Firefox এ Adobe Flash "চালু করতে ক্লিক করুন" এ সেট করুন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 106407
  • নির্মিত:
  • রচয়িতা: Karimun Nahar Nourin
  • মন্তব্য: আপডেট করা হল।
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

অনেক ওয়েব সাইট, এনিমেশন ও ভিডিও প্রদর্শনে Adobe Flash ব্যবহার করে থাকে। কিন্তু, সাইবার আক্রমনকারীরা flash এর নিরাপত্তা ত্রুটির ফাঁক গলে আপনার কম্পিউটারে দুষ্ট সফটওয়ার চালিয়ে আপনার সিস্টেমে প্রবেশ করতে সক্ষম হয়।

নিজেকে বাঁচানোর একটা উপায় হচ্ছে disabling or removing Flashদ্বারা, কিন্তু আপনার বিশ্বস্ত ওয়েবসাইটগুলোর ফ্ল্যাশ প্রয়োজন হলে, আপনি আপনার প্লাগইন সেটিংস পরিবর্তন করতে পারেন যাতে আপনি শুধুমাত্র সক্রিয় ক্লিক করলে ফ্ল্যাশ রান করবে।

এখানে দেওয়া হলো কিভাবে চাহিদা অনুযায়ী ফ্ল্যাশ সেট করা হয়:

  1. মেনু বাটনে Fx57menuNew Fx Menu ক্লিক করুন এবং Add-onsFx57Addons-icon Add-ons পছন্দ করুন। অ্যাড-অন ব্যবস্থাপনা ট্যাব খুলবে।

  2. অ্যাড-অন ম্যানেজার ট্যাবে Plugins প্যানেলটি নির্বাচন করুন।
  3. আপনার তালিকার শকওয়েভ ফ্ল্যাশ খোঁজ করে বের করুন।সেট করুন Ask to Activate.
    click to play flash

যে কোনো একটি ওয়েবসাইট দেখার জন্য পরবর্তী সময় ফ্ল্যাশ প্রয়োজন হলে, এখানে ক্লিক করে ফ্ল্যাশ চালু করুন*:

activate flash prompt
*ফ্ল্যাশ সক্রিয় করার পূর্বে: শুধুমাত্র বিশ্বস্ত ওয়েবসাইট এবং কন্টেন্ট প্রদানকারীর জন্য ফ্ল্যাশ অনুমতি দিন। বিজ্ঞাপন বা তৃতীয় পক্ষের বিষয়বস্তুর জন্য ফ্ল্যাশ সক্রিয় করবেন না, বা যে সাইট আপনি বিশ্বাস করেন না।