Mac এ পিডিএফ ফাইল ফাঁকা অথবা ত্রুটি বার্তা ম্যাসেজ

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 79223
  • নির্মিত:
  • রচয়িতা: Riyad
  • মন্তব্য: সম্পূর্ণ
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: ashickurnoor
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

যখন Adobe Reader হালনাগাদ অথবা ইন্সটল করা হয়, এটা ব্রাউজারে পিডিএফ ফাইল দেখার জন্য "Adobe Acrobat NPAPI Plug-in" টি ইন্সটল করে। সমস্যা হয় যে এই প্লাগিনটি ফায়ারফক্স এর মধ্যে কাজ করে না। পিডিএফ ফাইলটি ফাঁকা হতে পারে বা আপনি বার্তা দেখতে পারেন, Adobe Reader এই ব্রাউজারে নথি দেখাতে পারবেন না । এই সমস্যা কিভাবে ঠিক করতে হবে তা এখানে ব্যাখ্যা করা হবে।

  • বিল্ট ইন পিডিএফ ভিউয়ার এ পিডিএফ ফাইল দেখার সময় যদি কোন ইস্যু থাকে, Troubleshoot problems with the PDF viewer নিবন্ধটি দেখে নিন।
নোট: এই অনুচ্ছেদটি শুধুমাত্র ম্যাক কম্পিউটার এর জন্য প্রযোজ্য.

পিডিএফ ফাইল দেখার জন্য পুনরায় এই ধাপগুলো অনুসরণ করতে হবে:

  1. উপরের মেনু বারে, Firefox মেনু তে ক্লিক করতে হবে এবং Preferencesx85 নির্বাচন করতে হবে।
  2. Applications প্যানেল নির্বাচন করতে হবে।
  3. সার্চ বারে pdf টাইপ করতে হবে।
  4. তালিকার প্রতিটি কন্টেন্ট টাইপের জন্য, Action কলামের ড্রপডাউন মেনুতে ক্লিক করতে হবে এবং পূর্বরুপ ব্যবহার হতে Preview in Firefox, নির্বাচন পরিবর্তন করতে হবে (যদি ব্যবহারেযোগ্য থাকে), Adobe Reader, অথবা পিডিএফ ব্রাউজার প্লাগিন (যদি Schubert পিডিএফ প্লাগিন ব্যবহৃত হয়).
  5. পছন্দ উইন্ডো বন্ধ করতে হবে

Preview in Firefox

Reader plugin - Mac

ফায়ারফক্স এ Schubert|it PDF Browser Plugin টি দিয়েও পিডিএফ ফাইল দেখা যাবে।