সমস্যার সমাধানের জন্য Firefox এর পছন্দ পুনরায় ঠিক করুন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 61802
  • নির্মিত:
  • রচয়িতা: Hossain Al Ikram
  • মন্তব্য: work in progress
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

ফায়ারফক্সের সমস্যার সমাধানের জন্য, প্রেফারেন্স (জুম করা , ট্যাব , গোপনীয়তা , নেটওয়ার্ক , এনক্রিপশন , ডাউনলোডের সিদ্ধান্ত ইত্যাদি )পুনরায় ঠিক করা ,সমস্যার সমাধানের ক্ষেত্রে অনেকগুলো উপায়ের মধ্যে একটি যা সমস্যা সমাধানে সাহায্যকারি হতে পারে । সেফ মোডব্যবহার করে কীভাবে প্রেফারেন্স পুনঃনির্ধারন করতে হয় , তা এই নিবন্ধটি বলে দিবে ।

পছন্দসমুহ পুনরায় ঠিক করার উপায়: New Fx Menuমেনু বাটনে ক্লিক করুন, Help-29 হেল্পে ক্লিক করুন

New Fx Menuমেনু বাটনে ক্লিক করুন, Help-29 হেল্পে ক্লিক করুন এবং Restart with Add-ons Disabled... নির্বাচন করুন। Firefox সেফ মোড ডায়লগ নিয়ে শুরু হবে।
নোট: আপনি Firefox শুরু করার সময় shift কী চেপে ধরে সেফ মোডে Firefox শুরু করতে পারেন।কী চেপে ধরুন option Firefox খোলা পর্যন্ত। Firefox বন্ধ করুন এবং তারপর আপনার Terminal এ: firefox -safe-mode কোড চালান,
আপনাকে Firefox ইনস্টলেশন পাথ উল্লেখ করে দিতে হতে পারে (e.g. /usr/lib/firefox)

  1. Click to put a check mark by Reset all user preferences to Firefox defaults.

    89a0533be70261469542ad18a5b0fa00-1259976432-945-1.png


    89a0533be70261469542ad18a5b0fa00-1256947708-467-1.png
  2. To apply your changes, click Make Changes and Restart.

Firefox will restart with your preference settings changed back to the defaults.

প্রেফারেন্স (জুম করা , ট্যাব , গোপনীয়তা , নেটওয়ার্ক , এনক্রিপশন , ডাউনলোডের সিদ্ধান্ত ইত্যাদি ) পুনরায় ঠিক করা ,সমস্যার সমাধানের ক্ষেত্রে অনেকগুলো উপায়ের মধ্যে একটি যা সমস্যা সমাধানে সাহায্যকারি হতে পারে ।এটি করার দুটি উপায় আছে - ফায়ারফক্সকে ডিফল্ট অবস্থায় ফেরত আনা অথবা ফায়ারফক্সের প্রেফারেন্স ফাইল মুছে ফেলা । আমরা দুটি উপায় নিয়েই আলোচনা করব ।

সমাধান ১: ফায়ারফক্সকে ডিফল্ট অবস্থায় ফেরত আনুন

দ্রষ্টব্য: যখন রিফ্রেশ ফিচার ব্যবহার করবেন, আপনার বুকমার্ক, ব্রাউজিং ইতিহাস, খোলা ট্যাব , উইন্ডো, পাসওয়ার্ড, কুকি এবং ওয়েব ফর্মে স্বয়ংক্রিয় পূর্ণ হওয়া তথ্য সংরক্ষণ করা হবে। যদিও, আপনার এক্সটেনশন এবং থিম মুছে ফেলা হবে এবং আপনার পছন্দ রিসেট করা হবে। যদিও, আপনার এক্সটেনসন এবং থিম মুছে ফেলা হবে এবং আপনার পছন্দসমূহ রিসেট করা হবে।
  1. যদি আপনি Firefox এ এই পেজ দেখেন তাহলে সরাসরি Firefox রিফ্রেশ করুন বাটনে ক্লিক করুন।
    যদি আপনি অন্য ব্রাউজারে থাকেন অথবা মোবাইল ডিভাইসে থাকেন তাহলে এটা কাজ করবে না।
    • আপনি Firefox এর about:support Troubleshooting Information পাতার উপরের ডান কোণে Refresh টি বাটন পাবেন।
  2. চালিয়ে যেতে, কনফার্মেশন উইন্ডোর Refresh Firefox বাটনে ক্লিক করুন।
  3. Firefox বন্ধ হয়ে যাবে এবং রিফ্রেশ হবে। শেষ হওয়ার পর, একটি উইন্ডোতে নিয়ে আসা তথ্যগুলোর তালিকা দেখা যাবে। Finish বাটনে ক্লিক করুন। Firefox চালু হবে।

