Permissions Manager - কিছু নির্দিষ্ট ওয়েবসাইটকে পাসওয়ার্ড সংরক্ষণ, কুকিজ সেট অ অন্যান্য কাজ করার সম্মতি প্রদান করুন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 80596
  • নির্মিত:
  • রচয়িতা: Safwan Rahman
  • মন্তব্য: doing
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

বিভিন্ন ওয়েবসাইটকে প্রদান করা নানা ধরনের সম্মতি খুঁজে পেতে সমস্যা হয় বলে ফায়ারফক্স এর Permissions Manager সুবিধাটি সকল বিষয় এক স্থানে সংগ্রহ করে রাখে। আপনি একটি নির্দিষ্ট সাইটের অনুমতি পরিবর্তন করতে পারেন বা সকল সাইটের জন্য পূর্ব নির্ধারিত সেটিং ব্যাবহার করতে পারেন। এই নিবন্ধে আপনাকে এই সম্বন্ধে বলা হয়েছে।

দ্রষ্টব্য: সুনির্দিষ্ট ওয়েবসাইটের অনুমতি যেরকম প্লাগইন চালু বা বন্ধ করার বিষয়, এগুলো সে সাইটের Page Info এর Permissions প্যানেল হতে পরিবর্তন করা যায়। আরও তথ্যের জন্য Page info উইন্ডো - যে পেজে আছেন তার কারিগরী ডিটেলস দেখুন নিবন্ধটি দেখুন।

আমি কিভাবে Permissions Manager খুলব?

Permissions Manager খুলতে হলে, ওয়েবসাইট এর ঠিকানা লেখার লোকেশন বার এ শুধুমাত্র about:permissions শব্দটি লেখুন এবং Enter চাপ দিন। আপনার বর্তমান ট্যাবটি Permissions Manager হয়ে যাবে।
Permissions Manager Win1

Permissions Manager Mac1

হাতের বাম পাশে, আপনি একটি অনুসন্ধান বার দেখতে পারবেন যেখানে আপনি যেসকল পরিদর্শন করেছেন তার তালিকা দেখতে পারবেন। ডানদিকে, সেই ওয়েবসাইটের জন্য ফায়ারফক্স কি অনুমতি সংরক্ষণ করেছে তা দেখতে পারবেন।

Permissions Manager Win2

Permissions Manager Mac2


Permissions Manager Win2 Fx14


Permissions Manager Win2 Fx25

আমি কিভাবে একটি নির্দিষ্ট ওয়েবসাইটের অনুমতি পরিবর্তন করব?

একটি নির্দিষ্ট ওয়েবসাইট নিয়ে কাজ করতে হলে, আপনাকে বাম দিকের তালিকা হতে সেই ওয়েবসাইটটি নির্বাচন করতে হবে। সহজে আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি খুঁজে পেতে আপনি সেই ওয়েবসাইটের কিছু অংশ অনুসন্ধান বারে লিখতে পারেন। যখনই আপনি একটি সাইট নির্বাচন করবেন, তখন আপনি ডানদিক হতে সেই সাইটটির সেটিং পরিবর্তন করতে পারবেন।Permissions Manager Win3Permissions Manager Mac3

  • যখন আপনি একটি নির্দিষ্ট সাইট নিয়ে কাজ করবেন, তখন আপনি Forget About This Site বাটনে ক্লিক করতে পারেন, এর ফলে ফায়ারফক্স সেই সাইটটি সম্বন্ধে যে সকল তথ্য সংরক্ষণ করেছিলো, সেই তথ্যগুলো মুছে যাবে।
    সতর্কতা: সেই সাইটের সকল ধরনের ইতিহাস যেমন (ব্রাউজিং এবং ডাউনলোডের ইতিহাস, কুকিজ, ক্যাশ, চালু থাকা লগইন, পাসওয়ার্ড, তথ্য সংরক্ষণ, কুকিজ, ছবি, পপ আপ এর ব্যাতিক্রম ) মুছে যাবে।

How do I manage the default permissions for all websites?

To manage the default permissions for all websites select All Sites from the top of the list of websites. Now the settings on the right represent the default permissions for all websites. Permissions Manager Win4Permissions Manager Mac4

What permissions can I manage?

Note: The permissions you can manage and the options for each permission differ depending on whether you are managing a single website or all websites.

The Permissions Manager gives you easy access to the following:

  • Plugins: Set whether or not Firefox automatically activates plugins on websites.
    Note: If you set Firefox to "Always Ask" to activate plugins on All Sites, you will then be able to set permissions for individual sites.
  • Fullscreen: Set whether or not websites can be displayed in full screen.