OS X Mavericks এ হালনাগাদ করার পর Firefox এর স্ক্রলিং এ সমস্যা হচ্ছে

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 78324
  • নির্মিত:
  • রচয়িতা: Ashfaq Hossain
  • মন্তব্য: Done
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
এই নিবন্ধটি কেবল Mac ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রযোজ্য।

কিছু OS X Mavericks ব্যবহারকারীদের আগের পাতায় যাওয়ার জন্য স্বোয়াইপ করতে যাওয়ার পর স্ক্রলিং এ সমস্যা হচ্ছে। অন্যান্য ব্রাউজারের ক্ষেত্রেও এটি দেখা গিয়েছে।

Apple এর দীর্ঘ মেয়াদী কোন সমাধান না আনা পর্যন্ত এই সমাধানগুলোর একটি চেষ্টা করে দেখুন।

সিস্টেম পছন্দ পরিবর্তন করা

  1. মেনু খুলতে স্ক্রিনের উপরের বাম কোণার Apple আইকনে ক্লিক করুন।
  2. System Preferences নির্বাচন করে, General নির্বাচন করুন।
  3. Show scroll bar এর সেটিংস Always নির্ধারন করুন।

about:config সেটিংস পরিবর্তন করা

  1. অ্যাড্রেস বারে about:config লিখে EnterReturn চাপুন।
  2. This might void your warranty সতর্ক পাতাটি আসার পর, চালিয়ে যেতে I'll be careful, I promise! বাটনে ক্লিক করুন।
  3. নিচের পছন্দগুলো আনতে অনুসন্ধান বাক্সে browser.gesture.swipe টাইপ করুন:
    config swipe
  4. যে কোন একটি পছন্দে মান বদলাতে এতে রাইট-ক্লিক করে Modify নির্বাচন করুন।
  5. স্ট্রিং এর মানের ঘরে থাকা সব লেখাগুলো মুছে ফেলুন। আপনার পরিবর্তনগুলো সংরক্ষণ করার জন্য OK বাটনে ক্লিক করুন।
    clear config
  6. নিচের প্রতিটি পছন্দের জন্য চতুর্থ ও পঞ্চম ধাপের পুনরাবৃত্তি করুন:
  • browser.gesture.swipe.down
  • browser.gesture.swipe.left
  • browser.gesture.swipe.right
  • browser.gesture.swipe.up
about:config সেটিংস পরিবর্তন করলে Firefox এর কর্মক্ষমতায় এর প্রভাব পড়তে পারে। সেটিংস পূর্বনির্ধারিত অবস্থায় ফিরিয়ে আনতে ঐ পছন্দের উপর রাইট-ক্লিক করে Reset নির্বাচন করুন।