Firefox Hello তে কথোপকথনের জন্য আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যদের দাওয়াত দিন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 108343
  • নির্মিত:
  • রচয়িতা: Ashiqur Rahman Amit
  • মন্তব্য: অনুবাদ সম্পন্ন
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: ashickurnoor
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? হ্যাঁ
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
দয়া করে সর্বশেষ সুবিধাগুলো উপভোগ করতে , এখনই Firefox এর সর্বশেষ সংস্করণকে হালনাগাদ করুন

Firefox Hello এর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার সুবিধাটি দিয়ে এখন আরো সহজে আপনার বন্ধুর সাথে যোগাযোগ করতে পারবেন। Facebook, Twitter এবং LinkedIn সহ আপনার পছন্দের সামাজিক যোগাযোগ মাধ্যমে Firefox Hello লিঙ্কটি শেয়ার করতে পারবেন।

আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবিধাটি সচল করুন

প্রথমে, Services for Firefox ভ্রমনের মাধ্যমে আপনি আপনার পছন্দের সামাজিক মাধ্যমটি যুক্ত করুন। Activate Now বাটনের মাধ্যমে আপনি যে সেবাটি যুক্ত করতে চান তা যুক্ত করুন।

activate service

আপনার কথোপকথনের লিঙ্ক শেয়ার করুন

  1. একটা কথোপকথন শুরু করার জন্য Firefox Hello hello button বাটনে ক্লিক করুন।
  2. কথোপকথন উইন্ডোতে, Share link বাটনে ক্লিক করুন এবং তালিকা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমটি নির্বাচন করুন।
    sharelink hello
    আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমটি তালিকায় না থাকলে Add a Service বাটনে ক্লিক করুন।
  3. দরকার হলে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে লগ ইন করুন এবং আপনার ফিডে লিঙ্কটি পোস্ট হয়ে যাবে।
  4. যখন একজন অনুসরণকারী শেয়ার করা লিঙ্কটিতে ক্লিক করবে, তখন তারা একটি উইন্ডো দেখতে পাবেন যেখানে Join the conversation বাটনে ক্লিক করতে হবে।
  5. যখন আপনার বন্ধুটি যোগদান করবে তখন Firefox Hello বাটনটি নীল বর্ন ধারণ করবে hello button active
Firefox Hello সমন্ধে আরো কিছু জানার জন্য Firefox Hello - Firefox ব্রাউজার দিয়ে কল প্রেরণ ও কল গ্রহণ নিবন্ধটি দেখুন।