থান্ডারবার্ড প্রোফাইল

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 62121
  • নির্মিত:
  • রচয়িতা: Nandita
  • মন্তব্য: pertially complete
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

Thunderbird saves personal information such as messages, passwords and user preferences in a set of files called a "profile", which is stored in a separate location from the Thunderbird program files. While it is possible to have multiple profiles, most users just use the single default (see Use multiple profiles in Thunderbird for more information).

প্রোফাইল কি?

থান্ডারবার্ডে, প্রোফাইল আইটেম দুটি প্রধান সেট সঞ্চয় করবে। প্রথম, এটি আপনার স্থানীয় মেইল সঞ্চয় করে,এবং যে সব বার্তা মেইল সার্ভারে আছে তা কপি করে (depending on your account configuration)। দ্বিতীয়ত, এটা থান্ডারবার্ড ব্যবহার করার সময় আপনার কোনো পরিবর্তন সঞ্চয় করবে (for example, changes to account settings and changes to the toolbar).

যখন আপনি থান্ডারবার্ড ইনস্টল করবেন এটি একটি প্রোফাইল তৈরি করবে যাকে "ডিফল্ট" বলা হয়। এই প্রফাইলটি যদি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার করা না হয় তবে আপনি আপনি প্রোফাইল ম্যানেজারকে জানাতে পারেন এবং একটি নতুন প্রফাইল তৈরি করতে পারেন।

কোথায় আমার প্রফাইল সংরক্ষিত হয়?

প্রোফাইল ফাইল থান্ডারবার্ড প্রোগ্রাম ফাইল থেকে আলাদাভাবে সংরক্ষণ করা হয়ে থাকে। প্রোগ্রাম ফাইল স্ট্যাটিক এবং যা পরিবর্তন করা যাবে না (except when you upgrade the Thunderbird application version)। কারন আমরা প্রফাইল সংরক্ষণ করে রাখি এবং প্রোগ্রাম ফাইল আলাদাভাবে থাকবে, আপনি থান্ডারবার্ড আনইনস্টল করতে পারেন আপনার বার্তা এবং সেটিংস না হারিয়ে, এবং যদি থান্ডারবার্ডে আপডেটে কিছু ভুল থাকে আপনার তথ্য এখনও পাওয়া যাবে। এছাড়াও আপনি আপনার তথ্য মুছে ফেল্লে বা একটি সমস্যার সমাধান করার জন্য থান্ডারবার্ড পুনরায় ইনস্টল করতে হবে না।

প্রতিটি প্রফাইলটি একটি প্রোফাইল ফোল্ডারে আপনার হার্ড ড্রাইভে সংরক্ষণ করে রাখে। ফোল্ডারের নাম নিম্নলিখিত কনভেনশন ব্যবহার করে করা হয়:

<random_string>.<profile_name>

...যেখানে "<random_string>" এলোমেলোভাবে আট ডিজিটের উত্পন্ন থান্ডারবার্ড এবং "<profile_name>" আপনি যে নামটি প্রফাইলে দিয়েছেন। ফোল্ডার অবস্থান অপারেটিং সিস্টেম অনুযায়ী পরিবর্তিত হবে (and whether or not you specified a non-default location when you created the profile):

প্রোফাইলের অবস্থান সংক্ষিপ্ত

উইন্ডোস (see below for screenshots and full details):

%APPDATA%\Thunderbird\Profiles\xxxxxxxx.default\.	 
  • %APPDATA% is shorthand for the C:\Users\<username>\AppData\Roaming\ folder (Windows 7/Vista) or the C:\Documents and Settings\<username>\Application Data\ folder (Windows XP/2000), which depends on your Windows user account name.

Mac OS X(see below for screenshots and full details):

~/Library/Thunderbird/Profiles/xxxxxxxx.default/.	
  • The tilde character (~) refers to the current user's Home folder, so ~/Library is the /Macintosh HD/Users/<username>/Library folder.

Linux(see below for screenshots and full details):

~/.thunderbird/xxxxxxxx.default/.

কিভাবে আপনার প্রোফাইল খুজে পাবেন

If you are having difficulty finding the location of your profile:

  1. মেনু Help | Troubleshooting Information খুলুন।
  2. লাইনটি খুঁজুন যাকে Profile Directory নামে বলা হয় Application Basics' টেবিলে।
  3. বাটনে Open Containing FolderShow in Finder ক্লিক করুন।

If you are having difficulty finding the location of your profile, use the following instructions to search your filesystem:

উইন্ডো ভিস্তা এবং ৭

  1. উইন্ডো বাটনে Start ক্লিক করুন এবং টাইপ করুন %APPDATA%\Thunderbird\Profiles\ in the Search box at the bottom of the Start menu, without pressing Enter. A list of profiles will appear at the top of the Start menu.

    Win7 Start Menu Profile folder

  2. যেকোনো একটি প্রোফাইলে ক্লিক করুন (e.g. xxxxxxxx.default) এটি উইন্ডোস এক্সপ্লরে খুলতে।

    Thunderbird Profiles Folder

উইন্ডোস ২০০০ এবং এক্সপি

  1. উইন্ডোস বাটনে Start ক্লিক করুন, এবং নির্বাচন করুন Run...
  2. টাইপ করুন %APPDATA%\Thunderbird\Profiles\ then click OK.
  3. উইন্ডোস এক্সপ্লর একটি ফোল্ডার খুলবে যা আপনার প্রোফাইল কে চালাবে।
  4. আপনার প্রোফাইল ফোল্ডার খুলতে ডাবল ক্লিক করুন (e.g. the xxxxxxxx.default folder).

