অনুসন্ধান করতে যেয়ে ভুল ওয়েবসাইটে চলে গেলে যা করবেন
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 80042
- নির্মিত:
- রচয়িতা: Md. Moontasib ul Hasan
- মন্তব্য: Work in Progress
- পর্যালোচনা অবস্থা: না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
Firefox-এ অনুসন্ধান করার সময় কাঙ্ক্ষিত সাইট না যেতে পারেন তাহলে কী করতে হবে তা এই প্রবন্ধটিতে বলে দেওয়া হয়েছে। যেমনঃ অনেক সময় যেমন Google-এ অনুসন্ধান এমন সব পৃষ্ঠায় নিয়ে যায় যেগুলো বিজ্ঞাপনে ভরপুর বা অন্য কোন search engine ব্যবহার করে।
শুধুমাত্র লোকেশন বার-এ করা অনুসন্ধানে সমস্যা হলে
লোকেশন বার-এ কিছু লেখা হলে Firefox ব্যবহারকারীর ইন্টারনেট প্রদানকারীর এর কাছে খোঁজ করে যে সেটি কোন ওয়েবসাইটের ঠিকানা কি না। যদি তা না হয় তবে Firefox তখন keyword.URL preference-এর search engine ব্যবহার করে (বিস্তারিত জানতে Search the web from the Address Bar দেখুন) অনুসন্ধান করে দেখে। কিন্তু বেশ কিছু ইন্টারনেট প্রদানকারী তা করার পরিবর্তে ব্যবহারকারীকে বরং নিজের অনুসন্ধান সাইটে নিয়ে যায়।
খেয়াল রাখতে হবে যেন keyword.URL preference-এ আপনার কাঙ্ক্ষিত অনুসন্ধান সাইটটি নির্বাচন করা থাকে, আর তা যেন চালু থাকে।
address bar এ, টাইপ করুন about:config এবং প্রেস করুন EnterReturn।
- এই about:config এ "This might void your warranty!" এই সতর্ক বার্তা প্রদর্শিত হতে পারে। about:config page এর সাথে থাকতে ক্লিক করুন ।
- ওপরের FilterSearch field বাক্সে keyword টাইপ করুন।
- খেয়াল রাখতে হবে যেন keyword.URL preference-এ আপনার কাঙ্ক্ষিত অনুসন্ধান সাইটটি নির্বাচন করা থাকে। এটিকে default অবস্থায় ফিরিয়ে নিতে preference-এর ওপর মাউসের ডান বাটন ক্লিক করে Ctrl কী চেপে preference-এর ওপর মাউসের ডান বাটন ক্লিক করে নির্বাচন করুন।
- খেয়াল রাখতে হবে যেন keyword.enabledতে true নির্বাচন করা থাকে। যদি না থাকে তবে তার ওপর ডাবল-ক্লিচক করে true নিরবচন করে নিন।
Location bar-এ কোন কিছু লেখা হলে ইন্টারনেট provider-এর থেকে Firefox খোঁজ করে সেটি কোন ওয়েবসাইটের ঠিকানা কি না। যদি তা না হয় তবে Firefox তখন আপনার default search engine ব্যবহার করে (বিস্তারিত জানতে Search the web from the Address Bar দেখুন) অনুসন্ধান চালায়। কিন্তু বেশ কিছু ইন্টারনেট প্রদানকারী তা করার পরিবর্তে ব্যবহারকারীকে বরং নিজের অনুসন্ধান সাইটে নিয়ে যায়।
কিছু কিছু service provider "DNS Assistance" নামের একরকম সুবিধা দেয়; এটিই অন্য পৃষ্ঠায় নিয়ে যাবার (redirecting) কাজ করে। আপনার provider-এর থেকে খোঁজ নিজে দেখতে পারেন এই সুবিধা বন্ধ করা যায় কি না।
যদি আপনি আপনার ইন্টারনেট প্রদানকারী এর কাছ থেকে বের হয়ে আসতে না পারেন, তাহলে লোকেশন বার থেকে অনুসন্ধান করার জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করতে পারেন:
- লোকেশন বার এ শুধুমাত্র একাধিক শব্দ সম্বলিত অনুসন্ধান করুন । যদি আপনি একাধিক শব্দ সম্বলিত অনুসন্ধান করেন, তাহলে Firefox লোকেশন বার অনুসন্ধান করবে। আপনি কিছু ডামি শব্দ ব্যবহার করতে পারেন যা search engine অগ্রাহ্য করে । (মনে করুন + character). যেমন, আপনাকে লিখতে হবে + searchterm যখন এক শব্দ সম্বলিত অনুসন্ধান করবেন (space দেয়া প্রয়োজনীয়) কিন্তু শুধুমাত্র search terms লিখবেন যখন একাধিক শব্দ সম্বলিত অনুসন্ধান করবেন ।
- আপনি smart কী-ওয়ার্ড দিতে পারেন যা আপনার অনুসন্ধান সম্পর্কিত এবং আপনার অনুসন্ধান এর শুরুতে কী-ওয়ার্ড যোগ করে। যেমন, আপনি g কী-ওয়ার্ড ব্যবহার করতে পারেন Google এ অনুসন্ধান করতে । এরপর থেকে, আপনাকে শুধুমাত্র লিখতে হবে g searchterm লোকেশন বার অনুসন্ধান করতে । Smart কী-ওয়ার্ড দেয়ার জন্য, দেখুন অ্যাড্রেস বার থেকেই IMDB, Wikipedia এবং আরো অনুসন্ধান করুন.
- যদি আপনার রাউটার থাকে, আপনার ISP কে আপনার DNS server পরিবর্তন করার জন্য বলুন ।
যদি সকল অনুসন্ধান এ সমস্যা হয়
যদি লোকেশন বার থেকে অনুসন্ধান করা and সরাসরি ওয়েবসাইট থেকে করা অনুসন্ধান দুটোই অন্য কোন সাইট এ চলে যায়, তাহলে আপনার কম্পিউটারে ইন্সটলকৃত কোন malicious সফটওয়্যার যেমনঃ ভাইরাস, spyware বা trojan এই redirection এর সমস্যা করছে । Malware দূর করতে সমাধান দেখুন ম্যালওয়্যার দ্বারা সৃষ্ট ফায়ারফক্স এর সমস্যাগুলো সমাধান করুন ।