ব্যক্তিগত ব্রাউজিং- আপনি যে সকল সাইট ব্রাউজ করেন তার কোন তথ্য সংরক্ষণ না করেই ব্রাউজ করুন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 38423
  • নির্মিত:
  • রচয়িতা: Ashickur Rahman
  • মন্তব্য: শেষ করলাম
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

আপনি যখন ব্রাউজ করেন, ফায়ারফক্স আপনার অনেক তথ্য মনে রাখে: আপনি যে সকল সাইট দেখেছেন, আপনি যেসকল ফাইল ডাউনলোড করেছেন, এবং আরো। এমন সময় আসতে পারে, যখন আপনি চান না আপনার কম্পিউটারের অন্য সকল ব্যবহারকারী এই সকল তথ্য দেখতে পারুক, যেমন জন্মদিনের উপহার কেনার সময়।

আপনি যেসকল ওয়েব সাইট এবং পৃষ্ঠা দেখেছেন তার কোন তথ্য সংরক্ষণ না করে ইন্টারনেট ব্রাউজ করা সুবিধা ব্যক্তিগত ব্রাউজিং আপনাকে দিবে। ব্যক্তিগত ব্রাউজিং করার সময় কোন তথ্য সংরক্ষিত হবে না তা এই নিবন্ধ থেকে জানতে পারবেন এবং এটি ব্যবহার করার পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করবে।

সতর্কতা: ব্যক্তিগত ব্রাউজিং আপনাকে ইন্টারনেটে ছদ্মনামী করবে না। আপনি কী ব্রাউজ করেছেন তা আপনার ইন্টারনেট সেবা প্রদানকারী, নিয়োগকর্তা অথবা সাইটগুলো বলতে পারবে। ব্যক্তিগত ব্রাউজিং আপনাকে কিলগার অথবা স্পাই ওয়্যার থেকে রক্ষা করতে পারবে না।

ব্যক্তিগত ব্রাউজিং কী সংরক্ষণ করে না?

  • ব্রাউজ করা পৃষ্ঠা: ইতিহাস মেনুর তালিকায় কোন সাইট যুক্ত হবে না, লাইব্রেরি উইন্ডো তালিকা, অথবা জটিল বার ঠিকানা তালিকা।
  • ফর্ম এবং অনুসন্ধান বারের তথ্য: আপনি কোন ওয়েব পৃষ্ঠার টেকস্ট বক্সে অথবা অনুসন্ধান বারে যা লিখেন না কেন তা ফর্ম স্বয়ংসম্পূর্ণ করার জন্য তা সংরক্ষিত হবে না।
  • পাসওয়ার্ড সমূহ: কোন নতুন পাসওয়ার্ড সংরক্ষিত হবে না।
  • ডাউনলোডকৃত ফাইলের তালিকা: ব্যক্তিগত ব্রাউজিং বন্ধ করে দিলে ডাউনলোড উইন্ডো তে ডাউনলোডকৃত ফাইলের কোন তালিকা দেখাবে না।
