মোবাইল ব্যাক্তিগত ব্রাউজিং - আপনি সে সাইট দেখছেন তার সম্পর্কে তথ্য সংরক্ষণ বা সিঙ্ক ছাড়াই আপনার মোবাইল ডিভাইসে ওয়েব ব্রাউজ করুন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 81345
  • নির্মিত:
  • রচয়িতা: প্রাঞ্জল
  • মন্তব্য: Done
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: ashickurnoor
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

ওয়েব ব্রাউজিং এর সময় Android এর Firefox সংরক্ষিত ইউজারনেম এবং পাসওয়ার্ডের মত তথ্য মনে রাখে। তবে আপনার পরিবারের কারো জন্মদিনের জন্য কেনাকাটার মত তথ্যগুলো আপনি Firefox এ সংরক্ষণ করতে নাও চাইতে পারেন।

সতর্কতা: ব্যক্তিগত ব্রাউজিং কখনও ইন্টারনেটে আপনার পরিচয় গোপন করে না। আপনার ইন্টারনেট সার্ভিস দাতা, নিয়োগকর্তা (উদাহরণস্বরূপ, যদি আপনি নিয়োগকর্তার ওয়াইফাই ব্যবহার করেন), অথবা সাইটগুলো নিজেরাই আপনার ভ্রমণকৃত পেজের নিশানা রাখতে পারে।

কীভাবে নতুন Private Browsing ট্যাব খুলতে হয় ?

  • একটি খালি, ব্যক্তিগত ট্যাব খুলুন : Firefox Menu বাটন ট্যাপ করে (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) New Private Tab ট্যাপ করুন।
  • ব্যক্তিগত ট্যাবে লিঙ্ক খুলুন : কোন লিঙ্কে লম্বা সময় ধরে ট্যাপ করলে একটি মেন্যু আসবে। সেখানে Open link in Private Tab নির্বাচন করুন।

আপনার ব্যক্তিগত ব্রাউজিং ট্যাবে যান

পর্দার উপর থেকে ট্যাব আইকন ট্যাপ করে 'মুখোশ' আইকনে ট্যাপ করলে Private Browsing এ খোলা সাইটগুলো দেখাবে।

private tabs
  • private plus আইকনে ট্যাপ করে নতুন, ব্যক্তিগত ট্যাব খুলুন।
  • যে ট্যাব বন্ধ করতে চান, তার পাশের X ট্যাপ করুন। সব ট্যাব বন্ধ করতে চাইলে মেন্যু থেকে Close All Tabs

Private Browsing কী সংরক্ষণ করে না ?

  • ভ্রমণকৃত পাতা
  • ফরম এবং সার্চবারে প্রবিষ্ট লেখা
  • পাসওয়ার্ড
  • ডাউনলোড : ডাউনলোড করা ফাইল আপনার ডিভাইসেই থাকবে, কিন্তু ডাউনলোড ইতিহাসে থাকবে না।
  • কুকি
  • সাময়িক ইন্টারনেট ফাইল (ক্যাশ ফাইল)
Private Browsing চলাকালীন কোন বুকমার্ক যোগ করলে তা মুছে যাবে না।