পপ-আপ ব্লকের সেটিং, ব্যাতিক্রমসমূহ এবং সমস্যাকালীন সমাধান

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 121486
  • নির্মিত:
  • রচয়িতা: Modhurima Chowdhury Proma
  • মন্তব্য: পরিবর্তন হয়েছে
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

এই নিবন্ধটি পপ-আপ নিয়ন্ত্রণের জন্য ফায়ারফক্সের সকল সেটিং বর্ননা করে।

পপ-আপ কী?

পপ-আপ উইন্ডো অথবা পপ-আপ হল এমন একটি উইন্ডো যা আপনার অনুমতি ছাড়াই চলে আসে। তারা বিভিন্ন আকারের কিন্তু তারা সাধারণত সম্পূর্ণ স্ক্রিন ভরে থাকে না। কিছু পপ-আপ ফায়ারফক্স উইন্ডোর উপরে খুলে, কিন্তু অন্যদিকে অন্যান্য গুলো ফায়ারফক্সের ঠিক নিচে চলে আসে (পপ-আন্ডার)।

কন্টেন্ট প্যানেল OptionsPreferences উইন্ডো এর মাধ্যমে ফায়ারফক্স আপনাকে পপ-আপ ও পপ-আন্ডার উভয়ই নিয়ন্ত্রণ করতে দেয়। পপ-আপ ব্লক স্বয়ংক্রিয়ভাবে চালু থাকে, সুতরাং ফায়ারফক্সে এগুলো চলে আসা থেকে রক্ষা পেতে আপনাকে পপ-আপ ব্লক চালু করা নিয়ে চিন্তা করতে হবে না।

যখন একটি পপ-আপ ব্লক করা হয়, ফায়ারফক্স একটি তথ্য বার দেখায় (যদি এটি পূর্বেই বন্ধ না করা হয়ে থাকে - নিচে দেখুন) এবং লোকেশন বারে আরও একটি আইকন দেখাবে। pop-up-icon-win pop-up-icon-macPopup-blocked.png

Popup1 29 WinPopup1 29 Mac"Popup1 29 Lin" ছবি বিদ্যমান নয়।

যখনই আপনি তথ্য বারের OptionsPreferences বাটনটি অথবা লোকেশন বারের আইকনটি ক্লিক করবেন, তখনই নিচের পছন্দগুলো সহ একটি মেনু দেখাবে:

পপ-আপ ব্লককরন কিছু ওয়েবসাইটের বাঁধা হতে পারে: কিছু ব্যাংকের ওয়েবসাইটসহ আরো কিছু ওয়েবসাইট, গুরুত্বপূর্ণ সুবিধার জন্য পাপ-আপ ব্যাবহার করে থাকে। সকল পাপ-আপ বন্ধ করা সেসকল সুবিধা বন্ধ করে দেয়। অন্য সকল ওয়েবসাইটকে বাদ দিয়ে নির্দিষ্ট কিছু ওয়েবসাইটকে পপ-আপ ব্যাবহার করতে দেওয়ার জন্য, আপনি নির্দিষ্ট কিছু ওয়েবসাইটকে সম্মতি প্রদান করা ওয়েবসাইটের লিস্টে যোগ করতে পারেন
পপ-আপ ব্লক সবসময় কাজ করে না: যদিও ফায়ারফক্স বেশিরভাগ পপ-আপ ব্লক করে থাকে, কিছু ওয়েবসাইট বিশেষ পদ্ধতিতে পপ-আপ দেখিয়ে থাকে, এমনকি ব্লক করা থাকলেও।

পাপ-আপ ব্লকের সেটিং

পপ-আপ ব্লকের সেটিং এ প্রবেশ করতে হলে:

  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন।
  2. {menu Content প্যানেল নির্বাচন করুন।

    pop-up options 38
  3. Pop-up এর নীচের বিষয়বস্তু প্যানেলে:
  • pop-up blocker একসাথে বন্ধ করতে Block pop-up windows এর পরবর্তী বক্সটি আনচেক করুন ।
  • Exceptions… এ একটি ক্লিকের সাথে আপনি যে সাইটগুলো পপ-আপে দেখাতে চান তার লিস্ট একটি ডায়লগ বক্সে এসে যাবে।
  • এই ডায়লগ বক্সটি আপনাকে এসব প্রস্তাব দিবে :

    Allowpopupsites
Allow ব্যতিক্রম তালিকা থেকে একটি ওয়েবসাইট যোগ করার জন্য এই বাটনে ক্লিক করুন।
Remove Site: ব্যতিক্রম তালিকা থেকে একটি ওয়েবসাইট সরাতে এটি ক্লিক করুন।
Remove All Sites: ব্যতিক্রম তালিকা থেকে সকল ওয়েবসাইট সরাতে এটি ক্লিক করুন।
Note:পপ-আপগুলি ব্লক সবসময় কাজ নাও করতে পারে এবং কিছু ওয়েবসাইটের সাথে হস্তক্ষেপ করতে পারে। আরো তথ্যের জন্য দেখুন ,পপ-আপগুলি ব্লক সবসময় কাজ নাও করতে পারে এবং কিছু ওয়েবসাইটের সাথে হস্তক্ষেপ করতে পারে।

পপ-আপ ব্লক হচ্ছে না

পপ-আপটি কি ফায়ারফক্স হতে আসছে?

