ? এর কারণ হচ্ছে আইফোন ব্যবহারকারীরা অন্য ব্যবহারকারীদের মত টেক্সট মেসেজ পাঠায় না । তাদের পাঠানো ক্ষুদেবার্তা আপনার ডিভাইসে আসার পূর্বে অ্যাপল সার্ভারে গিয়ে iMessages রূপান্তরিত হয়।

এর সমাধান খুব সহজ। শুধু আইফোন থেকে সিম সরিয়ে ফেলার পূর্বে আপনাকে iMessages বন্ধ করে দিতে হবে। কিভাবে বন্ধ করতে হবে তা নিচে বলা হয়েছেঃ

  1. আপনার iPhone Settings অপশন লাঞ্চ করুন।
  2. স্ক্রল নিচে নামান এবং MessagesMessaging Settings ট্যাপ করুন।
  3. স্ক্রিনের উপরে , আই মেসেজ Off করুন।
  4. এই তো শেষ । আপনার আইফোনের থেকে সিমকার্ড নিয়ে নিন এবং সেটা Firefox OS এ ব্যবহার করুন এবং মেসেজ এনজয় করুন।
    আপনি iMessage বন্ধ করার পর, আইফোন ব্যবহারকারীদের থেকে আসা মেসেজসমূহ অন্যান্য সাধারণ টেক্সট মেসেজের মত আসবে। এইটি খুব সম্ভবত তিনদিন সময় নিবে অ্যাপল সার্ভারের উপর নির্ভর করে।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন