পূর্ববর্তী সেশন পুনরূদ্ধার করুন - যখন ফায়ারফক্স Firefox সাম্প্রতিক সময়ে ব্যবহার করা ট্যাবগুলো এবং উইন্ডোগুলো দেখাচ্ছে

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 62735
  • নির্মিত:
  • রচয়িতা: Hossain Al Ikram
  • মন্তব্য: done my part :)
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

সর্বেশষ বার ব্যবহারের সময় কিংবা অনিচ্ছাকৃত ভাবে ফায়ারফক্স বন্ধ করে দেবার সময় যে সকল ট্যাব এবং উইন্ডো খোলা ছিল, ফায়ারফক্স সেসকল উইন্ডো এবং ট্যাব পুনরায় স্থাপন করতে পারে। কোন পরিস্থিতিতে এমনটি ঘটতে পারে আর আপনি কি করে তা কনফিগার করবেন সে সমন্ধে এই নিবন্ধনটিতে বলা হয়েছে।

দ্রষ্টব্যঃ ফায়ারফক্স বন্ধ করার সময় আপনি যে সকল সাইটে লগ-ইন করা অবস্থায় ছিলেন, সেশন পুনরায় স্থাপন ব্যবস্থাটি আপনাকে সে সকল সাইটে লগ-ইন করা অবস্থায় রাখতে পারে। আরো তথ্যের জন্য, এই প্রাইভেসি ইস্যুনিবন্ধনটি দেখুন।

কখন সেশন পুনরায় স্থাপন হয়

কখন আপনি পূর্বনির্ধারিত হোমপেজ থেকে পূর্ববর্তী সেশন পুনরায় স্থাপন অপশনটি নির্বাচিত করবেন

শেষবার ফায়ারফক্স বন্ধ করার সময় আপনার যে সকল ট্যাব আর উইন্ডো খোলা ছিল, সেগুলো ফিরে পেতে পূর্বনির্ধারিত হোমপেজে একটা Restore Previous Sessionবাটন আছে। সেই বাটনটিতে ক্লিক করুন।
Session Restore - Home - WinSession Restore - Home - MacSession Restore - Home - LinRestore1 29 - WinRestore1 29 - MacRestore1 29 - Lin

দ্রষ্টব্যঃ আপনি যদি পুর্বনির্ধারিত ফায়ারফক্স হোমপেজের পরিবর্তে অন্য কোন হোমপেজ দিয়ে থাকেন, আপনি পূর্বনির্ধারিত হোমপেজ পুনরায় স্থাপন করতে পারেন।

When you select Restore Previous Session from the History menu

Here's how to get your tabs and windows from a previous session back if you don't use the default Firefox home page:

  • At the top of the Firefox window, click the Firefox button, go over to History and select Restore Previous Session.On the menu bar, click the History menu and select Restore Previous Session.At the top of the Firefox window, click the History menu and select Restore Previous Session.Restore Previous Session - Win2
  • Click on the menu button "new fx menu" ছবি বিদ্যমান নয়। on the right side of your toolbar. Select History to expand the drop-down list and choose Restore Previous Session.
    Restore2 29 - WinRestore2 29 - MacRestore2 29 - Lin

After installing an add-on

When a new extension or theme is installed, you must restart Firefox to enable the new add-on. To restart, click Restart Now. All windows and tabs are re-opened when Firefox restarts and installs the new add-on.

Restore Previous Session - Win3Session1 29 - WinSession1 29 - MacSession1 29 - Lin

After a software update

To apply any updates to the Firefox application that have been downloaded, you must restart Firefox. To restart, click Apply Update.

Update Win2Update Mac2Update Lin2

After restarting with add-ons disabled

When you restart with add-ons disabled to troubleshoot Firefox problems, your tabs and windows will be reopened.

After a crash

Due to unexpected issues such as problems with a website, software errors, or an accidental loss of power, Firefox may unexpectedly close. In these situations, Firefox can restore the pages that you were visiting when it is restarted. Firefox will automatically restore your previous session, the first time you launch it after a crash.

If Firefox crashes a second time, the Restore Session (i.e. "Well, this is embarrassing") page will appear when you next launch Firefox.

FxCrash-RestoreSession

  • To restore your previous session, select the windows or tabs you want to restore and click Restore.
  • If Firefox continues to experience errors when windows and tabs are re-opened, you can launch Firefox without restoring these items. Click Start New Session.

When you've set Firefox to show your windows and tabs from last time

You can set Firefox to always show your windows and tabs from your previous session each time you start Firefox. To change your Firefox startup settings, see Configuring session restore, below.