ম্যাক এ

  1. খুলুন Finder এবং আপনার হোম ফোল্ডারে যান (which is usually the name of your Mac user account).
  2. আপনার হোম ফোল্ডার থেকে খুলুন /Library/, তারপর /Thunderbird/, then /Profiles/। আপনার প্রোফাইল ফোল্ডারটি এই ফোল্ডারটির ভিতর থাকবে।


ab167bec686b081a25849c98d6bf9ea7-1265843917-281-1.jpg

লিনাক্সে (Ubuntu)

  1. Click the Places menu on the top right of the screen and select Home Folder. A File Browser window will appear.
  2. Click the View menu and select Show Hidden Files if it isn't already checked.
  3. Double click the folder marked .thunderbird. Your profile folder is within this folder.

একটি প্রোফাইল ব্যাক আপ

আপনার প্রোফাইল ব্যাক আপ করতে, প্রথম থান্ডারবার্ড বন্ধ করুন যদি এটি খোলে এবং তারপর অন্য কোনো স্থানে প্রোফাইল ফোল্ডারে কপি করুন।

  1. থান্ডারবার্ড বন্ধ করুন।
  2. আপনার প্রোফাইল ফোল্ডার চিহ্নিত করুন, উপরের যেভাবে ব্যাখ্যা করা আছে।
  3. আপনার প্রোফাইল এর ফোল্ডার উপরে এক স্তর ওপরে যান, i.e. to %APPDATA%\Mozilla\Thunderbird\Profiles\~/Library/Thunderbird/Profiles/~/.mozilla/Thunderbird/
  4. রাইট-ক্লিক করুনকি চেপে ধরুন Ctrl যখন আপনি ক্লিক করবেন আপনার প্রোফাইল ফোল্ডারে (e.g. xxxxxxxx.default), এবং নির্বাচন করুন Copy
  5. রাইট-ক্লিক করুনকি চেপে ধরুন Ctrl যখন আপনি ক্লিক করবেন ব্যাক আপ অবস্থানে (e.g. a USB-stick or a blank CD-RW disc), এবং নির্বাচন করুন Paste item

Restoring a profile backup

  1. Shut down Thunderbird.
  2. If your existing profile folder and profile backup folder have the same name, simply replace the existing profile folder with the profile backup, then start Thunderbird.
    Important: The profile folder names must match exactly for this to work, including the random string of 8 characters. If the names do not match or if you are restoring a backup to a different location, follow the steps below.

Restoring to a different location

If the profile folder names do not match or if you want to move or restore a profile to a different location, do the following:

  1. Completely close Thunderbird, as explained above.
  2. Use the Thunderbird Profile Manager to create a new profile in your desired location, then exit the Profile Manager.
    Note: If you just installed Thunderbird on a new computer, you can use the default profile that is automatically created when you first run Thunderbird, instead of creating a new profile.
  3. Locate the backed up profile folder on your hard drive or backup medium (e.g., your USB-stick).
  4. Open the profile folder backup (e.g., the xxxxxxxx.default backup).
  5. Copy the entire contents of the profile folder backup, such as the mimeTypes.rdf file, prefs.js file, bookmarkbackups folder, etc.
  6. Locate and open the new profile folder as explained above and then close Thunderbird (if open).
  7. Paste the contents of the backed up profile folder into the new profile folder, overwriting existing files of the same name.
  8. Start Thunderbird.

Moving a profile

Occasionally, you might want to move a profile or tell Thunderbird to use a profile stored in another location.

  1. Shut down Thunderbird.
  2. Move the profile folder to the desired location. For example, on Windows XP, move the profile from C:\Documents and Settings\[username]\Application Data\Thunderbird\Profiles\xxxxxxxx.default to D:\Stuff\MyMailProfile. (If you are reverting to a backed up profile, this step isn't necessary. Just note the current location of the profile you want to restore.)
  3. Open up the profiles.ini file in a text editor. The file is located in the application data folder for Thunderbird:
    • On Windows 7/Vista/XP/2000, the path is %AppData%\Thunderbird\
    • On Windows 95/98/Me, the path is usually C:\WINDOWS\Application Data\Thunderbird\
    • লিনাক্সে, পাথটি হবে ~/.thunderbird/
    • ম্যাকে ওএস এক্স, পাথটি হবে ~/Library/Thunderbird/
  4. ফাইলের মধ্যে profiles.ini , প্রফাইলটি জন্য এন্ট্রি সনাক্ত করুন যেখানে আপনি প্রোফাইলটি মুভ করছেন। Change the Path= line to the new location.
  5. If you switch from a relative path to a non-relative path, the direction of the slashes may need to change. For example, in Windows, non-relative paths use backslashes, whereas relative ones use forward slashes. Change IsRelative=1 to IsRelative=0.
  6. সংরক্ষণ করুন profiles.ini এবং পুনরায় থান্ডারবার্ড শুরু করুন।

আরও দেখুন