Template:Tracking

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 59461
  • নির্মিত:
  • রচয়িতা: Ashfaq Hossain
  • মন্তব্য: updated and retranslated
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

বেশির ভাগ ওয়েবসাইট তাদের পরিদর্শককে ট্রাক বা অনুসরণ করে এবং এই সকল তথ্য অন্য প্রতিষ্ঠানের কাছে বিক্রি অথবা প্রদান করে (যেমন বিজ্ঞাপনদাতা)। ফায়ারফক্সে Do-not-track নামক একটি সুবিধা আছে যা ওয়েবসাইটকে জানায় যে আপনি চান না আপনার ব্রাউজিং অনুসরণ করা হোক। এই নিবন্ধে ট্যাকিং বা অনুসরণ কী, কিভাবে ডু নট ট্রাক সুবিধাটি কাজ করে এবং কিভাবে এটি চালু করতে হয় তা দেখানো হবে।

ট্র্যাকিং কী?

ট্র্যাকিং এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ওয়েবসাইট, বিজ্ঞাপনদাতাসহ অন্যান্যরা বিভিন্ন ভাবে আপনি ওয়েবে কি করছেন সে সম্পর্কে তথ্য যোগার করে। যেমন আপনি কোন সাইট পরিদর্শন করেন, কী পছন্দ করেন, কী অপছন্দ করে কিংবা ইন্টারনেটে কি কি কেনাকাটা করছেন তা তারা জানতে পারে। তারা প্রায়ই আপনাকে লক্ষ করে বিভিন্ন বিজ্ঞাপন, পণ্য বা সেবা দেখাতে এই তথ্যগুলো ব্যবহার করে থাকে।

ডু নট ট্রাক সুবিধাটি কিভাবে কাজ করে?

আপনি যখন ডু নট ট্রাক সুবিধাটি চালু করেন, তখন ফায়ারফক্স আপনি যেসকল ওয়েব সাইট পরিদর্শন করেন (সেই সাথে তাদের বিজ্ঞাপনদাতা এবং অন্যান্য কন্টেন্ট প্রদানকারী সাইট) তাদের নির্দেশ দেয় যে আপনি আপনার ব্রাউজিং অনুসরণ করাতে চান না। এই নির্দেশ মানা ওয়েবসাইটের জন্য ইচ্ছাধীন — প্রত্যেক ওয়েবসাইটকে এই নির্দেশ মানতেই হবে এমন কোন কথা নেই। যে সকল ওয়েবসাইট এই নির্দেশটিকে সম্মান করে তারা স্বয়ংক্রিয় ভাবে আপনাকে অনুসরণ করা বন্ধ করে দেবে।

ডু নট ট্রাক চালু করলে আপনার ওয়েব সাইটে লগইন করার ক্ষমতায় কোন প্রভাব পড়বে না অথবা ফায়ারফক্সে আপনার গোপনীয় তথ্য; যেমন শপিং কার্টের কন্টেন্ট, স্থানের তথ্য কিংবা লগইন এর তথ্য মুছে যাবে না।

দ্রষ্টব্যঃ ডু নট ট্রাক সেবা চালু থাকলে আপনি ওয়েব সাইটে তুলনামূলক কম বিজ্ঞাপন দেখতে পাবেন।