Template:aboutmixedcontent
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 168845
- নির্মিত:
- রচয়িতা: bmmahmud
- মন্তব্য: কিছুটা বাকি
- পর্যালোচনা অবস্থা: না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
HTTP একটা তথ্য পাঠানর পধতি যা একটা ওয়েব সারভার থেকে আপনার ব্রউজারে তথ্য পাঠায়। HTTP নিরাপদ নয়, তাই যখন একটা পাতা খোলা হয় HTTP র মাধ্যমে, আপনার সংযোগ উন্মুক্ত হয় আড়ি পাতার জন্য এবং man-in-the-middle attacks। বেশিরভাগ ওয়েবসাইট HTTP মাধ্যমে সরবরাহ করা হয় কারন তারা সংবেদনশীল তথ্য সরবরাহ সাথে জরিত ছিল না আগে এবং পরে এবং সংবেদনশীল হওয়ার প্রয়োজন ছিল না।
যখন আপনি একটা পেজ সম্পূর্ণরুপে HTTPS মাধ্যমে প্রেরন করবেন , আপনার ব্যাংক এর মত, আপনি একটি গ্রীন প্যাডলক আইকন দেখতে পাবেন এড্রেস বার এ (see আমি কিভাবে বলব কোন ওয়েবসাইটে আমার সংযোগ নিরাপদ কিনা? for details)। এর মানে হল যে আপনার সংযোগ প্রমানিত এবং এনক্রিপ্টকৃত, যদিও এটা আড়ি পাতা এবং আক্রমন কারি মধ্যম বাগতি হতে নিরাপদ।
তারপরও, যদি HTTPS পেজ এ আপনি ভ্রমন করেন যা HTTPS উপাদান যুক্ত, HTTP এর অংস পড়া যাবে অথবা পরিবরতিত হবে আক্রমন কারীদের দাড়া, এমনকি মেইন পেজ HTTPS দাড়া সরবরাহ করা হলেও। যখন একটি HTTPS পেজ এর HTTP উপাদান থাকে , আমরা তাকে বলি "মিস্ত্রিত" উপাদান।
মিশ্র কন্টেন্টের ঝুঁকি
কোনো আক্রমণকারী আপনি যে পেজে যাচ্ছেন তার HTTP কন্টেন্ট প্রতিস্থাপন করে আপনার তথ্য, আপনার সম্পর্কে কোন স্পর্শকাতর ডেটা এমন কি আপনার একাউন্টও চুরি করতে পারে। কিংবা আপনার কম্পিউটারে কোন ক্ষতিকর প্রোগ্রাম ইন্সটল করে দিতে পারে।