Page info উইন্ডো - যে পেজে আছেন তার কারিগরী ডিটেলস দেখুন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 175082
  • নির্মিত:
  • রচয়িতা: Mim Ahmed
  • মন্তব্য: বাকি আছে
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

Firefox এর "Page Info" উইন্ডো আপনি যে পেজে আছেন ঐ পেজ সম্পর্কে প্রযুক্তিগত বিস্তারিত দিবে এবং ঐ ওয়েবসাইট সম্পর্কে বিভিন্ন ধরনের অনুমতি প্রদানে আপনার অনুমতি নিবে। "Page Info" উইন্ডো খুলতে মাউসের ডান বাটনে ক্লিক করুনক্লিক করার সময় Control চেপে ধরুন ওয়েব পেজের খালি জায়গা থেকে এবং View Page Info প্রসঙ্গ মেনু থেকে নির্বাচন করতে হবে। আপনি "Page Info" উইন্ডোটি উল্লেখিত ধাপ অনুসরণ করে খুলতে পারেন :

  1. ওয়েব পেজের বাম দিকে Site Info button ক্লিক করতে হবে খোলার জন্য Control Center
  1. ড্রপডাউন প্যানেলের ডানদিকে তীরে ক্লিক করুন ।
    Fx52ControlCenterFx60ControlCenter
  1. পরবর্তী দ্রুত সম্পন্ন করার জন্য More Information বাটনে ক্লিক করুন
    Fx52ControlCenter-MoreInfoFx60ControlCenter-MoreInfo

Page Info উইন্ডো বিভিন্ন প্যানেলে সংগঠিত আছে । প্রত্যেকটি প্যানেল নিচে বর্ণিত হল।

সূচীপত্র

সাধারণ

Fx61PageInfo-GeneralFx64PageInfo-General

জেনারেল প্যানেলে পেজ সম্পর্কে প্রাথমিক তথ্য যেমন এটার উপাধি, মূল বিষয়ের প্রকার এবং আকার, পাশাপাশি আরও পেজের উত্স থেকে তথ্য আছে।

  • Title: আপনি যে পেজ পরিদর্শন করছেন সেটি প্রদর্শন করে।
  • Address: আপনি যে পেজটি পরিদর্শন করছেন ঐ পেজের URL (Uniform Resource Locator) প্রদর্শন করে।
  • Type: আপনি যে পেজ পরিদর্শন করছেন ঐ পেজের বিষয়বস্তুর প্রকার(MIME type) প্রদর্শন করে। এই প্রকারগুলি ওয়েব সার্ভার কর্তৃক নির্ধারিত ।
  • Render Mode: পেজটি ওয়েব কোডিং এর আদর্শগুলো (Standards compliance mode) মেনেছে নাকি Firefox এটাকে নন-ষ্ট্যাণ্ডার্ড কোড (Quirks mode) এর জন্য সঙ্গতিপূর্ণভাবে প্রদর্শন করছে, সেটা দেখায়।
  • Text Encoding: কি ধরনের অক্ষর এনকোডিং পেজে ব্যবহার করা হচ্ছে সেটা দেখায়। এটি মেনু ভিউ View মেনুতে যেয়েও পরিবর্তন করা যায়।
  • Size: পেজের সাইজ কিলোবাইট (এবং বাইট) হিসাবে দেখায়।
  • Modified: পেজটিতে সর্বশেষ কবে তারিখ ও সময় পরিবর্তন হয়েছিল সেটা দেখায়।