বুকমার্ক সাজিয়ে রাখুন যাতে জরুরী মূহুর্তে তা দ্রুত খুঁজে পাওয়া যায়

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 78876
  • নির্মিত:
  • রচয়িতা: Ashiqur Rahman Amit
  • মন্তব্য: review
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: amit3333
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? হ্যাঁ
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

Firefox এ আপনার বুকমার্ক গুছিয়ে রাখবেন তা এই নিবন্ধে বর্ণনা করা হয়েছে। একটি ফোল্ডারে বুকমার্কগুলি আপনি নাম অনুসারে সাজাতে পারেন কিংবা নিজের ইচ্ছা মতো বিন্যস্ত করতে পারেন।

নাম অনুসারে সাজানো

  1. এখানে লাইব্রেরি বাটনে 57 library icon ক্লিক করুন, তারপর Bookmarks ক্লিক করুন। স্ক্রল করে নিচে যান এবং Show all Bookmarks ক্লিক করুন। বুকমার্ক বাটনে ক্লিক করুন Bookmarks-29 এবং লাইব্রেরী উইন্ডো ওপেন করতে Show All Bookmarks সিলেক্ট করুন।

  2. যে ফোল্ডারটি সাজাতে চান তার উপর রাইট-ক্লিক করুনক্লিক করার সময় Ctrl কী চেপে ধরুন, তারপর Sort By Name বাছাই করুন। ওই ফোল্ডারের বুকমার্কগুলি নামের অদ্যাক্ষর অনুসারে বিন্যস্ত হবে।

    Sort Bookmarks Win1

Library উইন্ডোতে বুকমার্ক সাজানো হলে তা বুকমার্ক সাইডবার, মেনু ও বাটনেও একই রকম দেখাবে।

নিজের পছন্দমতো গুছানো

  1. এখানে লাইব্রেরি বাটনে 57 library icon ক্লিক করুন, তারপর Bookmarks ক্লিক করুন। স্ক্রল করে নিচে যান এবং Show all Bookmarks ক্লিক করুন। বুকমার্ক বাটনে ক্লিক করুন Bookmarks-29 এবং লাইব্রেরী উইন্ডো ওপেন করতে Show All Bookmarks সিলেক্ট করুন।

  2. যে ফোল্ডারের বুকমার্ক সরাতে চান তা খুলতে এর উপর ক্লিক করুন।
  3. বুকমার্কটি যে যায়গায় সরাতে চান সেখানে টেনে নিয়ে আসুন।

    Sort Bookmarks Win2
    • যদি বুকমার্কটি কোনো ফোল্ডারে সরাতে চান তাহলে তা টেনে কাঙ্খিত ফোল্ডারের উপর ছেড়ে দিন।

লাইব্রেরী উইন্ডোতে বুকমার্ক সাজানো হলে তা বুকমার্ক সাইডবার, মেনু ও বাটনেও একই রকম দেখাবে।

লাইব্রেরী উইন্ডোতে সাজানো গুছানো দৃশ্য

আপনার বুকমার্ক বিভিন্নভাবে সাজানো অবস্থায় দেখতে লাইব্রেরী উইন্ডো ব্যবহার করুন:

  1. এখানে লাইব্রেরি বাটনে 57 library icon ক্লিক করুন, তারপর Bookmarks ক্লিক করুন। স্ক্রল করে নিচে যান এবং Show all Bookmarks ক্লিক করুন। বুকমার্ক বাটনে ক্লিক করুন Bookmarks-29 এবং লাইব্রেরী উইন্ডো ওপেন করতে Show All Bookmarks সিলেক্ট করুন।

  2. বাম পাশ থেকে যে ফোল্ডারটি দেখতে চান তার উপর ক্লিক করুন। এর কনটেন্ট ডান পাশে দেখাবে।
  3. 8e73ef8e153c803696ebf3687e07ee15-1252027203-152-1.png Views বাটনে ক্লিক করুন। তারপর Sort বাছাই করুন এবং এরপর সাজানোর প্রকার বাছাই করুন।

লাইব্রেরী উইন্ডোতে সাজানোর প্রকার শুধুমাত্র দেখানোর জন্য। এবং তা বুকমার্ক সাইডবার, মেনু ও বাটনে দেখাবে না।