রিমিক্স বাটন কীভাবে কাজ করে?

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 76414
  • নির্মিত:
  • রচয়িতা: Rashik Ishrak Nahian
  • মন্তব্য: Initial review done
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

ওয়েবমেকারে তৈরি করা সব কিছুই রিমিক্স করা যায়। তার মানে আপনি পুরো প্রজেক্টের গোড়ায় গিয়ে তা আবার সম্পাদনা করতে পারবেন, যেমনটি এর মূল সম্পাদক করেছেন। এটাকে "ফর্কিং" বলে, কারণ আপনি একটি শাখা সংস্করণ তৈরি করছেন, যা পরিবর্তন সাধিত হওয়ার পর আপনার নিজের বলে গণ্য হবে।

আপনি যদি কোন একটি মেক দেখেন এবং সেটি রিমিক্স করতে চান, তাহলে প্রজেক্টের উপরের ডান কোণায় সবুজ রঙের remix বাটনে ক্লিক করুন।

Webmaker remix button

আপনি মাউস পয়েন্টারটি থাম্বনেইলের উপর নিয়ে remix ক্লিক করে ওয়েবমেকারের গ্যালারি টাইলস থেকেও সরাসরি কোন মেককে রিমিক্স করতে পারবেন।

webmaker remix tile

রিমিক্স করার আরেকটি সহজ উপায় হচ্ছে ওয়েবমেকার টুল্স দিয়ে বানান যে কোন কিছুর ইউআরএল এ অ্যাড /রিমিক্স যোগ করে দেয়া।

এটা কী করে?

রিমিক্সকৃত প্রজেক্ট একটি হুবহু নকল তৈরি করে। পরবর্তী বার সেভ বাটনে ক্লিক করলে , আপনার মেক এর তালিকায় সংগ্রহ হবে , আপনার রিমিক্স বাটনে ক্লিক করার পর যা যা পরিবর্তন করেছেন টা সহ ।

এটা এতো চমৎকার কেন?

যে জিনিসটা ইন্টারনেটকে এর আগেকার অন্যান্য গণমাধ্যমের তুলনায় বৈপ্লবিক করে তুলেছে, রিমিক্স তারই একটি অংশ। কোন জিনিসের গভীরে গিয়ে এর কাজের প্রকৃতি দেখা এবং উন্নতিসাধনই ওয়েবকে সমাজ সংস্কারের একটি অনন্যসাধারণ ও শক্তিশালী হাতিয়ারে পরিণত করেছে ।

ওয়েবমেকারে তৈরি করা কোন কিছু যদি আপনার মনে হয় অন্য ভাবে করা দরকার, তবে আপনি এটিকে রিমিক্স করে আরো সুন্দর করে তুলতে পারবেন। আপনি অন্য কারো কাজের উপর পরামর্শও করতে পারেন। আপনি কাজটা অন্যভাবে কীভাবে করতেন, তা মুখে না বলে করে " দেখিয়ে" দিতে পারবেন।