একটি মাত্র উইন্ডোতে অনেক ওয়েবসাইট সাজানোর জন্য ট্যাব ব্যবহার করুন
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 78963
- নির্মিত:
- রচয়িতা: Tapu Afrad
- মন্তব্য: অনুবাদ করছি
- পর্যালোচনা অবস্থা: না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
ট্যাব একটিমাত্র উইন্ডোতে একাধিক ওয়েবসাইট খুলতে ও ব্যবস্থাপনা করতে দেয়। এটি আপনার স্ক্রীনকে অগোছালো হওয়ার হাত থেকে বাঁচায় এবং সহজেই সাইটগুলোর মধ্যে আসা যাওয়া করতে দেয়। ট্যাবের সাধারণ কিছু ব্যবহার এই নিবন্ধে বর্ননা করা হয়েছে।
সূচীপত্র
কীভাবে আমি একটি নতুন ট্যাব তৈরি করতে পারি?
নতুন ট্যাব তৈরি করতে, সর্বশেষ ট্যাবের ডানপাশে New Tab বাটনে ক্লিক করুন। নতুন ট্যাব খুলতে, সর্বশেষ ট্যাবের ডানপাশে যোগ চিহ্নে ক্লিক করুন। আপনার অনুসন্ধান বা URL টাইপ করার জন্য অ্যাড্রেসবারে কার্সর চলে যাবে।
নতুন ট্যাবে লিঙ্ক খুলা
সাধারণত আপনি যখন একটি লিঙ্কে ক্লিক করেন তা বর্তমান ট্যাবেই খুলে। যদি আপনি লিঙ্ক নতুন একটি ট্যাবে খুলতে চান তবে লিঙ্কের উপর right-clickcontrol-click করুন এবং কনটেক্সট মেনু থেকে বাছাই করুন।
ট্যাব কীভাবে বন্ধ করবো?
ট্যাব বন্ধ করতে এই ট্যাবের
বাটনে ক্লিক করুন।- আপনি বর্তমান ট্যাব বন্ধ করতে কীবোর্ড শর্টকাট Ctrl + Wcommand + W ব্যবহার করতে পারেন।
বন্ধ করা ট্যাব ফিরিয়ে নিয়ে আসা
- দূর্ঘটনাবশত বন্ধ হয়ে যাওয়া ট্যাব পুনরায় ফিরিয়ে আনতে Firefox উইন্ডোর উপড়ে,মেনু বারে, মেনুতে ক্লিক করুন, এ যান এবং তারপর যে ট্যাবটি ফিরিয়ে আনতে চান তাতে ক্লিক করুন।
- দূর্ঘটনাবশত বন্ধ হয়ে যাওয়া ট্যাব পুনরায় ফিরিয়ে আনতে, মেনু বাটনে "new fx menu" ছবি বিদ্যমান নয়। ক্লিক করুন এবং তারপর তে ক্লিক করুন, সবশেষে .
- সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া ট্যাব ফিরে পেতে আপনি কীবোর্ড শর্টকাট Ctrl + Shift + Tcommand + Shift + T ব্যবহার করতে পারেন।
কি করে আমি ট্যাব সুশৃঙ্খল করতে পারি?
ট্যাবের ক্রম পরিবর্তন
ট্যাব স্ট্রিপের অন্য একটি জায়গায় ট্যাব সরানোর জন্য, শুধুমাত্র এটিকে মাউসের সাহায্যে ওই জায়গায় টেনে আনুন। ট্যাব টানার সময় একটি ছোট্ট নির্দেশক দেখাবে কোথায় আপনার ট্যাবটি স্থাপিত হবে।
;
নতুন উইন্ডোতে ট্যাব সরানো
ট্যাবকে তার নিজের উইন্ডোতে সরানোর জন্য ট্যাবে ক্লিক করুন এবং ট্যাব স্ট্রিপের নিচে টেনে আনুন। অথবা, ট্যাবকে Firefox এর এক উইন্ডো থেকে আরেকটিতে সরাতে ট্যাবে ক্লিক করুন এবং তা অন্য উইন্ডোর ট্যাব স্ট্রিপে টেনে নিয়ে আসুন।
Seeing all of your tabs
If you've opened more tabs than will fit on the tab strip, tab scroll buttons appear at each end. Clicking on them will scroll the tab strip left or right.
You can also click the List All Tabs button and select the tab you want from the drop-down menu.
Pinned Tabs
Pinning a tab allows you to keep your favorite sites open and just a click away. Pinned tabs open automatically when you start Firefox. For more information about Pinned Tabs, see পিনড ট্যাব - আপনার প্রিয় ওয়েবসাইটগুলো এক ক্লিকে খুলুন.
- To pin a tab, just right-clickcontrol-click on it and select .
Creating Tab Groups
Tab Groups (also know as Panorama) are an easy way to visually organize a lot of tabs. You can put your tabs into groups, switch between those groups and quickly search through all of your open tabs. For information about creating and using Tab Groups, see অনেকগুলো ট্যাব সামলাতে 'ট্যাব গ্রুপ' - এর ব্যবহার
Tab tips
- To customize your tab settings, see PreferencesOptions window - Tabs panel.
- To set what tabs show when you start Firefox, see কিভাবে হোম পেজ নির্ধারন করা যায়.
- To bookmark a set of tabs all at once use the keyboard shortcut Ctrl + Shift + Dcommand + Shift + D.
- For more information on bookmarks, see the আপনার পছন্দের ওয়েবসাইট সংরক্ষন করে রাখতে ও ব্যবহারের জন্যে বুকমার্ক এর ব্যবহার article.
- To learn keyboard and mouse shortcuts that speed up browsing tasks, see the কি-বোর্ড শর্টকাট – Firefox এর সাধারণ কাজগুলো করুন আরও দ্রুত and the Firefox এ সাধারণ কাজগুলো করতে মাউস শর্টকাট ব্যবহার করুন articles.
Troubleshooting tab problems
To fix problems with tabs, see:
- Firefox খোলার সময় একাধিক ট্যাব খোলা থেকে বিরত রাখুন
- Firefox প্রতিবার চালু হওয়ার সময় বলে, হালনাগাদ করা হয়েছে - এটা কিভাবে সংশোধন করব
- Basic troubleshooting