  • কুকি: আপনি যে সকল ওয়েব সাইট ব্রাউজ করেছেন তার তথ্য যেমন সাইটের পছন্দ, লগিন অবস্থা, এবং এডবি ফ্লাস প্লেয়ারের মতন প্লাগিন্স সমূহ কী তথ্য ব্যবহার করছে কুকি তা সংরক্ষণ করেন। কোন তৃতীয় পক্ষ কুকি ব্যবহার করে আপনার উপর নজর রাখতে পারে। নজর রাখা সম্পর্কে আরো জানতে, Do Not Track সুবিধাটি চালু করার পদ্ধতি দেখুন।
  • ওয়েব ক্যাশ ফাইল: ইন্টারনেটের অস্থায়ী ফাইল অথবা ওয়েব পৃষ্ঠার ক্যাশ ফাইল সংরক্ষিত হবে না।
  • ব্রাউজ করা পৃষ্ঠা: ইতিহাস মেনুর তালিকায় কোন সাইট যুক্ত হবে না, লাইব্রেরি উইন্ডো তালিকা, অথবা জটিল বার ঠিকানা তালিকা।
  • ফর্ম এবং অনুসন্ধান বারের তথ্য: আপনি কোন ওয়েব পৃষ্ঠার টেকস্ট বক্সে অথবা অনুসন্ধান বারে যা লিখেন না কেন তা ফর্ম স্বয়ংসম্পূর্ণ করার জন্য তা সংরক্ষিত হবে না।
  • পাসওয়ার্ড সমূহ: কোন নতুন পাসওয়ার্ড সংরক্ষিত হবে না।
  • ডাউনলোডকৃত ফাইলের তালিকা: ব্যক্তিগত ব্রাউজিং বন্ধ করে দিলে ডাউনলোড উইন্ডো তে ডাউনলোডকৃত ফাইলের কোন তালিকা দেখাবে না।
  • কুকি: আপনি যে সকল ওয়েব সাইট ব্রাউজ করেছেন তার তথ্য যেমন সাইটের পছন্দ, লগিন অবস্থা, এবং এডবি ফ্লাস প্লেয়ারের মতন প্লাগিংস সমূহ কী তথ্য ব্যবহার করছে কুকি তা সংরক্ষণ করেন। কোন তৃতীয় পক্ষ কুকি ব্যবহার করে আপনার উপর নজর রাখতে পারে। নজর রাখা সম্পর্কে আরো জানতে, Do Not Track সুবিধাটি চালু করার পদ্ধতি দেখুন।
  • ক্যাশেজমাকৃত ওয়েব বিষয়বস্তু এবং অফলাইন ওয়েব বিষয়বস্তু এবং ব্যবহারকারীর তথ্য: কোন অস্থায়ী ইন্টারনেট ফাইল (ক্যাশেজমাকৃত ফাইল) অথবা অফলাইনে ব্যবহার করার জন্য ওয়েব সাইট যে ফাইল সংরক্ষণ করে তা সংরক্ষিত হবে না।
দ্রব্যষ্ট:
  • ব্যক্তিগত ব্রাউজিং ব্যবহার করার সময় আপনি যদি নতুন বুকমার্ক তৈরি করেন, ব্যক্তিগত ব্রাউজিং বন্ধ করলেও তা মুছে যাবে না।
  • ব্যক্তিগত ব্রাউজিং ব্যবহার করার সময় আপনি যদি নতুন কোন ফাইল সংরক্ষণ করেন, ব্যক্তিগত ব্রাউজিং বন্ধ করলেও তা মুছে যাবে না। যদি, আপনি যদি আলাদা কোন এপ্লিকেশন ব্যবহার করে কোন ফাইল ওপেন করেন তাহলে তা সিস্টেমের অস্থায়ী ফোল্ডার থেকে মুছে যাবে, এবং ডাউনলোড তালিকায় কোন ফাইল দেখা যাবে না।

