আপনার Firefox OS ফোনে নেভিগেট করুন

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

আপনি কি প্রথমবারের মত ফায়ারফক্স স্মার্টফোন ব্যবহার করছেন? আমরা আপনাকে কিছুমৌলিক টিপস ও কাজ দেখাব যাতে আপনি সহজেই এটি ব্যবহার করতে পারেন।

আপনার স্ক্রীণ আনলক করুন

যখন আপনার ফোন ব্যবহৃত হবে না আপনার স্ক্রীণ তখন নিজ থেকেই লক হয়ে যাবে ফলে আপনার তথ্য সুরক্ষিত থাকে।

আপনার স্ক্রীন আনলক করতে ডানদিকে স্লাইড করুন। ক্যামেরা ব্যবহার করতে চাইলে বাম দিকে স্লাইড করুন।

slider fxos

আপনার লক সেটিং পরিবর্তন করতে চাইলে Firefox OS এ স্ক্রিনলক সেট করা নিবন্ধটি দেখুন।

নোটিফিকেশন দেখুন

নোটিফিকেশন ট্রে দেখতে আপনার স্ক্রিণের উপর থেকে নিচে আঙ্গুল দিয়ে স্লাইড করুন।

notification tray slide

নোটিফিকেশন ট্রে তে আপনি মেসেজ অথবা কোন কল এসেছে কিনা বা এর মত নতুন কার্যকলাপ এর নোটিফকেশন দেখতে পারবেন।

এছাড়াও ট্রে এর নিচে আপনি আপনার ইন্টারনেট সংযোগ অথবা ব্যাটারী সেটিং পরিবর্তন করতে পারবেন।

নতুন করে সাজান অথবা আপনার এপস মুছে ফেলুন

কোন কিছুতে ট্যাপ করে ধরে রাখলে ফোন কাপতে শুরু করলেই অাপনি এ্যাপ মুছে ফেলতে বা স্থানান্তর করতে পারবেন।

delete apps

এইখান থেকে আপনি ড্রাগ করে স্ক্রিণের যে কোন জায়গায় এপ স্থানান্তর করতে পারেন অথবা x বাটনে ট্যাপ করে এপ মুছে ফেলতে পারেন।

জুম ইন এবং জুম আউট - পৃষ্ঠাগুলি বড়বা ছোট করা

  • জুম ইন – পৃষ্ঠাগুলিকে বড় করে-আপনার কাঙ্ক্ষিত সাইজের ছবি বা টেক্সট না পাওয়া পর্যন্ত আপনার আঙ্গুলগুলো ছড়িয়ে দিতে থাকুন।
zoom phone
  • জুম আউট – পৃষ্ঠাগুলিকে ছোট করে – পৃষ্ঠা সংকুচিত করতে আপনার আঙ্গুলগুলিকে একত্র করুন।

অন্যান্য স্পর্শ সংকেত

  • লং ট্যাপ: কিছুর অপশন খুঁজে পেতে এর উপর কিছুসময় ধরে ট্যাপ করুন।
  • বামে অথবা ডানে স্লাইড করুন: হোমস্ক্রীন (যেখানে আপনার বিল্ড-ইন এপস রয়েছে) এবং সার্চ স্ক্রীণ (যেখানে আপনি অতিরিক্ত কন্টেন্ট খুঁজে পেতে পারেন) খুঁজে পেতে আঙ্গুল দিয়ে বামে অথবা ডানে স্লাইড করুন।

আরো কিছুর জন্য প্রস্তুত?

এখন আপনি ফায়ারফকে ওএসের গুরুত্বপূর্ণ স্পর্শ সংকেত গুলো আয়ত্ত করে ফেলেছেন। এখন চাইলে আপনি সামনে অগ্রসর হতে পারেন। ফায়ারফক্স ওএসের সমস্ত ফিচার জানার জন্য Firefox OS এর সাথে পথ চলার শুরু নিবন্ধটি দেখুন।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন