উপস্থাপন তথ্য মজিলাতে পাঠিয়ে ফায়ারফক্স উন্নয়নে সাহায্য করুন
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 78319
- নির্মিত:
- রচয়িতা: prome
- মন্তব্য: ১০০% শেষ
- পর্যালোচনা অবস্থা: না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
ফায়ারফক্স বাস্তব জগতে কীরকম আচরণ করে সেটি নির্ণয় করতে পারা মজিলার প্রকৌশলীদের জন্য সহায়ক। টেলিমেট্রি ফিচার উপস্থাপন এবং ব্যবহারাদি তথ্য প্রদানের মাধ্যমে আমাদের এই সুযোগ দেয়। যেহেতু আপনি ফায়ারফক্স ব্যবহার করেন, টেলিমেট্রি নির্ণয় এবং সংগ্রহ করে আপনার অব্যক্তিগত তথ্য যেমন, মেমরি ব্যবহার, responsiveness timing এবং ফিচার ব্যবহার। অতপর এটি এই সমস্ত তথ্য একটি দৈনন্দিন ভিত্তিতে মজিলাতে পাঠায় এবং আপনার জন্য অপেক্ষাকৃত ভাল ফায়ারফক্স নির্মাণে আমরা তা ব্যবহার করি।
টেলিমেট্রি এক ধরণের opt-in ফিচার। এর মানে হল তথ্য সংগ্রহ ও তা আমাদের পাঠানোর জন্য আপনাকে আলাদাভাবে ফায়ারফক্সকে বলতে হবে। কী ধরণের তথ্য সংগৃহীত হয় এবং তা কীভাবে ব্যবহার করা হয় সে বিষয়ে বিস্তারিত জানতে, দেখুন privacy policy।
আমি কীভাবে উপস্থাপন তথ্য পাঠানো চালু অথবা বন্ধ করব?
আপনি যখন ফায়ারফক্স ইন্সটল অথবা আপডেট করেন তখন হয়তো আপনি এমন message এর সম্মুখীন হয়ে থাকেন যেমনটি নিচে দেখানো হয়েছে, যা আপনাকে টেলিমেট্রি ফিচার চালু করার সুযোগ দেয়ঃ "আপনি কি উপস্থাপন, হার্ডওয়্যার, ব্যবহার এবং কাস্টমাইজেশন সংক্রান্ত তথ্যাদি পাঠিয়ে মজিলা ফায়ারফক্স উন্নয়নে সাহায্য করতে আগ্রহী? "
আপনি এই তিন ধাপেও যেকোন সময়ে এটি চালু বা বন্ধ করতে পারেনঃ
- মেনু বাটনে
ক্লিক করে নির্বাচন করুন।
- প্যানেল নির্বাচন করুন।
- ট্যাব নির্বাচন করুন।
- Submit performance data এর পার্শ্ববর্তী বক্সটি চেক অথবা আনচেক করুন।
- "closeoptionspreferences" টেম্পলেটটি হয় উপলব্ধ নয় না হয় কোনো অনুমোদিত সংস্করণ নেই।
আপনি এই তিন ধাপে যেকোন সময়ে এটি চালু বা বন্ধ করতে পারেনঃ
- মেনু বাটনে
ক্লিক করে নির্বাচন করুন।
- প্যানেল নির্বাচন করুন।
- ট্যাব নির্বাচন করুন।
- Enable Telemetry এর পার্শ্ববর্তী বক্সটি চেক অথবা আনচেক করুন।
- "closeoptionspreferences" টেম্পলেটটি হয় উপলব্ধ নয় না হয় কোনো অনুমোদিত সংস্করণ নেই।