Chromecast এর সাহায্যে অাপনার Android এর Firefox থেকে যেকোন ওয়েবপেজকে সরাসরি টিভিতে অাউটপুট হিসেবে দিন
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 81378
- নির্মিত:
- রচয়িতা: Ashickur Rahman
- মন্তব্য: Minor Edit
- পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
- পর্যালোচনা অবস্থা:
- পর্যালোচনা করেছেন: ashickurnoor
- Is approved? হ্যাঁ
- বর্তমান সংস্করণ? হ্যাঁ
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
সকল Android এর জন্য Firefox ব্যবহারকারীদের এই সুবিধাটি অতি শীঘ্রই উপলভ্য হবে। তত দিন Firefox Beta ব্যবহার করে দেখতে পারেন।
Android এ Firefox অাপনার ওয়েবপেজকে অারও বড় স্ক্রিনে প্রদর্শনের সুবিধা দেয়। অাপনার টিভিতে Chromecast সেট-অাপ দেওয়ার পর এটিকে অাপনার ফোন একই ওয়াই-ফাই এ যুক্ত করুন, তারপর শুধু অাপনাকে কিছু ট্যাপ করতে হবে:
- অাপনার Android ফোনে Firefox চালু করুন এবং যে ওয়েব পেজটি অাপনি প্রদর্শন করতে চান তা ওপেন করুন।
- মেন্যু বাটনটি ট্যাপ করুন "androidmenulocation" টেম্পলেটটি হয় উপলব্ধ নয় না হয় কোনো অনুমোদিত সংস্করণ নেই।,
- Send to Device" সাব উইন্ডোটিতে, Chromecast ডিভাইসটি নিধারর্ণ করুন।
- প্রদর্শন করা বন্ধ করতে, মেন্যু বাটনটিতে ট্যাপ করুন এবং তারপর নিধার্ণ করুন।
ভিডিও: Android এর Firefox অাপনার টিভিতে ওয়েবপেজের ভিডিও প্রদর্শনও সম্ভব করেছে। শুরু করতে দেখুন Android এর জন্য Firefox থেকে ভিডিও পাঠান Chromecast।