Firefox এর সার্চ এবং হোম পেজে প্রদর্শিত টুলবার মুছে ফেলা

এই নিবন্ধটি আপনাকে আপনার কোন অপ্রয়োজনীয় থার্ডপার্টি টুলবার (যেমনঃ আস্ক, সার্চকিউ, মাইস্টাট, ইনক্রেডিবার, সিসার্চ, সমোটো, সুইটইম, ইউ টরেন্ট) Firefox থেকে অপসারণ করতে এবং পূর্বের ডিফল্ট সার্চ ইঞ্জিন, নুতন ট্যাব এবং নীড়পাতা ঠিক করতে সাহায্য করবে। বেবিলন টুলবার মুছে ফেলতে How to remove the Babylon toolbar, home page and search engine in Firefox দেখুন।

  • যদি আপনি Firefox থেকে শুধু মাত্র সার্চ ইঞ্জিন অপসারণ করতে চান তাহলে,

Add or remove a search engine in Firefox নিবন্ধটি দেখুন।

কিভাবে এটা হয়েছে?

কোন থার্ড-পার্টি সফটওয়্যার প্রদানকারী আপনার সার্চ, নতুন ট্যাব এবং নীড়পাতা সেটিংস পরিবর্তন করতে পারে অথবা Firefox অন্য কোন সমস্যা তৈরী করতে পারে। যখন আপনি কোন ওয়েবসাইট প্রদর্শন কালে ইন্সটল বাটনে ক্লিক করেন তখন এইসব টুলবার Firefox এর সাথে যুক্ত হয়ে যায় অথবা যখন আপনি যখন কোন সফটওয়্যারের ইনস্টল করেন যার সাথে Firefox এর টুলবার ইনস্টল হয়। তাই যখন আপনি কোন সফটওয়্যার হালনাগাদ বা ইন্সটল করবেন, তখন একটু লক্ষ্য রাখবেন এবং এসব অবান্তর টুলবার অপশন ও বান্ডিল সফটওয়্যার বন্ধ করে রাখবেন।


আমি কিভাবে এটা সমাধান করব?

দ্রষ্টব্য: Refresh Firefox ফিচার আপনার প্রয়োজনীয় তথ্য সংরক্ষিত রেখে Firefox কে প্রাথমিক অবস্থায় ফিরিয়ে নেওয়ার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করতে পারে। দীর্ঘ ও জটিল ট্রাবলশুটিং পদ্ধতি অবলম্বন করার আগে এটি চেষ্টা করে দেখতে পারেন।

টুলবার অপসারণ করার জন্য Add-on Manager ব্যাবহার করুন

বেশিরভাগ ক্ষেত্রে, থার্ড-পার্টি টুলবার গুলো Add-on Manager এর এক্সটেনশন তালিকা থেকে মুছা যায়, এভাবে:

  1. মেনু বাটনে "Fx57menu" ছবি বিদ্যমান নয়।New Fx Menu ক্লিক করুন এবং Add-onsFx57Addons-icon Add-ons পছন্দ করুন। অ্যাড-অন ব্যবস্থাপনা ট্যাব খুলবে।

  2. অ্যাড-অন ম্যানেজার ট্যাবে Extensions প্যানেলটি নির্বাচন করুন।
  3. আপনি যে টুলবার মুছতে চান তা নির্বাচন করুন।
  4. Remove বাটনে ক্লিক করুন।
  5. যদি Restart now আসে তাহলে তা ক্লিক করুন। আপনার ট্যাব সংরক্ষিত হবে এবং পুনরায় চালু হবার পর পুনঃস্থাপন হয়ে যাবে।


যদি আপনি টুলবারটি Add-on Manager থেকে অপসারণ করতে না পারেন, তাহলে সেটা "Disable" অপশনের মাধ্যমে বন্ধ করে দিন, অথবা এটা দেখুন add-on আনইন্সটল করতে পারছেন না

ডিফল্ট সার্চ সেটিংস এবং নীড়পাতা পুনঃস্থাপন

আপনার টুলবারটি মুছে ফেলার পর Firefox সার্চ সেটিংস পুনঃস্থাপন, ডিফল্ট নতুন ট্যাব এবং নীড়পাতা পুনঃস্থাপন করতে হতে পারে। আপনি খুব সহজে তা এখানে থেকে শিখতে পারেন SearchReset add-on

অন্যান্য সমাধান

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন