ব্যাকআপ থেকে বুকমার্কসগুলো পুনরুদ্ধার অথবা অন্য কম্পিউটারে স্থানান্তর

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 58790
  • নির্মিত:
  • রচয়িতা: Sashoto Seeam
  • মন্তব্য: লিঙ্ক এবং বাটন বাদে সকল কিছু বাংলা করা হল।
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

ফাইয়ারফক্স স্বয়ংক্রিয় ভাবে ব্যাকআপ রাখে bookmarks এবং নিরাপত্তার জন্য শেষ দশটি ব্যাকআপ সরক্ষন করে রাখে। এই নিবন্ধে কীভাবে ফায়ারফক্সের স্বয়ংক্রিয় ব্যাকআপ থেকে আপনার বুকমার্ক পুনরুদ্ধার করবেন, কীভাবে নিজের নিজের বুকমার্কের ব্যাকআপ ফাইল সংরক্ষণ ও পুনরুদ্ধার করবেন এবং কীভাবে আপনার কম্পিউটারের বুকমার্ক অন্য কম্পিউটারে স্থানান্তর করবেন টা জানতে পারবেন।

ব্যাকআপ এবং পুনরুদ্ধার

ম্যানুয়াল ব্যাকআপ

  1. এখানে লাইব্রেরি বাটনে 57 library icon ক্লিক করুন, তারপর Bookmarks ক্লিক করুন। স্ক্রল করে নিচে যান এবং Show all Bookmarks ক্লিক করুন। বুকমার্ক বাটনে ক্লিক করুন Bookmarks-29 এবং লাইব্রেরী উইন্ডো ওপেন করতে Show All Bookmarks সিলেক্ট করুন।

  2. লাইব্রেরি উইন্ডোতে,এইখানে ক্লিক করুন e3f62ffc25d52f883aa490cc65d71e2d-1252097598-804-1.png Import and Backup বাটন এবং নির্ধারণ করুন Backup....

    ff17bcklib
  3. বুকমার্ক ব্যাকআপ নামক যে উইন্ডো খুলবে, সেখানে একটি জায়গা দেখিয়ে দিন যেখানে ফাইলটি সংরক্ষিত হবে , যার নাম bookmarks-"date".json ডিফল্ট অবস্থায়। ডেক্সটপটাই সাধারণত ভালো জায়গা। তবে সহজে মনে রাখার মত যেকোনো স্থানে রাখতে পারেন।
  4. বুকমার্ক json ফাইলটি সংরক্ষন করুন। বুকমার্ক ব্যাকআপ উইন্ডো বন্ধ হয়ে যাবে এবং আপনিও লাইব্রেরি উইন্ডো বন্ধ করতে পারেন।

ব্যাকআপ থেকে পুনরুদ্ধার

সতর্কতাঃ ব্যাকআপ ফাইল থেকে বুকমার্কস পুনরুদ্ধার করা হলে আপনার বর্তমান বুকমার্কের সেট মুছে ফেলা হবে।
  1. এখানে লাইব্রেরি বাটনে 57 library icon ক্লিক করুন, তারপর Bookmarks ক্লিক করুন। স্ক্রল করে নিচে যান এবং Show all Bookmarks ক্লিক করুন। বুকমার্ক বাটনে ক্লিক করুন Bookmarks-29 এবং লাইব্রেরী উইন্ডো ওপেন করতে Show All Bookmarks সিলেক্ট করুন।

  2. লাইব্রেরি উইন্ডোতে, ক্লিক করুন e3f62ffc25d52f883aa490cc65d71e2d-1252097598-804-1.png Import and Backup বাটনটিতে এবং নির্বাচন করুন Restore.

    ff17bcklib2
  3. যে ব্যাকআপ থেকে পুনরুদ্ধার করতে চান, সেটি নির্বাচন করুনঃ
    • তারিখ দেওয়াগুলি স্বয়ংক্রিয় ব্যাকআপ।
    • Choose File... এটি আপনাকে ম্যানুয়ালি ব্যাকআপ করতে দেয় (উপরে দেখুন)।
  4. একটি ব্যাকআপ নির্বাচন করার পরে, আপনার বুকমার্কগুলো পুনরুদ্ধার হয়ে যাবে। লাইব্রেরি উইন্ডো বন্ধ করে দিন।

বুকমার্কসমূহ অন্য কম্পিউটারে সরান

ফায়ারফক্স Sync ব্যবহার করে

আপনি ফায়ারফক্স Sync ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বুকমার্ক সরাতে পারেন।

দ্রষ্টব্য: ফায়ারফক্স Sync ক্রমাগত আপডেট হতে থাকে যখন আপনি বুকমার্ক চেঞ্জ করেন, টাই এটি একটি সত্যিকার ব্যাকআপ প্রদান করতে সক্ষম নয়, এবং তার জন্যে প্রস্তুতও নয়

ফায়ারফক্স Sync আপনার বুকমার্ক রাখার জন্য সর্বউত্তম পদ্ধতি (এবং অন্যান্য প্রোফাইলের তথ্য) যেসকল কম্পিউটার আপনি দেখেন তাদের সুসংগত করার জন্য। দেখুন কিভাবে ফায়ারফক্স সিঙ্ক সেটাপ করব? আরও তথ্যের জন্য এবং কিভাবে ফায়ারফক্স সিঙ্ক সেটাপ করব? এটি স্থাপনের জন্য নির্দেশাবলী দেখুন।

একটি বুকমার্ক ব্যাকআপ ফাইল ব্যবহার করে

আপনি এক কম্পিউটার এর ব্যাকআপ ফাইল চাইলে অন্য কম্পিউটারেও ব্যবহার করতে পারেন। এটা উপকারী যখন আপনি কোন কারণে দুইটি কম্পিউটার এর মধ্যে Sync করতে ইচ্ছুক নন।

বুকমার্ক ব্যাকআপ ফাইল হতে পারে ম্যানুয়াল ব্যাকআপ (উপরে দেখুন) অথবা কোন একটি স্বয়ংক্রিয় তারিখওলা ব্যাকআপ ফাইল যার অবস্থান Firefox profile folder bookmarkbackups ফোল্ডারে । ব্যাকআপ ফাইলটিকে কোন স্থানান্তর করার মাধ্যমে রাখুন (যেমনঃ ফ্ল্যাশ ড্রাইভ) এবং কপি করুন অন্য কম্পিউটার এর ডেস্কটপে (অথবা যেকোনো জায়গায়)। এরপরে আপনি চাইলে ফায়ারফক্স লাইব্রেরি উইন্ডো ব্যবহারকরে ব্যাকআপ ফাইল পুনরুদ্ধার করতে পারেন Choose File... অপশন, যেভাবে উপরে বলা আছেব্যাকআপ থেকে পুনরুদ্ধার উপরে দেখুন।