ফায়ারফক্স ভিন্ন ধরনের ফাইল কিভাবে পরিচালনা করবে তা নির্ধারন করুন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 60675
  • নির্মিত:
  • রচয়িতা: Safwan Rahman
  • মন্তব্য: Not completed yet
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

এই নিবন্ধটি ফায়ারফক্সের for win}অপশনপ্রেফারেন্স উইন্ডোতে থাকা Applications প্যানেল এর সেটিংগুলো বর্ননা করে।

Applications প্যানেলটি আপনাকে নির্ধারন করতে দেয় ফায়ারফক্স কিভাবে ভিন্ন ভিন্ন ধরনের ফাইল পরিচালনা করবে। ফায়ারফক্স যে ধরনের ফাইল চিনতে পারে, সে ধরনের প্রত্যেক ফাইলের ধরনের জন্য আপনি একটি নির্দিষ্ট প্রক্রিয়া নির্ধারন করতে পারেন যাতে করে ফায়ারফক্স আপনার নির্ধারিত ভাবেই সেই ধরনের ফাইলকে পরিচালিত করে। পডকাস্ট, ওয়েব ফিড , পিডিএফ এর মত সচরাচর সাপোর্ট করা ফাইলের কন্টেন্টগুলো আপনি আপনার ফায়ারফক্সের উইন্ডোতে ফায়ারফক্সের মাধ্যমেই দেখতে পারেন। কিংবা কোন প্লাগইন বা আপনার কম্পিউটারে ইনস্টল থাকা কোন অ্যাপলিকেশন ব্যাবহার করেও আপনি ফাইলের কন্টেন্টসমূহ দেখতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে কোন ওয়েব অ্যাপলিকেশন ব্যাবহার করেও আপনি তা দেখতে পারেন। আবার আপনি সেই ফাইলটিকে আপনার ডাউনলোড ফোল্ডারে সংরক্ষন করতে পারেন।

Fx4WinAppPanel-drop

ApplicationsDropPDFWin Fx4AppPanelMac-drop.jpg 50803044dc874239dc4be66462170c40-1258704216-933-1.jpg

তালিকায় থাকা ফাইলগুলোর বিভিন্ন প্রকার হতে, ফায়ারফক্স নির্দিষ্ট ধরনের ফাইল কিভাবে পরিচালনা করবে তা পরিবর্তন করতে হলে সেই ফাইলের প্রকারটিকে নির্বাচন করার জন্য সেই নামটির উপর ক্লিক করুন। এরপর ফায়ারফক্স নির্দিষ্ট ধরনের ফাইল ডাউনলোড এর ক্ষেত্রে কি পদ্ধতি অবলম্বন করবে তা নির্ধারন করে দিতে নিচে থাকা মেনুটি খুলুন:

  • Preview in Firefox: যদি আপনি চান যে এই ধরনের ফাইল দেখাবে তাহলে এটি নির্বাচন করুন। এটি শুধুমাত্র কিছু নির্দিষ্ট ধরনের ক্ষেত্রে প্রযোজ্য, যেগুলো শুধুমাত্র ফায়ারফক্স ডিকোড করতে সক্ষম। যেরকম পোডকাস্ট, ওয়েবফিড , PDF
  • Choose a feature or plugin: আপনি যদি চান যে ফায়ারফক্সের একটি সার্ভিস বা প্লাগইন সেই ধরনের ফাইল পরিচালনা করুক অ সেই প্লাগইনটি যদি আপনার কম্পিউটারে থাকে, তাহলে নিচে থাকা মেনু হতে তা নির্বাচন করুন।
  • Choose an application: আপনি যদি চান যে আপনার কম্পিউটারে থাকা কোন অ্যাাপলিকেশন বা কোন ওয়েব অ্যাাপলিকেশন একটি নির্দিষ্ট ধরনের ফাইল পরিচালিত করুক, তাহলে নিচে থাকা মেনু হতে অ্যাপ্লিকেশনটি নির্বাচন করুন। আপনি যদি চান যে আপনার কম্পিউটারে থাকা কোন অ্যাপ্লিকেশন সেই ধরনের ফাইল পরিচালিত করুক, কিন্তু সেই অ্যাপ্লিকেশনটি তালিকায় নেই তাহলে নিচে থাকা মেনু হতে Use other… নির্বাচন করুন এবং এটার লোকেশনটি ফায়ারফক্সে চিহ্নিত করে দিন।
  • Save on your computer: কিছু ধরনের ফাইল আপনার কম্পিউটারে সংরক্ষন করা সম্ভব। এই সকল ফাইলের প্রকারকে সয়ংক্রিয়ভাবে ডাউনলোড করতে মেনুতে থাকা Save File নির্বাচন করুন। এই ধরনের ফাইল ডাউনলোড সেটিং এ দেখানো জায়গায় সংরক্ষন হবে।

কিছু ধরনের ফাইলের ভেতর একাধিক ধরনের কন্টেন্ট থাকতে পারে, যেগুলোকে ইন্টারনেট মিডিয়া টাইপ বলা হয়ে থাকে, (উদাহরনসরূপ, অডিও/ওয়েভ এবং ওয়েভ সাউন্ডের জন্য অডিও/এক্স-ওয়েভ)। কিছু সময় আপনাকে এগুলো পরিবর্তন করতে হবে। এবং, যখন কোন প্লাগইন Also, when a plugin is available to handle a content type and you choose a different action for that type, Firefox will only take your chosen action when you access the type directly. For example, you may choose to open these files with a media player application instead of using the plugin that is set to open it. In such cases, your chosen application will be used for file downloads but, when the content type is embedded inside a web page, Firefox will continue to use the plugin to handle the content type.

Note: Some file formats, such as MP3, are handled by the browser and the download action cannot be changed. For more information about natively supported audio and video formats in Firefox, see Firefox এ HTML5 ভিডিও ও অডিও দেখা.

Adding, removing, or editing a download action

The Applications panel has limited functionality for editing. You can change the action for an existing file type but you cannot add or remove file types. Entries are added automatically when you download files and select actions for them. See Adding download actions.

Note: You may get problems if you download a file that is labeled with the wrong Internet media type. There is no way to identify or delete a bad entry in the list. If this happens you may need to look at the file mimeTypes.rdf in your Firefox profile folder. Deleting the mimeTypes.rdf will reset all download actions to the default settings.