পূর্ববর্তী সেশন পুনরূদ্ধার করুন - যখন ফায়ারফক্স Firefox সাম্প্রতিক সময়ে ব্যবহার করা ট্যাবগুলো এবং উইন্ডোগুলো দেখাচ্ছে

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 62722
  • নির্মিত:
  • রচয়িতা: Ashickur Rahman
  • মন্তব্য: doing
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

সর্বেশষ বার ব্যবহারের সময় কিংবা অনিচ্ছাকৃত ভাবে ফায়ারফক্স বন্ধ করে দেবার সময় যে সকল ট্যাব এবং উইন্ডো খোলা ছিল, ফায়ারফক্স সেসকল উইন্ডো এবং ট্যাব পুনরায় স্থাপন করতে পারে। কোন পরিস্থিতিতে এমনটি ঘটতে পারে আর আপনি কি করে তা কনফিগার করবেন সে সমন্ধে এই নিবন্ধনটিতে বলা হয়েছে।

দ্রষ্টব্যঃ ফায়ারফক্স বন্ধ করার সময় আপনি যে সকল সাইটে লগ-ইন করা অবস্থায় ছিলেন, সেশন পুনরায় স্থাপন ব্যবস্থাটি আপনাকে সে সকল সাইটে লগ-ইন করা অবস্থায় রাখতে পারে। আরো তথ্যের জন্য, এই প্রাইভেসি ইস্যুনিবন্ধনটি দেখুন।

কখন সেশন পুনরায় স্থাপন হয়

কখন আপনি পূর্বনির্ধারিত হোমপেজ থেকে পূর্ববর্তী সেশন পুনরায় স্থাপন অপশনটি নির্বাচিত করবেন

শেষবার ফায়ারফক্স বন্ধ করার সময় আপনার যে সকল ট্যাব আর উইন্ডো খোলা ছিল, সেগুলো ফিরে পেতে পূর্বনির্ধারিত হোমপেজে একটা Restore Previous Sessionবাটন আছে। সেই বাটনটিতে ক্লিক করুন।
Session Restore - Home - WinSession Restore - Home - MacSession Restore - Home - LinRestore1 29 - WinRestore1 29 - MacRestore1 29 - Lin

দ্রষ্টব্যঃ আপনি যদি পুর্বনির্ধারিত ফায়ারফক্স হোমপেজের পরিবর্তে অন্য কোন হোমপেজ দিয়ে থাকেন, আপনি পূর্বনির্ধারিত হোমপেজ পুনরায় স্থাপন করতে পারেন।

যখন সেশন পুনরুদ্ধার হয়

আপনি যখন History মেনু থেকে Restore Previous Session নির্বাচন করেন

আপনি যদি পূর্ব নির্ধারিত ফায়ারফক্স হোম পেজ ব্যবহার না করে থাকেন তাহলে কিভাবে পূর্ববর্তী সেশন থেকে কিভাবে ট্যাব এবং উইন্ডো পুনরুদ্ধার করা যায় তা এখানে বর্ণনা করা হয়েছে:

  • ফায়ারফক্স উইন্ড‌‌‌োর শুরুতে‌, Firefox বাটন ক্লিক করুন, History মেনুতে যান এবং Restore Previous Session নির্বাচন করুন।,মেনু বারে, History মেনু ক্লিক করুন এবং Restore Previous Session নির্বাচন করুন।ফায়ারফক্স উইন্ড‌‌‌োর শুরুতে‌, History মেনু ক্লিক করুন Restore Previous Session মেনু নির্বাচন করুন।Restore Previous Session - Win2
  • আপনার টুলবারের ডান দিকে থাকা মেনু বাটন "new fx menu" ছবি বিদ্যমান নয়। এ ক্লিক করুন। History মেনুতে ক্লিক করে ড্রপ-ডাউন তালিকা বড় করুন এবং Restore Previous Session নির্বাচন করুন।
    Restore2 29 - WinRestore2 29 - MacRestore2 29 - Lin

অ্যাড-অন ইনস্টল করার পর

যখন কোন নতুন এক্সটেনশন এবং থিম ইনস্টল করা হয়, আপনাকে অবশ্যই ফায়ারফক্স পুনরায় চালু করে অ্যাড-অন সচল করতে হবে। পুনরায় চালু করতে, Restart Now বাটন ক্লিক করুন। ফায়ারফক্স পুনরায় চালু হবার সাথে সাথে সকল উইন্ডো এবং ট্যাব পুনরায় খুলবে এবং অ্যাড-অন ইনস্টল করা হবে।

Restore Previous Session - Win3Session1 29 - WinSession1 29 - MacSession1 29 - Lin

কোন সফটওয়্যার হালনাগাদ করার পর

কোন নতুন ডাউনলোডকৃত এপ্লিকেশন ফায়ারফক্সে হালনাগাদ করতে, আপনাকে ফায়ারফক্স অবশ্যই পুনরায় চালু করতে হবে। পুনরায় চালু করতে, Restart Now বাটন ক্লিক করুন।

