Refresh Firefox - অ্যাড-অন ও সেটিংস রিসেট করুন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 171773
  • নির্মিত:
  • রচয়িতা: Mim Ahmed
  • মন্তব্য: need some work for final
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

এই ফিচারটি ডেস্কটপ অথবা ল্যাপটপের Firefox এর জন্য প্রযোজ্য।

আপনি যদি ফায়ারফক্স নিয়ে সমস্যার সম্মুখীন হন, রিফ্রেশ আপনাকে সাহায্য করতে পারে। ফায়ারফক্স রিফ্রেশ সুবিধাটি আপনার গুরুত্বপূর্ণ তথ্য যেমন বুকমার্ক ওপেন ট্যাব এগুলো সংরক্ষণ করে ফায়ারফক্সকে ডিফল্ট অবস্থায় নিয়ে ফায়ারফক্সের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে।
Important: Extensions এক্সটেনশন এবং এক্সটেনশন তথ্য সরিয়ে ফেলা হয়েছে ।

Firefox রিফ্রেশ করুন

  1. যদি আপনি Firefox এ এই পেজ দেখেন তাহলে সরাসরি Firefox রিফ্রেশ করুন বাটনে ক্লিক করুন।
    যদি আপনি অন্য ব্রাউজারে থাকেন অথবা মোবাইল ডিভাইসে থাকেন তাহলে এটা কাজ করবে না।
    • আপনি Firefox এর about:support Troubleshooting Information পাতার উপরের ডান কোণে Refresh টি বাটন পাবেন।
  2. চালিয়ে যেতে, কনফার্মেশন উইন্ডোর Refresh Firefox বাটনে ক্লিক করুন।
  3. Firefox বন্ধ হয়ে যাবে এবং রিফ্রেশ হবে। শেষ হওয়ার পর, একটি উইন্ডোতে নিয়ে আসা তথ্যগুলোর তালিকা দেখা যাবে। Finish বাটনে ক্লিক করুন। Firefox চালু হবে।

লক্ষ্য করুন: যদি স্বাভাবিকভাবে Firefox চালু করতে না পারেন, তবে Firefox Safe Mode উইন্ডোতেও Refresh Firefox বাটন রয়েছে।creating a new profile and transferring your important data to the new profile আপনি এটার সাহায্যে ম্যানুয়াল রিফ্রেশও করতে পারেন

এই রিফ্রেশ সুবিধাটি কী করে?

আপনার ফায়ারফক্সের সকল সেটিং এবং ব্যাক্তিগত তথ্যসমূহ profile folder সংরক্ষণ করা হয়ে থাকে। রিফ্রেশ সুবিধাটি আপনার জন্য একটি নতুন প্রোফাইল ফোল্ডার তৈরী করে এবং সাথে সাথে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ সংরক্ষণ করে রাখে।

Add-ons সাধারণত Firefox প্রোফাইল ফোল্ডারের ভিতরে সংরক্ষিত থাকে, যেমন extensions এবং themes, অপসারণ করা হবে। Add-ons যেগুলো অন্যান্য স্থানে সংরক্ষিত থাকে , যেমন plugins, সেগুলো সরানো হবে না কিন্তু কোন পরিবর্তিত পছন্দ (যেমন যেসকল plugins আপনার নিষ্ক্রিয় করা আছে)) পুনরায় সেট করা হবে।

Firefox নিম্নোক্ত অনুচ্ছেদগুলো সংরক্ষণ করবে:

  • বুকমার্কসমূহ
  • ব্রাউজিং এবং ডাউনলোড ইতিহাস
  • পাসওয়ার্ডসমূহ
  • খোলা উইন্ডোগুলো, ট্যাবগুলো এবং ট্যাবগ্রুপ
  • কুকিজসমূহ
  • ওয়েবের ফরমগুলো স্বয়ংক্রিয়ভাবে পূরণের তথ্যসমূহ
  • ব্যাক্তিগত অভিধান

এই বিষয়বস্তু এবং সেটিংগুলো মুছে ফেলা হবে:

  • Extensions and themes,
  • ওয়েবসাইট এর অনুমতিগুলো
  • গুরুত্বপূর্ণ পরিবর্তিত পছন্দসমূহ
  • Added search engines
  • ডোম স্টোরেজ
  • প্লাগিন সেটিংস
  • ব্যাবহারকারির স্টাইল (chrome subfolder containing userChrome and/or userContent CSS files, যদি পূর্বে তৈরি করা থাকে ।)

আপনার পূর্বের ফায়ারফক্স প্রোফাইলটি ডেক্সটপ "Old Firefox Data" ফোল্ডার এর মধ্যে সংরক্ষণ করা হয় । যদি reset refresh আপনার সমস্যার সমাধান না করে তাহলে আপনি কিছু ইনফর্মেশন যেগুলো সংরক্ষণ করা হইনি copying files to the new profile that was created এর মাধ্যমে পুনরূদ্ধার করতে পারেন। আপনার যদি এই ফোল্ডার টির আর প্রয়োজন না হয় তাহলে আপনি এটি ডিলিট করে দিতে পারেন কারন এটির মধ্যে অনেক সংবেদনশীল তথ্য থাকে ।


আর্টিকেলটি অন্য সকল Firefox support আর্টিকেল এর মত স্বেচ্ছাসেবীদের মাধ্যমে আপনাদের কাছে নিয়ে আসা হয়েছে যারা Mozilla কে স্বাধীন এবং উন্মুক্ত রাখে। অবাধে ব্রাউজ করুন!