Template:ReportBrokenWebsite

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 62147
  • নির্মিত:
  • রচয়িতা: Ashfaq Hossain
  • মন্তব্য: Updated
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: ashickurnoor
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

মাঝে মাঝে আপনি এমন কিছু পাতা পেতে পারেন যেগুলো ফায়ারফক্সে কাজ করে না। যদি এমন হয় তবে নিম্নোক্ত পদ্ধতিতে মজিলাকে সমস্যাটি সম্পর্কে অবগত করুনঃ

এই নির্দেশনাগুলো কেবল ফায়ারফক্সের নতুন সংস্করণের জন্য প্রযোজ্য। আপনি যদি ফায়ারফক্সের পুরাতন সংস্করণ ব্যবহার করেন তাহলে আপনাকে অবশ্যই ফায়ারফক্স হালনাগাদ করতে হবে।
  1. ফায়ারফক্স উইন্ডোর একেবারে উপরের Firefox বাটনে ক্লিক করে Help মেনুতে যানমেনু বারের Help মেনুতে ক্লিক করুন ফায়ারফক্স উইন্ডোর একেবারে উপরের Help মেনুতে ক্লিক করুন এবং Submit Feedback... নির্বাচন করুন। একটি নতুন ট্যাবে Submit Your Feedback নামক পাতাটি খুলবে।
  2. "Firefox Made Me Sad" এ ক্লিক করুন।
  3. Firefox Made Me Sad পাতায় ওয়েব সাইটের ঠিকানাসহ ওয়েব সাইটটি নিয়ে আপনার সমস্যা বর্ণনা করুন।
  4. Submit Feedback বাটনে ক্লিক করুন।
  1. New Fx Menu মেনু বাটনে ক্লিক করে Help-29 এ ক্লিক করুন এবং Submit Feedback... নির্বাচন করুন। একটি নতুন ট্যাবে Submit Your Feedback নামক পাতাটি খুলবে।
  2. "Firefox Made Me Sad" এ ক্লিক করুন।
  3. Firefox Made Me Sad পাতায় ওয়েব সাইটের ঠিকানাসহ ওয়েব সাইটটি নিয়ে আপনার সমস্যা বর্ণনা করুন।
  4. Submit Feedback বাটনে ক্লিক করুন।