লক্ষ্য করুন: যদি স্বাভাবিকভাবে Firefox চালু করতে না পারেন, তবে Firefox Safe Mode উইন্ডোতেও Refresh Firefox বাটন রয়েছে।creating a new profile and transferring your important data to the new profile আপনি এটার সাহায্যে ম্যানুয়াল রিফ্রেশও করতে পারেন

সমাধান ২: ফায়ারফক্সের প্রেফারেন্স ফাইল মুছে ফেলুন

New Fx Menuমেনু বাটনে ক্লিক করুন, Help-29 হেল্পে ক্লিক করুন

New Fx Menuমেনু বাটনে ক্লিক করুন, Help-29 হেল্পে ক্লিক করুন এবং Restart with Add-ons Disabled... নির্বাচন করুন। Firefox সেফ মোড ডায়লগ নিয়ে শুরু হবে।
নোট: আপনি Firefox শুরু করার সময় shift কী চেপে ধরে সেফ মোডে Firefox শুরু করতে পারেন।কী চেপে ধরুন option Firefox খোলা পর্যন্ত। Firefox বন্ধ করুন এবং তারপর আপনার Terminal এ: firefox -safe-mode কোড চালান,
আপনাকে Firefox ইনস্টলেশন পাথ উল্লেখ করে দিতে হতে পারে (e.g. /usr/lib/firefox)

  1. Click to put a check mark by Reset all user preferences to Firefox defaults.

    89a0533be70261469542ad18a5b0fa00-1259976432-945-1.png


    89a0533be70261469542ad18a5b0fa00-1256947708-467-1.png
  2. আপনার পরিবর্তন প্রয়োগ করতে, click Make Changes and Restart.

Firefox will restart with your preference settings changed back to the defaults.

  1. Fx57menuমেনু বাটনে ক্লিক করে Help হেল্প-এ ক্লিক করুন এবং Troubleshooting Information নির্বাচন করুন। মেনু Help হতে, Troubleshooting Information নির্বাচন করুন। ট্রাবলশুটিং ইনফরমেশন ট্যাব খুলবে।

    • Application Basics এর নিচে Open FolderShow in FinderOpen Directory এ ক্লিক করুন। আপনার প্রোফাইলসহ একটি উইন্ডো খুলবে।আপনার প্রোফাইল ফোল্ডারটি খুলবে।
    দ্রষ্টব্যঃ আপনি যদি Firefox চালু বা ব্যবহার করতে না পারেন তবে Finding your profile without opening Firefox দেখুন।
  2. মেনু New Fx Menuবাটনে ক্লিক করুন এবং তারপর ExitQuitClose 29 এ ক্লিক করুন।

    Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Exit এ ক্লিক করুন। স্ক্রিনের উপর Firefox মেনুতে ক্লিক করুন, তারপর Quit Firefox এ ক্লিক করুন। Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Quitক্লিক করুন।

  3. prefs.js ফাইলটি বের করুন এবং মুছে ফেলুন ।(অথবা পুরাতন ফাইলটিকে ব্যাকআপ হিসেবে রাখতে এটির নাম পরিবর্তন করুন যেমন prefs.jsOLD )। আপনি যদি একটির বেশি prefs.js.moztmp এই ফাইল অথবা user.js এই ফাইল দেখেন ,তাহলে এসব ফাইল মুছে ফেলুন ( অথবা নাম পরিবর্তন করে ফেলুন) ।
  4. আপনি এখন প্রোফাইল ফোল্ডার বন্ধ করতে পারেন এবং ফায়ারফক্স চালু করতে পারেন ।