Firefox এ প্রোফাইল তৈরি ও মুছে ফেলার জন্য প্রোফাইল ম্যানেজার ব্যবহার করুন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 58787
  • নির্মিত:
  • রচয়িতা: Nandita
  • মন্তব্য: pertially complete
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

ফায়ারফক্স আপনার ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করে যেমন বুকমার্ক, পাসওয়ার্ড, এবং ব্যবহারকারী পছন্দের ফাইল এর একটি সেট profile,যা ফায়ারফক্স প্রোগ্রাম ফাইল থেকে একটি পৃথক স্থানে সংরক্ষণ করা হয় । আপনার একাধিক ফায়ারফক্স প্রোফাইল থাকতে পারে, প্রত্যেকটা ই আলাদা ভাবে বাবহারকারির তথ্য সংগ্রহ করে। প্রোফাইল ম্যানেজার আপনাকে প্রোফাইল তৈরি ,মুছেফেলা, নাম পরিবর্তন করা, এবং আবার প্রোফাইলে ফিরে আসার অনুমতি দেয়।

নোট: সাধারনত আপনাকে সাধারণত একটি নতুন ফায়ারফক্স প্রোফাইল তৈরি করতে হবে না, যদি না আপনি ফায়ারফক্সের সাথে একটি নির্দিষ্ট সমস্যা সমাধান করেন।
নোট: Refresh Firefox ফিচার আপনার প্রয়োজনীয় তথ্য সংরক্ষিত রেখে Firefox কে প্রাথমিক অবস্থায় ফিরিয়ে নেওয়ার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করতে পারে। দীর্ঘ ও জটিল ট্রাবলশুটিং পদ্ধতি অবলম্বন করার আগে এটি চেষ্টা করে দেখতে পারেন।

প্রোফাইল ম্যানেজার শুরু

গুরুত্বপূর্ণ: প্রোফাইল ম্যানেজার শুরু করার পূর্বে, ফায়ারফক্স সম্পূর্ণ ভাবে বন্ধ করে নিতে হবে।
  1. মেনু New Fx Menuবাটনে ক্লিক করুন এবং তারপর ExitQuitClose 29 এ ক্লিক করুন।

    Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Exit এ ক্লিক করুন। স্ক্রিনের উপর Firefox মেনুতে ক্লিক করুন, তারপর Quit Firefox এ ক্লিক করুন। Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Quitক্লিক করুন।

  2. চাপুন Windows Key + R (উইন্ডোজ Start বাটনে ক্লিক করুন এবং উইন্ডোজ এক্সপি Run... নির্বাচন করুন)।
  3. রান ডায়ালগ বাক্সে,টাইপ করুন :
    firefox.exe -p
  4. ক্লিক OK করুন।
নোট: যদি প্রোফাইল ম্যানেজার উইন্ডো কাজ না করে,আপনাকে ফায়ারফক্স প্রোগ্রামের সম্পূর্ণ পাথ উল্লেখ করে দেয়ার প্রয়োজন হতে পারে, উদ্ধৃতিচিহ্নের মধ্যে; উদাহরণস্বরূপ:
  • 32-বিট উইন্ডোজ এ : "C:\Program Files\Mozilla Firefox\firefox.exe" -p
  • 64-বিট উইন্ডোজ এ : "C:\Program Files (x86)\Mozilla Firefox\firefox.exe" -p
  1. মেনু New Fx Menuবাটনে ক্লিক করুন এবং তারপর ExitQuitClose 29 এ ক্লিক করুন।

    Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Exit এ ক্লিক করুন। স্ক্রিনের উপর Firefox মেনুতে ক্লিক করুন, তারপর Quit Firefox এ ক্লিক করুন। Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Quitক্লিক করুন।

  2. নেভিগেট /Applications/Utilitiesকরতে । এপ্লিকেশন টার্মিনাল খুলুন।
  3. টার্মিনাল এপ্লিকেশনে এ ,নিচের কোডটি লিখুন:
    /Applications/Firefox.app/Contents/MacOS/firefox-bin -p
  4. চাপুন Return

যদি ফায়ারফক্স ইতিমধ্যে আপনার লিনাক্স ডিস্ট্রিবিউশনের মধ্যে অন্তর্ভুক্ত করা থাকে অথবা যদি আপনি লিনাক্স ডিস্ট্রিবিউশনের প্যাকেজ ম্যানেজার দিয়ে ফায়ারফক্স ইনস্টল করে থাকেন :

  1. মেনু New Fx Menuবাটনে ক্লিক করুন এবং তারপর ExitQuitClose 29 এ ক্লিক করুন।

    Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Exit এ ক্লিক করুন। স্ক্রিনের উপর Firefox মেনুতে ক্লিক করুন, তারপর Quit Firefox এ ক্লিক করুন। Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Quitক্লিক করুন।

