Firefox OS উন্নতিতে সাহায্য করার জন্য Mozilla তে কর্মক্ষমতার তথ্য পাঠান

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 72998
  • নির্মিত:
  • রচয়িতা: orvi
  • মন্তব্য: Need Review
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: ashickurnoor
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

ফায়ারফক্স ওএসের একটি অপশনাল ফিচার যা মেমরি খরচ, অ্যাপ্লিকেশনের কর্মদক্ষতা এবং ফিচার ব্যবহারের মত অ-ব্যক্তিগত তথ্য পরিমাপ করতে পারে। ইহা একটি দৈনিক ভিত্তিতে মজিলাকে তথ্য প্রেরণ করে এবং আমাদের বাগ চিহ্নিত করতে এবং কর্মদক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে।

কি ধরণের তথ্য সংগৃহীত হয় এবং এটি কিভাবে ব্যবহার করা হয় এই সম্পর্কে আরও তথ্যের জন্য, আমাদের privacy policyদেখুন ।

কিভাবে আমি টেলিমেট্রি চালু অথবা বন্ধ করব?

  1. সেটিং এপ্লিকেশনে এইখানে settings icon ট্যাপ করুন।
  2. Improve B2G OS বাটনে ট্যাপ করুন তাহলে সেটিং উইন্ডো প্রদর্শিত হবে।
  3. টেলিমেট্রি চালু অথবা বন্ধ করতে Submit performance data বাটনে ট্যাপ করুন।

    Telemetry Firefox OS

    activate icon নীল রঙের আইকনটি দেখলে বুঝবেন টেলিমেট্রি সক্রিয় অবস্থায় রয়েছে ।