Template:resetsteps
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 86167
- নির্মিত:
- রচয়িতা: Nure Alam Miaji
- মন্তব্য: আপডেট করা হয়েছে।
- পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
- পর্যালোচনা অবস্থা:
- পর্যালোচনা করেছেন: AshfaqHossain
- Is approved? হ্যাঁ
- বর্তমান সংস্করণ? না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
- Firefox উইন্ডোর উপরের দিকের মেনুতে ক্লিক করে নির্বাচন করুন।Firefox উইন্ডোর উপরের দিকের বাটনে ক্লিক করে, সাব-মেনুতে যান এবং নির্বাচন করুন।
মেনুতে ক্লিক করে নির্বাচন করুন।
- আপনি যদিমেনুতে যেতে না পারেন, তবে Troubleshooting Information পৃষ্ঠা আনতে অ্যাড্রেস বারে about:support লিখুন।
- ট্রাবল শুটিং ইনফরমেশন পৃষ্ঠার উপরে বাম পাশের
- চালিয়ে যেতে , কনফার্মেশন উইন্ডোর বাটনে ক্লিক করুন।চালিয়ে যেতে, উপর থেকে আসা কনফার্মেশন পাতার বাটনে ক্লিক করুন।
- Firefox বন্ধ হয়ে যাবে এবং রিসেট হবে। শেষ হওয়ার পর, একটি উইন্ডোতে নিয়ে আসা তথ্যগুলোর তালিকা দেখা যাবে। বাটনে ক্লিক করুন। Firefox খুলবে। Firefox বন্ধ হয়ে যাবে এবং রিসেট হবে। শেষ হওয়ার পর, একটি উইন্ডোতে নিয়ে আসা তথ্যগুলোর তালিকা দেখা যাবে। বাটনে ক্লিক করুন। Firefox খুলবে।
-
মেনু বাটনে ক্লিক করে
Help ক্লিক করুন।
- আপনি যদি মেনুতে যেতে না পারেন, তবে Troubleshooting information পৃষ্ঠা আনতে অ্যাড্রেস বারে about:support লিখুন। </div>
মেনু থেকে নির্বাচন করুন।
- ট্রাবল শুটিং ইনফরমেশন পৃষ্ঠার উপরে বাম পাশের
- চালিয়ে যেতে , কনফার্মেশন উইন্ডোর বাটনে ক্লিক করুন।
- Firefox বন্ধ হয়ে যাবে এবং রিসেট হবে। শেষ হওয়ার পর, একটি উইন্ডোতে নিয়ে আসা তথ্যগুলোর তালিকা দেখা যাবে। বাটনে ক্লিক করুন। Firefox খুলবে।
সরাসরি Firefox রিফ্রেশ করুন এই বাটনে ক্লিক করুন। (আপনি about:support পাতার উপরের ডান দিকের কোণায় অবস্থিত রিফ্রেশ বাটন পাবেন)।