পপ-আপটি আসলে হয়ত ফায়ারফক্স হতে আসছে না। উইন্ডো এর ধরন হতে আপনি বুঝতে পারবেন কোথায় হতে পপ-আপটি আসছে।

 * আপনি যদি পপ-আপ উইন্ডোটির লোকেশন বারে Site Identity button (a globe, padlock or warning triangle)Site Info button button দেখতে পান,এই pop-up টি ফায়ারফক্স থেকে আসছে।
Popup2 29 WinPopup2 29 MacPopup2 29 Lin

পপ-আপ ব্লকার কি চালু এবং এই ওয়েবসাইটটির জন্য তা কি সক্রিয়?

  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন।
  2. Content প্যানেল নির্বাচন করুন।
  3. Block pop-up windows চেকবাক্সটি চেক করা হয়েছে কিনা তা নিশ্চিত করুন।
  4. Block pop-up windows এর ডান পাশে, Exceptions... বোতামটি ক্লিক করুন.একটি ডায়লগ আসবে যেটি দেখাবে যে সকল ওয়েবসাইট পপ-আপ দেখাতে সম্মতিপ্রাপ্ত।
  5. যে সাইটটি পপ-আপ দেখাচ্ছে সে সাইটটি যদি লিস্টটিতে থাকে,তাহলে সেটিকে নির্বাচন করুন এবং Remove Site চাপুন।
  6. Close ক্লিক করুনClose the Allowed Sites - Pop-ups window.
  7. 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে। .
  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন।
  2. Content প্যানেল নির্বাচন করুন।
  3. Block pop-up windows চেকবাক্সটি চেক করা হয়েছে কিনা তা নিশ্চিত করুন।
  4. Block pop-up windows এর ডান পাশে, Exceptions... বোতামটি ক্লিক করুন.একটি ডায়লগ আসবে যেটি দেখাবে যে সকল ওয়েবসাইট পপ-আপ দেখাতে সম্মতিপ্রাপ্ত।
  5. যে সাইটটি পপ-আপ দেখাচ্ছে সে সাইটটি যদি লিস্টটিতে থাকে,তাহলে সেটিকে নির্বাচন করুন এবং Remove Site চাপুন।
  6. Save changes এ ক্লিক করুন আপনার আপডেট পরিবর্তন করতে।
  7. 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে।

একটি মাউসের ক্লিক অথবা কি চাপার পরই কি পপ-আপ দেখাচ্ছে?

যদিও পপ-আপ ব্লকার চালু থাকে কিছু ক্ষেত্রে, যেমন ক্লিক করা অথবা একটি বাটন চাপা এর মাধ্যমেও ছোটো ছোটো অনেক পপ আপ তৈরী হতে পারে । এটি হল এই জন্যে যে যেহেতু ওয়েবসাইটকে কাজ করতে হবে সেহেতু ফায়ারফক্স তা ব্লক করে না।

এটি কি আসলেই পপ-আপ উইন্ডো?

কিছু সময় বিজ্ঞাপন উইন্ডোর মত করে তৈরী করা হয়, কিন্তু আসলে সেগুলো পপ-আপ না। ফায়ারফক্স পপ-আপ ব্লকার এই সকল বিজ্ঞাপন ব্লক করতে পারে না।

মজিলা জরিপ

যখন আপনি একটি মজিলা ওয়েবসাইট ভিজিট করেন, তখন মাঝে মাঝে আপনি দেখেবেন একটি পপ-আপ একটি সমীক্ষায় অংশ করার জন্য আপনাকে জিজ্ঞাসা করছে। এই SurveyGizmo একটি থার্ড পার্টি যেটি মজিলা সর্বদা সমীক্ষার জন্য ব্যাবহার করে, যেটি যা আমাদের আইনি এবং গোপনীয়তা দল দ্বারা পরীক্ষা করা হয়েছে। ফায়ারফক্স পপ-আপ ব্লকার এই পপ আপগুলি ব্লক করে না।