  2. কোডটি টার্মিনালেরান করুন:
    firefox -P

6e2d77cd857fa24e876097c4af69a4a9-1260152566-432-1.png6e2d77cd857fa24e876097c4af69a4a9-1238101167-976-1.jpg

যদি প্রোফাইল ম্যানেজার উইন্ডো না খুলে, ফায়ারফক্স চলমান থাকবে,যদিও এটা দেখা যাবে না।ফায়ারফক্সের সব পেজগুলো বন্নধ করুন অথবা কম্পিউটার পুনরায় আরম্ভ করুন এবং আবার চেষ্টা করে দেখুন।

একটি প্রোফাইল তৈরি করা

  1. প্রোফাইল উইজার্ড শুরু করার জন্য, প্রোফাইল ম্যানেজারে Create Profile... ক্লিক করুন।
  2. ক্লিক করুন Next এবং প্রোফাইলে নাম লিখুন।বর্ণনামূলক একটি প্রোফাইলের নাম ব্যবহার করুন,যেমন আপনার নিজের নাম। এই নামটি ইন্টারনেটে উন্মুক্ত করা হয় না।

    6e2d77cd857fa24e876097c4af69a4a9-1260153527-579-1.png


    6e2d77cd857fa24e876097c4af69a4a9-1238101167-976-2.jpg
  3. আপনি নিজেও ঠিক করতে পারেন আপনার কম্পিউটারে কোথায় আপনি আপনার প্রোফাইলটি রাখতে চান।কোথায় প্রোফাইল রাখতে চান তা ঠিক করতে, ক্লিক Choose Folder...করুন।
    সতর্কবাণী:যদি আপনি নিজের ফোল্ডাররে অবস্থান ঠিক করে থাকেন, তাহলে একটি নতুন বা খালি ফোল্ডার নির্বাচন করুন. আপনি একটি খালি ফোল্ডার না নিয়ে থাকেন এবং আপনি পরে প্রোফাইলটি মুছে ফেলুন এবং "ডিলিট ফাইল" অপশনটি নির্বাচন করুন, যে ফোল্ডারের ভিতরে সবকিছু মুছে ফেলা হবে।
  4. নতুন প্রোফাইল তৈরি করতে, ক্লিক FinishDoneকরুন।

একটি প্রোফাইল মুছেফেলতে

  1. প্রোফাইল ম্যানেজারে , প্রোফাইলটি নির্বাচন করুন মুছেফেলতে,এবং ক্লিকDelete Profile...করুন।
  2. নিশ্চিত করুন যে আপনি প্রোফাইলটি মুছেফেলতে চান:

    6e2d77cd857fa24e876097c4af69a4a9-1260152566-432-4.png


    6e2d77cd857fa24e876097c4af69a4a9-1238101167-976-3.jpg
    • প্রোফাইল ম্যানেজার Don't Delete Files থেকে প্রফাইলটি সরিয়ে ফেলুন যাতে আপনার কম্পিউটারে স্টোরেজ ফোল্ডারে প্রোফাইল ডাটা ফাইল অপরিবর্তিত থাকে, যাতে আপনার তথ্য হারিয়ে না যায়। এটি "Fils মুছে ফেলবেন না" আপনার পছন্দের অপশন কারন এটা পুরানো প্রোফাইল ফোল্ডার সংরক্ষণ করে এবং যদি আপনি একটি নতুন প্রোফাইল পুনরুদ্ধার করতে পারবেন।
    • Delete Files removes the profile and its files, including the profile bookmarks, settings, passwords, etc.
      Warning: If you use the "Delete Files" option, the profile folder and files will be deleted. This action cannot be undone.
    • Cancel interrupts the profile deletion.

একটি প্রোফাইলের নাম পরিবর্তন করতে

  1. In the Profile Manager, select the profile to rename, and then click Rename Profile....
  2. Enter the new name for the profile. Type in the new profile name, and click on OK.
    • Note: The folder containing the files for the profile is not renamed.

Options

ওয়ার্ক অফলাইন

Choosing this option loads the selected profile and starts Firefox without connecting to the Internet. You can view previously viewed web pages and experiment with your profile.

Don't ask at startup

If you have multiple profiles, Firefox prompts you for the profile to use each time you start Firefox. Select this option to allow Firefox to load the selected profile without prompting at startup.

  • To access other profiles after selecting this option, you must start the Profile Manager first.

Moving a profile

To copy all of your Firefox data and settings to another Firefox installation (e.g. when you get a new computer), you need to make a backup of your Firefox profile, then restore it in your new location.

Recovering information from an old profile

If you have important information from an old Firefox profile, such as bookmarks, passwords, or user preferences, you can transfer that information to a new Firefox profile by copying the associated files.