Template:syncsetup10

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 32421
  • নির্মিত:
  • রচয়িতা: Ashickur Rahman
  • মন্তব্য: নতুন অনুবাদ করলাম
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
  1. ফায়ারফক্স উইন্ডোর শুরুতে, Firefox বাটন ক্লিক করুন, ( Windows XP তে Tools) এবং Set Up Sync নির্বাচন করুন। ফায়ারফক্স সিঙ্ক সেটাপ উইন্ডো খুলবে।
  2. Create a New Account বাটনে ক্লিক করুন।
  3. একাউন্টের বিস্তারিত বর্ননা দিন:
    Sync Setup 10 - Win
    • ইমেইল এড্রেস
    • একটি পাসওয়ার্ড নির্বাচন করুন এবং দ্বিতীয়বার সেটি দিয়ে পাসওয়ার্ড সঠিক দিয়েছেন নিশ্চিৎ হন।
    • Terms of Service and Privacy Policy মেনে নিন।
    • আপনি রোবট নয় তা নিশ্চিৎ করুন!
    • যেসকল তথ্য সিঙ্ক হবে তা পরিবর্তন করতে, Sync Option বাটনে ক্লিক করুন।

প্রাথমিক পর্যায়ে আপনার বুকমার্ক, পাসওয়ার্ড, বৈশিষ্ট্য, ইতিহাস এবং ট্যাব এগুলো সিঙ্ক হবে।প্রাথমিক পর্যায়ে আপনার অ্যাড-অন, বুকমার্ক, পাসওয়ার্ড, বৈশিষ্ট্য, ইতিহাস এবং ট্যাব এগুলো সিঙ্ক হবে।

  1. সর্বশেষে, Next ক্লিক করুন।
  2. আপনি একটি Setup Complete! বার্তা দেখতে পাবেন। ফায়ারফক্সে ফেরত যেতে উইন্ডোতে থাকা Close বাটনে ক্লিক করুন। চিন্তা করবেন না, পেছনে আপনার তথ্য এনক্রিপ্ট হয়ে আপলোড হতে থাকবে।
    নোট: এই প্রথম সিঙ্ক দ্রুতই হবার কথা, কিন্তু এটি নির্ভর করে কি পরি তথ্য সিঙ্ক করতে হবে তার উপর।
  1. মেনু বারে, Tools মেনুতে ক্লিক করুন এবং Set Up Sync নির্বাচন করুন। ফায়ারফক্স সিঙ্ক সেটাপ উইন্ডো খুলবে।
  2. Create a New Account বাটনে ক্লিক করুন।
  3. একাউন্টের বিস্তারিত বর্ননা দিন::
    Sync Setup 10 - Mac
    • ইমেইল এড্রেস
    • একটি পাসওয়ার্ড নির্বাচন করুন এবং দ্বিতীয়বার সেটি দিয়ে পাসওয়ার্ড সঠিক দিয়েছেন নিশ্চিৎ হন।
    • Terms of Service and Privacy Policy মেনে নিন।
    • আপনি রোবট নয় তা নিশ্চিৎ করুন!
    • যেসকল তথ্য সিঙ্ক হবে তা পরিবর্তন করতে, Sync Option বাটনে ক্লিক করুন।

প্রাথমিক পর্যায়ে আপনার বুকমার্ক, পাসওয়ার্ড, বৈশিষ্ট্য, ইতিহাস এবং ট্যাব এগুলো সিঙ্ক হবে।প্রাথমিক পর্যায়ে আপনার অ্যাড-অন, বুকমার্ক, পাসওয়ার্ড, বৈশিষ্ট্য, ইতিহাস এবং ট্যাব এগুলো সিঙ্ক হবে।

  1. সর্বশেষে, Next ক্লিক করুন।
  2. আপনি একটি Setup Complete! বার্তা দেখতে পাবেন। ফায়ারফক্সে ফেরত যেতে উইন্ডোতে থাকা Close বাটনে ক্লিক করুন। চিন্তা করবেন না, পেছনে আপনার তথ্য এনক্রিপ্ট হয়ে আপলোড হতে থাকবে।
    নোট: এই প্রথম সিঙ্ক দ্রুতই হবার কথা, কিন্তু এটি নির্ভর করে কি পরি তথ্য সিঙ্ক করতে হবে তার উপর।
  1. ফায়ারফক্স উইন্ডোর শুরুতে, টুলস মেনুতে ক্লিক করুন এবং Set Up Sync নির্বাচন করুন। ফায়ারফক্স সিঙ্ক সেটাপ উইন্ডো খুলবে।
  2. Create a New Account বাটনে ক্লিক করুন।
  3. একাউন্টের বিস্তারিত বর্ননা দিন:

    Sync Setup 10 - Lin
    • ইমেইল এড্রেস
    • একটি পাসওয়ার্ড নির্বাচন করুন এবং দ্বিতীয়বার সেটি দিয়ে পাসওয়ার্ড সঠিক দিয়েছেন নিশ্চিৎ হন।
    • Terms of Service and Privacy Policy মেনে নিন।
    • আপনি রোবট নয় তা নিশ্চিৎ করুন!
    • যেসকল তথ্য সিঙ্ক হবে তা পরিবর্তন করতে, Sync Option বাটনে ক্লিক করুন।

প্রাথমিক পর্যায়ে আপনার বুকমার্ক, পাসওয়ার্ড, বৈশিষ্ট্য, ইতিহাস এবং ট্যাব এগুলো সিঙ্ক হবে।প্রাথমিক পর্যায়ে আপনার অ্যাড-অন, বুকমার্ক, পাসওয়ার্ড, বৈশিষ্ট্য, ইতিহাস এবং ট্যাব এগুলো সিঙ্ক হবে।

  1. সর্বশেষে, Next ক্লিক করুন।
  2. আপনি একটি Setup Complete! বার্তা দেখতে পাবেন। ফায়ারফক্সে ফেরত যেতে উইন্ডোতে থাকা Close বাটনে ক্লিক করুন। চিন্তা করবেন না, পেছনে আপনার তথ্য এনক্রিপ্ট হয়ে আপলোড হতে থাকবে।
    নোট: এই প্রথম সিঙ্ক দ্রুতই হবার কথা, কিন্তু এটি নির্ভর করে কি পরি তথ্য সিঙ্ক করতে হবে তার উপর।