সিকিউরিটি ও পাসওয়ার্ড সেটিং

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 59791
  • নির্মিত:
  • রচয়িতা: Belayet Hossain
  • মন্তব্য: আরও অনুবাদ
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

এই ডকুমেন্টটি ফায়ারফক্সের OptionsPreferences উইন্ডো সিকিউরিটি প্যানেলে থাকা সেটিংগুলোর ব্যাখ্যা প্রদান করে।

সিকিউরিটি প্যানেলে রয়েছে optionspreferences যা আপনার ওয়েব ব্রাইজিংকে নিরাপদ রাখে।

Security Panel - Win1Prefs - Security - MacPrefs - Security - Lin

সিকিউরিটি সেটিং

  • Warn me when sites try to install add-ons: ফায়ারফক্স সবসময় অ্যাড-অন ইনস্টল করতে আপনার নিকট নিশ্চিত হতে চাইবে। দূর্ঘটনাবশত অনাকাঙ্খিত ইনস্টলেশন প্রতিরোধ করতে, যেকোন ওয়েবসাইট কোন অ্যাড-অন ইনস্টলে চেষ্টা করলে ফায়ারফক্স ইনস্টল প্রমপ্ট ব্লক করে ফায়ারফক্স আপনাকে সতর্ক করবে। কোন নির্দিষ্ট সাইট হতে ইনস্টল অনুমোদন করতে, Exceptions… ক্লিক করুন, সাইটের নাম দিন, এবং Allow ক্লিক করুন। সকল সাইটের জন্য সতর্কতা নিস্ক্রিয় করতে এটির টিক চিহ্ন তুলে দিন।
  • Block reported attack sites: এটি টিক দিন যদি আপনি চান যে সাইট আপনি ব্রাউজ করছেন তা কম্পিউটারের সাধারণ কার্যক্রমকে ব্যাহত করছে বা আপনার ব্যাক্তিগত তথ্য্যাদি অনুনমোদিত কোন পক্ষকে ইন্টারনেটের মাধ্যমে পাঠাচ্ছে কি না তা ফায়ারফক্স যাচাই করবে।
    • মনে রাখবেন সতর্কবার্তা না আসা মানে এই নয় যে সেই সাইটটি কোন নির্ভরযোগ্য সাইট।
  • Block reported web forgeries: এটি টিক দিন যদি আপনি চান যে সাইট আপনি ব্রাউজ করছেন তা আপনাকে ব্যাক্তিগত তথ্যাদি প্রদান করতে ভুল পথে নেওয়ার চেষ্টা করছে কি না তা ফায়ারফক্স সক্রিয়ভাবে যাচাই করবে (এটি অনেক সময় phishing নামে পরিচিত)।
    • মনে রাখবেন সতর্কবার্তা না আসা মানে এই নয় যে সেই সাইটটি কোন নির্ভরযোগ্য সাইট, Firefox Phishing and Malware Protection দেখুন।

পাসওয়ার্ড

  • Remember passwords for sites: সহজভাবে ওয়েবসাইটে লগ অন করতে ওয়েব ফরমে দেওয়া আপনার পাসওয়ার্ডটি ফায়ারফক্স নিরাপদভাবে সংরক্ষণ করতে পারে। ফায়ারফক্সকে আপনার পাসওয়ার্ড মনে রাখা থেকে বিরত রাখতে এর টিক চিহ্নটি তুলে দিন।
    • যদি এর টিক দেওয়াও থাকে, তারপরেও, যখনই আপনি কোন সাইট প্রথমবারের মত ব্রাউজ করছেন তখন আপনি পাসওয়ার্ড মনে রাখবেন কি না তা জিজ্ঞাসা করা হবে। আপনি যদি Never for This Site নির্বাচন করেন, তখন এই সাইটটি একটি ব্যতিক্রম তালিকায় যুক্ত হবে। এই তালিকা দেখতে অথবা এর থেকে সাইটটি বাদ দিত Exceptions… বোতাম ক্লিক করুন।
  • Use a master password: Firefox can protect sensitive information such as saved passwords and certificates by encrypting them using a master password. If you create a master password, each time you start Firefox, it will ask you to enter the password the first time it needs to access a certificate or stored password. You can set, change, or remove the master password by checking or unchecking this optionpreference or by clicking the Change Master Password… button. If a master password is already set, you will need to enter it in order to change or remove the master password.
  • You can manage saved passwords and delete individual passwords by clicking the Saved Passwords… button.