আমি কিভাবে নতুন ব্যক্তিগত ব্রাউজিং উইন্ডো খুলব?

ব্যক্তিগত ব্রাউজিং উইন্ডো খোলার ২ টি উপায় আছে।

নতুন একটি খুলুন, খালি ব্যক্তিগত উইন্ডো

  • ফায়ারফক্স উইন্ডোর শুরুতে, ফাইল মেনুতে ক্লিক করুন এবং নতুন ব্যক্তিগত উইন্ডোনির্বাচন করুন। নতুন ব্যক্তিগত উইন্ডো চালু হবে।
    fx20 new private window - file menu
    ফায়ারফক্স উইন্ডোর শুরুতে, ফায়ারফক্স বাটন ক্লিক করুন এবংনতুন ব্যক্তিগত উইন্ডো নির্বাচন করুন। নতুন ব্যক্তিগত উইন্ডো চালু হবে।
    New Private Window Fx20 Win7
    মেনুবার এ, ফাইল মেনুতে ক্লিক করুন এবং নতুন ব্যক্তিগত উইন্ডোনির্বাচন করুন। নতুন ব্যক্তিগত উইন্ডো চালু হবে।

    New Private Window Fx20 Mac
    ফায়ারফক্স উইন্ডোর শুরুতে, ফাইল মেনুতে ক্লিক করুন এবং নতুন ব্যক্তিগত উইন্ডোনির্বাচন করুন। নতুন ব্যক্তিগত উইন্ডো চালু হবে।
    New Private Window Fx20 Lin
  • মাউসের ডান বাটনে ক্লিক করুনক্লিক করার সময় Control চেপে ধরুন যেকোন লিংকে এবং কনটেস্ট মেনু থেকে ব্যক্তিগত ব্রাউজিং এ লিংক খুলুন নির্বাচন করুন। আপনার নির্বাচিত লিংক সহ একটি নতুন ব্যক্তিগত ব্রাউজিং উইন্ডো খুলবে।
    Link in Private Window Fx20 WinXPLink in Private Window Fx20 Win7Link in Private Window Fx20 MacLink in Private Window Fx20 Lin
জরুরি: যখন ব্যক্তিগত ব্রাউজিং মুডে থাকবে, উইন্ডো শিরোনাম (ব্যক্তিগত ব্রাউজিং) দেখাবে এবং সেখানে বন্ধ করার বাটনের নিচে বেগুনি রঙের ব্যক্তিগত ব্রাউজিং মুখোশ থাকবে। আপনার আরো একটি উইন্ডো চালু থাকবে যা ব্যক্তিগত ব্রাউজিং উইন্ডো নয়। যখন ব্যক্তিগত ব্রাউজিং মুডে থাকবে, ফায়ারফক্স বাটন বেগুনি হবে। আপনার আরো একটি উইন্ডো চালু থাকবে যা ব্যক্তিগত ব্রাউজিং উইন্ডো নয়।যখন ব্যক্তিগত ব্রাউজিং মুডে থাকবে, উইন্ডো শিরোনাম (ব্যক্তিগত ব্রাউজিং) দেখাবে এবং সাথে বেগুনি রঙের ব্যক্তিগত ব্রাউজিং মুখোশ থাকবে। আপনার আরো একটি উইন্ডো চালু থাকবে যা ব্যক্তিগত ব্রাউজিং উইন্ডো নয়।যখন ব্যক্তিগত ব্রাউজিং মুডে থাকবে, উইন্ডো শিরোনাম (ব্যক্তিগত ব্রাউজিং) দেখাবে এবং ফাইল মেনুর নিচে সাথে বেগুনি রঙের ব্যক্তিগত ব্রাউজিং মুখোশ দেখাবে। আপনার আরো একটি উইন্ডো চালু থাকবে যা ব্যক্তিগত ব্রাউজিং উইন্ডো নয়।

Normal - Private Fx20 WinXPNormal - Private Fx20 Win7Normal - Private Fx20 MacNormal - Private Fx20 Lin

আমি ব্যক্তিগত ব্রাউজিং কিভাবে চালু করব?

ব্যক্তিগত ব্রাউজিং চালু করতে:

  1. ফায়ারফক্স উইন্ডোর শুরুতে, ফায়ারফক্স বাটনে ক্লিক করুন (উইন্ডোজ এক্সপিতেটুল মেনু ) এবং ব্যাক্তিগত ব্রাউজিং শুরু করুননির্বাচন করুন।মেনু বারে, টুল মেনু ক্লিক করুন এবং ব্যাক্তিগত ব্রাউজিং শুরু করুননির্বাচন করুন।ফায়ারফক্স উইন্ডোর শুরুতে, টুল মেনু ক্লিক করুন এবং ব্যাক্তিগত ব্রাউজিং শুরু করুননির্বাচন করুন।
    Private Browsing Win1


    Private Browsing Mac1

    Private Browsing Lin1
  2. আপনি যখন ব্যক্তিগত ব্রাউজিং শুরু করেন, ফায়ারফক্স আপনাকে সতর্ক করে যে এটি আপনার বর্তমান উইন্ডো এবং ট্যাব মনে রাখবে যাতে ব্যক্তিগত ব্রাউজিং শেষ করে আপনি এগুলো আবার ব্যবহার করতে পারেন। চালিয়ে যেতে ব্যাক্তিগত ব্রাউজিং শুরু করুন এ ক্লিক করুন।

    Private Browsing Win2


    Private Browsing Mac2

    Private Browsing Lin2
    • ব্যক্তিগত ব্রাউজিং শুরু করার সময় যদি আপনি এই বার্তাটি দেখতে না চান তাহলে "এই বার্তা টি আর দেখাবেন না" এর পাশের বক্সটি চেক করুন।
  3. আপনি ব্যক্তিগত ব্রাউজিং এ আছে তা নিশ্চিৎ করতে ব্যক্তিগত ব্রাউজিং এর তথ্য আপনার সামনে আসবে।Private Browsing Win3Private Browsing Mac3Private Browsing Lin3

যখন ব্যক্তিগত ব্রাউজিং মুডে ব্রাউজ করছেন, ফায়ারফক্স এর উইন্ডো শিরোনাম থাকবে (ব্যক্তিগত ব্রাউজিং) ফায়ারফক্স বাটন বেগুনি হয়ে যাবে (উইন্ডোজ এক্সপি'র জন্য উইন্ডো শিরোনাম থাকবে (ব্যক্তিগত ব্রাউজিং))

আমি কিভাবে ব্যক্তিগত ব্রাউজিং বন্ধ করব?

