পপ-আপ ব্লকের সেটিং, ব্যাতিক্রমসমূহ এবং সমস্যাকালীন সমাধান
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 58602
- নির্মিত:
- রচয়িতা: Safwan Rahman
- মন্তব্য: Updated
- পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
- পর্যালোচনা অবস্থা:
- পর্যালোচনা করেছেন: ashickurnoor
- Is approved? হ্যাঁ
- বর্তমান সংস্করণ? হ্যাঁ
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
এই নিবন্ধটি পপ-আপ নিয়ন্ত্রণের জন্য ফায়ারফক্সের সকল সেটিং বর্ননা করে।
সূচীপত্র
পপ-আপ কী?
পপ-আপ উইন্ডো অথবা পপ-আপ হল এমন একটি উইন্ডো যা আপনার অনুমতি ছাড়াই চলে আসে। তারা বিভিন্ন আকারের কিন্তু তারা সাধারণত সম্পূর্ণ স্ক্রিন ভরে থাকে না। কিছু পপ-আপ ফায়ারফক্স উইন্ডোর উপরে খুলে, কিন্তু অন্যদিকে অন্যান্য গুলো ফায়ারফক্সের ঠিক নিচে চলে আসে (পপ-আন্ডার)।
কন্টেন্ট প্যানেল OptionsPreferences উইন্ডো এর মাধ্যমে ফায়ারফক্স আপনাকে পপ-আপ ও পপ-আন্ডার উভয়ই নিয়ন্ত্রণ করতে দেয়। পপ-আপ ব্লক স্বয়ংক্রিয়ভাবে চালু থাকে, সুতরাং ফায়ারফক্সে এগুলো চলে আসা থেকে রক্ষা পেতে আপনাকে পপ-আপ ব্লক চালু করা নিয়ে চিন্তা করতে হবে না।
যখন একটি পপ-আপ ব্লক করা হয়, ফায়ারফক্স একটি তথ্য বার দেখায় (যদি এটি পূর্বেই বন্ধ না করা হয়ে থাকে - নিচে দেখুন) এবং লোকেশন বারে আরও একটি আইকন দেখাবে।
"Popup1 29 Lin" ছবি বিদ্যমান নয়।
যখনই আপনি তথ্য বারের
বাটনটি অথবা লোকেশন বারের আইকনটি ক্লিক করবেন, তখনই নিচের পছন্দগুলো সহ একটি মেনু দেখাবে:- (show the blocked pop-up)
পাপ-আপ ব্লকের সেটিং
পপ-আপ ব্লকের সেটিং এ প্রবেশ করতে হলে:
- মেনু বাটনে
ক্লিক করে নির্বাচন করুন।
-
প্যানেল নির্বাচন করুন।
বিষয়বস্তুটির প্যানেলে:
- Block pop-up windows: পপ আপ ব্লকারকে নিষ্ক্রিয় করতে এটি আনচেক করুন।
-
ডাইলগটিতে নিচের পছন্দগুলো রয়েছে:- Allow: একটি ওয়েবসাইটকে ব্যাতিক্রম তালিকা যোগ করতে এটিতে ক্লিক করুন।
- Remove Site: একটি ওয়েবসাইটকে ব্যাতিক্রম তালিকা হতে বাদ দিতে এটিতে ক্লিক করুন।
- Remove All Sites: সকল ওয়েবসাইটকে ব্যাতিক্রম তালিকা হতে বাদ দিতে এটিতে ক্লিক করুন।
: এটি হল ওয়েবসাইটের লিস্ট যেগুলোকে আপনি পপ আপ প্রদর্শন করার সম্মতি প্রদান করেছেন।
পপ-আপ ব্লক হচ্ছে না
পপ-আপটি কি ফায়ারফক্স হতে আসছে?
পপ-আপটি আসলে হয়ত ফায়ারফক্স হতে আসছে না। উইন্ডো এর ধরন হতে আপনি বুঝতে পারবেন কোথায় হতে পপ-আপটি আসছে।
- আপনি যদি পপ-আপ উইন্ডোটি লোকেশন বারে ছোট বুকমার্ক স্টারটি সহ দেখতে পান, তাহলে সেই পপ-আপটি ফায়ারফক্স হতে আসছে। উইন্ডোজ ৭ এর জন্য আরেকটি ভাল নির্দেশনা হল উইন্ডোর উপরের বাম কোনে ফায়ারফক্সের লোগো অথবা কমলা বাটন থাকা। লিনাক্স এর জন্য আরেকটি ভাল নির্দেশনা হল, যদি আপনি "- Mozilla Firefox" লেখাটা টাইটেল বারের শেষ অংশে দেখতে পান।
- আপনি যদি তা না দেখেন, আপনার কম্পিউটারে হয়ত ম্যালওয়্যার রয়েছে যেগুলো পপ-আপগুলোর জন্য দায়ী। আরও তথ্যের জন্য, ম্যালওয়্যার দ্বারা সৃষ্ট ফায়ারফক্স এর সমস্যাগুলো সমাধান করুন দেখুন।
- আপনি যদি পপ-আপ উইন্ডোতেসাইট চিহ্নিত করার বাটন সহ লোকেশন বার দেখেন (একটি গ্লোব, প্যাডলক অথবা সতর্কতার ত্রিভুজ), তাহলে এই পপ-আপ ফায়ারফক্স থেকে আসছে।
- আপনি যদি তা না দেখেন, আপনার কম্পিউটারে হয়ত ম্যালওয়্যার রয়েছে যেগুলো পপ-আপগুলোর জন্য দায়ী। আরও তথ্যের জন্য, ম্যালওয়্যার দ্বারা সৃষ্ট ফায়ারফক্স এর সমস্যাগুলো সমাধান করুন দেখুন।
পপ-আপ ব্লকার কি চালু এবং এই ওয়েবসাইটটির জন্য তা কি সক্রিয়?
- মেনু বাটনে
ক্লিক করে নির্বাচন করুন।
- প্যানেল নির্বাচন করুন।
- Block pop-up windows চেকবাক্সটি চেক করা হয়েছে কিনা তা নিশ্চিত করুন।
- Block pop-up windows এর ডান পাশে, বোতামটি ক্লিক করুন.একটি ডায়লগ আসবে যেটি দেখাবে যে সকল ওয়েবসাইট পপ-আপ দেখাতে সম্মতিপ্রাপ্ত।
- যে সাইটটি পপ-আপ দেখাচ্ছে সে সাইটটি যদি লিস্টটিতে থাকে,তাহলে সেটিকে নির্বাচন করুন এবং চাপুন।
- ক্লিক করুনClose the Allowed Sites - Pop-ups window.
- 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে। .
একটি মাউসের ক্লিক অথবা কি চাপার পরই কি পপ-আপ দেখাচ্ছে?
যদিও পপ-আপ ব্লকার চালু থাকে কিছু ক্ষেত্রে, যেমন ক্লিক করা অথবা একটি বাটন চাপা এর মাধ্যমেও ছোটো ছোটো অনেক পপ আপ তৈরী হতে পারে । এটি হল এই জন্যে যে যেহেতু ওয়েবসাইটকে কাজ করতে হবে সেহেতু ফায়ারফক্স তা ব্লক করে না।
এটি কি আসলেই পপ-আপ উইন্ডো?
কিছু সময় বিজ্ঞাপন উইন্ডোর মত করে তৈরী করা হয়, কিন্তু আসলে সেগুলো পপ-আপ না। ফায়ারফক্স পপ-আপ ব্লকার এই সকল বিজ্ঞাপন ব্লক করতে পারে না।