Configuring session restore

By default, when Firefox starts, a single window is opened, displaying your specified home page. If you wish, you can configure Firefox to open all windows and tabs from your previous session:

Session2 29 - WinSession2 29 - MacSession2 29 - Lin
  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন। .
  2. Select the General panel.
  3. From the When Firefox starts drop-down, select Show my windows and tabs from last time.
  4. 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে। .

গোপনীয়তার সমস্যা

আপনি ফায়ারফক্স বন্ধের আগে যেসব সাইটে লগড-ইন অবস্থায় ছিলেন , সেশন রিস্টোরের কারনে আপনি সেসব সাইটে লগড-ইন অবস্থায় থেকে যেতে পারেন ।যদি অন্য কেউ আপনার পরে আপনার কম্পিউটার ব্যবহার করে , তাহলে ওইসব সাইটে আপনার অ্যাকাউন্টে তারা প্রবেশ করতে পারে ।যদি এটি আপনার নিকট চিন্তার কোন বিষয় হয় , তাহলে আপনার উচিত , আপনার পূর্বের সেশন থেকে যাতে সকল উইন্ডো এবং ট্যাব চালু হয় , সেভাবে ফায়ারফক্সকে কনফিগার না করা ।

আপনি চাইলে সেশন রিস্টোর ক্র্যাশ রিকোভারি সুবিধাটি যা ডিফল্টভাবে সক্রিয় থাকে , সেটিকে নিষ্ক্রিয় করে দিতে পারেন । দুর্ঘটনাবশত বন্ধ হওয়া অথবা সফটওয়্যার ক্র্যাশের কারনে বন্ধ হওয়ার পর চালু হওয়া ফায়ারফক্স যাতে পূর্বের সেশন চালু না করে , সেটিকে এটি বাধা দেয় ।

  1. address bar এ, টাইপ করুন about:config এবং প্রেস করুন EnterReturn

    • এই about:config এ "This might void your warranty!" এই সতর্ক বার্তা প্রদর্শিত হতে পারে। about:config page এর সাথে থাকতে ক্লিক করুন I accept the risk!
  2. সার্চ বক্সে লিখুন browser.sessionstore.resume_from_crash.
  3. ফলাফলের তালিকায় থাকা browser.sessionstore.resume_from_crash তে দুবার ক্লিক করে false এ ঠিক করুন ।

সমস্যার সমাধান করা

পূর্বের সেশন ঠিকভাবে বন্ধ করা হয়নি

আপনার পূর্বের সেশনের ট্যাব এবং উইন্ডো ফেরত পেতে , আপনার উচিত ফায়ারফক্সকে মেনু থেকে বন্ধ করা , এর জন্য

মেনু New Fx Menuবাটনে ক্লিক করুন এবং তারপর ExitQuitClose 29 এ ক্লিক করুন।

Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Exit এ ক্লিক করুন। স্ক্রিনের উপর Firefox মেনুতে ক্লিক করুন, তারপর Quit Firefox এ ক্লিক করুন। Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Quitক্লিক করুন।

যদি আপনি প্রত্যেকটি উইন্ডো অথবা ট্যাব বন্ধ করেন , তবে শুধু সর্বশেষ বন্ধ করা উইন্ডোতে থাকা ট্যাবগুলোই ফায়ারফক্স রিস্টার্টের পর আপনার কাছে সহজলভ্য হবে ।

সেটিংস মনে হয় ঠিক নেই

সেশন রিস্টোরের অন্যান্য সমস্যার জন্য , আপনাকে আপনার ফায়ারফক্সের সেটিংসের সংশোধন করা লাগতে পারে :

  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন। .
  2. Privacy প্যানেল নির্বাচন করুন এবং নিশ্চিত করুন যে Firefox will: হয় Remember history অথবা Use custom settings for history তে সেট করা আছে ।
    • যদি Firefox will: অপশনটি Use custom settings for history তে সেট করা থাকে , তাহলে নিশ্চিত করুন যাতে Permanent Private Browsing mode নির্বাচন করা না থাকে ।
    • যদি Firefox will: অপশনটিতে Use custom settings for history এবং Clear history when Firefox closes নির্বাচন করা থাকে, তাহলে Settings বাটন ক্লিক করুন এবং নিশ্চিত করুন যাতে Browsing History নির্বাচন করা না থাকে ।
  1. 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে। .



সেশন রিস্টোর (মোজিলাজাইন নলেজবেস) এর তথ্য অনুসারে রচিত ।