একটি ব্যক্তিগত ব্রাউজিং সেশন বন্ধ করতে:

  1. ফায়ারফক্স উইন্ডোর শুরুতে, ফায়ারফক্স বাটনে ক্লিক করুন (উইন্ডোজ এক্সপিতেটুল মেনু) ব্যক্তিগত ব্রাউজিং বন্ধ করুননির্বাচন করুন। মেনুবারে, টুল মেনুতে ক্লিক করুন এবংব্যক্তিগত ব্রাউজিং বন্ধ করুন নির্বাচন করুন।ফায়ারফক্স উইন্ডোর শুরুতে, টুল মেনুতে ক্লিক করুন এবংব্যক্তিগত ব্রাউজিং বন্ধ করুন নির্বাচন করুন।
    Private Browsing Win4


    Private Browsing Mac4

    Private Browsing Lin4
  2. আপনি যে সকল উইন্ডো এবং ট্যাব ব্যবহার করছেন সেখানে ব্যক্তিগত ব্রাউজিং লেখা থাকেবে, এবং আপনি স্বাভাবিক ভাবেই ফায়ারফক্স চালাতে পারবেন। যখন ব্যক্তিগত ব্রাউজিং বন্ধ থাকবে তখন ফায়ারফক্স উইন্ডো শিরোনামে (ব্যক্তিগত ব্রাউজিং) লেখা থাকবে না। ফায়ারফক্স বাটন আবার কমলা হয়ে যাবে (উইন্ডোজ এক্সপিতে ফায়ারফক্স উইন্ডো শিরোনামে (ব্যক্তিগত ব্রাউজিং) লেখা থাকবে না)

আমি কিভাবে সব সময় ফায়ারফক্স ব্যক্তিগত ব্রাউজিং এ চালু করতে পারি?

পছন্দসমূহপছন্দসমূহ উইন্ডো এ একটি সেটিংস আছে যা সয়ংক্রিয় ভাবে প্রতিবার ফায়ারফক্স শুরু করার সময় ব্যক্তিগত ব্রাউজিং সচল করে দেয়।

আপনি যদি এই উপায়ে ব্যক্তিগত ব্রাউজিং এ ঢুকেন, ফায়ারফক্সের শিরোনাম (ব্যক্তিগত ব্রাউজিং) বলবে না, ফায়ারফক্স বাটন বেগুনি হবে না (উইন্ডোজ এক্সপি, ফায়ারফক্স শিরোনাম(ব্যক্তিগত ব্রাউজিং) বলবে না) কিন্তু ফায়ারফক্স উপরে বর্ণিত ভাবে কোন ইতিহাস মনে রাখবে না।
  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন।
  2. Privacy & Security প্যানেল নির্বাচন করুন এবং History সেকশনে যান।

  3. Firefox will, এ ড্রপ-ডাউন মেনুতে গিয়ে Use custom settings for history সেট করুন।
    Fx60HistorySettings-UseCustomFx63CustomHistory
  4. সব সময় ব্যক্তিগত ব্রাউজিং মোড ব্যবহার করুন চেক বক্স টি চেক করে দিন।Private Browsing Win5 Fx7Private Browsing Mac5Private Browsing Lin5
  5. 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে।
দ্রষ্টব্য: আপনি যদি এ উপায়ে ব্যক্তিগত ব্রাউজিং চালু করেন, ফায়ারফক্সের শিরোনাম (ব্যক্তিগত ব্রাউজিং) বলবে না এবং বেগুনি মুখোশ থাকবে না কিন্তু ফায়ারফক্স উপরে বর্ণিত ভাবে কোন ইতিহাস মনে রাখবে না।দ্রষ্টব্য: আপনি যদি এ উপায়ে ব্যক্তিগত ব্রাউজিং চালু করেন, ফায়ারফক্স বাটন বেগুনি হবে না কিন্তু ফায়ারফক্স উপরে বর্ণিত ভাবে কোন ইতিহাস মনে রাখবে না।
  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন।
  2. গোপনীয়তা প্যানেল নির্বাচন করুন।
  3. ফায়ারফক্স: তে কখনই ইতিহাস মনে রাখবে নানির্বাচন করুন।
    Never Remember History WinXPNever Remember History Win7Never Remember History MacNever Remember History Lin
  4. এই সুবিধা চালু করতে ফায়ারফক্স কে পুনরায় চালু করতে হবে এমন বার্তা পাবেন আপনি। ঠিক আছে বাটনে ক্লিক করুন এবং ফায়ারফক্স চিরস্থায়ী ভাবে ব্যক্তিগত মুডে চালু হবে।