Chromecast এর সাহায্যে অাপনার Android এর Firefox থেকে যেকোন ওয়েবপেজকে সরাসরি টিভিতে অাউটপুট হিসেবে দিন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 81378
  • নির্মিত:
  • রচয়িতা: Ashickur Rahman
  • মন্তব্য: Minor Edit
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: ashickurnoor
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? হ্যাঁ
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
সকল Android এর জন্য Firefox ব্যবহারকারীদের এই সুবিধাটি অতি শীঘ্রই উপলভ্য হবে। তত দিন Firefox Beta ব্যবহার করে দেখতে পারেন।

Android এ Firefox অাপনার ওয়েবপেজকে অারও বড় স্ক্রিনে প্রদর্শনের সুবিধা দেয়। অাপনার টিভিতে Chromecast সেট-অাপ দেওয়ার পর এটিকে অাপনার ফোন একই ওয়াই-ফাই এ যুক্ত করুন, তারপর শুধু অাপনাকে কিছু ট্যাপ করতে হবে:

  1. অাপনার Android ফোনে Firefox চালু করুন এবং যে ওয়েব পেজটি অাপনি প্রদর্শন করতে চান তা ওপেন করুন।
  2. মেন্যু বাটনটি ট্যাপ করুন "androidmenulocation" টেম্পলেটটি হয় উপলব্ধ নয় না হয় কোনো অনুমোদিত সংস্করণ নেই।, Tools ট্যাপ করুন, এবং তারপর Mirror Tab.
    tab mirror chromecast
  3. Send to Device" সাব উইন্ডোটিতে, Chromecast ডিভাইসটি নিধারর্ণ করুন।
    send to chromecast
  4. প্রদর্শন করা বন্ধ করতে, মেন্যু বাটনটিতে ট্যাপ করুন এবং তারপর Stop Mirroring নিধার্ণ করুন।
ভিডিও: Android এর Firefox অাপনার টিভিতে ওয়েবপেজের ভিডিও প্রদর্শনও সম্ভব করেছে। শুরু করতে দেখুন Android এর জন্য Firefox থেকে ভিডিও পাঠান Chromecast