Update Win2Update Mac2Update Lin2

অ্যাড-অন নিষ্ক্রিয় করে ফায়ারফক্স পুনরায় চালু করে

আপনি যখন ফায়ারফক্সের সমস্যার সমাধান করতে অ্যাড-অন নিষ্ক্রিয় করে ফায়ারফক্স পুনরায় চালু করবেন, আপনার ট্যাব এবং উইন্ডো পুনরায় খুলবে।

ক্রাশ করার পর

কোন অপ্রত্যাশিত কারনে যেমন ওয়েব সাইটে সমস্যা, সফটওয়্যারে ত্রুটি, দুর্ঘটনা বসত , ফায়ারফক্স অপ্রত্যাশিতভাবে বন্ধ হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে, ফায়ারফক্স পুনরায় চালু হবার সময় আপনি যে সকল পেজ ব্রাউজ করছিলেন তা পুনরায় খুলবে। ক্রাশ করার পর যখন এটি আপনি প্রথমবার খুলবেন, ফায়ারফক্স নিজেই পূর্ববর্তী সেশন পুনরুদ্ধার করবে।

ফায়ারফক্স যদি আবার ক্রাশ করে (i.e. "এটিই আসলেই হতাশজনক"), সেশন পুনরুদ্ধার আবার ফায়ারফক্স চালু হবার সময় আসবে।

FxCrash-RestoreSession

  • আপনার পূর্ববর্তী সেশন পুনরুদ্ধার করতে, আপনি যেসকল উইন্ডো অথবা ট্যাব পুনরুদ্ধার করতে চান তা নির্বাচন করুন এবং Restore ক্লিক করুন।
  • উইন্ডো এবং ট্যাব পুনরায় খোলার সময় যদি ফায়ারফক্স আবার ত্রুটির সম্মুখীন হয়, তাহলে আপনি এগুলো পুনরায় না খুলে ফায়ারফক্স চালু করতে পারে। Start New Session ক্লিক করুন।

পূর্ববর্তী সময়ের উইন্ডো এবং ট্যাব দেখানোর জন্য ফায়ারফক্স কে নির্ধারন করে দিলে

ফায়ারফক্স চালু হবার সময় পূর্ববর্তী ট্যাব এবং উইন্ডো দেখাবে এটি আপনি নির্ধারন করে দিতে পারেন। আপনার ফায়ারফক্সের স্টার্টআপ সেটিং পরিবর্তন করতে, নিচে, সেশন পুনরুদ্ধার কনফিগার করা দেখুন।

সেশন পুনরুদ্ধার কনফিগার করা

পূর্ব নির্ধারিতভাবে, ফায়ারফক্স যখন চালু হয়, একটি উইন্ডো খোলে, আপনার নির্দিষ্ট হোম পেজ খুলে। আপনি যদি চান, আপনি ফায়ারফক্স কে পূর্ববর্তী সকল উইন্ডো এবং ট্যাব খোলার জন্য কনফিগার করতে পারেন:

Session2 29 - WinSession2 29 - MacSession2 29 - Lin
  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন। .
  2. General প্যানেল নির্বাচন করুন।
  3. When Firefox starts ড্রপ-ডাউন তালিকা থেকে, Show my windows and tabs from last time নির্বাচন করুন।
  4. 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে। .

Privacy issues

Session Restore may keep you logged in to sites that you were logged into before you closed Firefox. If someone else used your computer after you, they could access your account on these sites. If this is a concern then you should not configure Firefox to open all windows and tabs from your previous session.

You may also wish to disable the Session Restore crash recovery feature which is enabled by default. This will prevent restoring a previous session when Firefox is opened after an unexpected close or software crash:

  1. address bar এ, টাইপ করুন about:config এবং প্রেস করুন EnterReturn

    • এই about:config এ "This might void your warranty!" এই সতর্ক বার্তা প্রদর্শিত হতে পারে। about:config page এর সাথে থাকতে ক্লিক করুন I accept the risk!
  2. In the Search box at the top, type browser.sessionstore.resume_from_crash.
  3. In the resulting grid, double-click on browser.sessionstore.resume_from_crash to set it to false.

Troubleshooting

Previous session not correctly closed

To get your tabs and windows back from a previous session, you should close Firefox from the menu:

মেনু New Fx Menuবাটনে ক্লিক করুন এবং তারপর ExitQuitClose 29 এ ক্লিক করুন।

Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Exit এ ক্লিক করুন। স্ক্রিনের উপর Firefox মেনুতে ক্লিক করুন, তারপর Quit Firefox এ ক্লিক করুন। Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Quitক্লিক করুন।

If you close each window or tab, only the tabs in the final window that you close are available when you restart Firefox.

Settings may be incorrect

For other session restore problems, you may need to make corrections to your Firefox settings:

  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন। .
  2. Select the Privacy panel and make sure Firefox will: is set to either Remember history or Use custom settings for history.
    • If Firefox will: is set to Use custom settings for history then make sure that Permanent Private Browsing mode is not selected.
    • If Firefox will: is set to Use custom settings for history and Clear history when Firefox closes is selected, then click the Settings button and make sure that Browsing History is not selected.
  3. 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে। .



Based on information from Session Restore (mozillaZine KB)