Manage your Top Sites in Firefox for Android
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 171609
- নির্মিত:
- রচয়িতা: mariya_mihika
- মন্তব্য: প্রথম অংশ টুকু বাকি আছে
- পর্যালোচনা অবস্থা: না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
Android এর জন্য Firefox এ নতুন ট্যাব খুলতে হলে আপনাকে Content পছন্দ করতে দেয়া হয় । ওয়েব সাইট আপনার পছন্দের তালিকায় রাখার জন্য কিংবা সেটিকে Firefox ডিফল্ট হোম পেইজ হিসেবে প্রদর্শন করে,যেমন top-ranked sites, trending stories on Pocket (now part of Mozilla) এবং যেসব সাইটে ইতিমধ্যে ভিজিট করেছেন কিংবা bookmarked করেছেন ।


সূচীপত্র
Hide or reorder panels
- মেনু বাটন ট্যাপ করুন (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) (কিংবা below the screen on some devices অথবা ব্রাউজারে ডান দিকে শীর্ষে),তারপর ( বাটন টি ট্যাপ করুন)
- ট্যাপ করুন এবং তারপর ট্যাপ করুন
- যেসব প্যানেল গুলো আপনি লুকাতে কিংবা স্থান পরিবর্তন করতে চান সেগুলো ট্যাপ করুন : Top Sites, Bookmarks or History.
নিচের যেকোনো একটি নির্বাচন করুন:
- ডিফল্ট হিসেবে শীর্ষ সাইট সেট করুন: আপনি যখন Firefox এ নতুন পাতা খুলবেন প্রথমে প্যানেল টি সামনে আসবে
- "Hide:" আপনার হোম স্ক্রিন থেকে প্যানেল টি মুছে ফেলবে ।
Change order: প্যানেল কে ডানে কিংবা বামে নিতে সাহায্য করবে ।
Show or hide additional content on the Top Sites panel
- below the screen on some devices), তারপর (প্রথমে বাটনে ক্লিক করতে হবে) তে ট্যাপ করুন ( কিংবা
- ট্যাপ করুন,এবং তারপর
- এ ট্যাপ করুন
- যে ধরনের কন্টেন্ট আপনি দেখতে চান তার জন্য Additional content এর নিচে ট্যাপ করুন।
Edit thumbnails
বিভিন্ন Options সহ মেন্যু এর জন্য থাম্বনেইল টি ট্যাপ ঙ্করুন এবং চেপে ধরুন : যেন একটি নতুন কিংবা প্রাইভেট সাইট ওপেন করলে tab, remove, bookmark, share, copy or pin একই জায়গায় পাওয়া যাবে ।
Set another website as your Homepage
Android এর জন্য Firefox এর হোমপেজ সেট লক্ষ্য করুন নির্দেশনার জন্য ।
Pin or Unpin Site
একটি সাইট থাকার জন্য,আপনার শীর্ষ পর্দায় সাইট টি "Pin" করুন । প্রথমে ট্যাপ করুন এবং টাইল টি ধরে রাখুন মেন্যুর জন্য।
- যেকোনো সাইট "Pin" করতে ট্যাপ করুন ।
সাইট টি আপনার হোমস্ক্রিনে "Pin" হয়েছে।
- "unpin" করার জন্য পূর্বের ধাপগুলো পুনরায় করুন এবং ট্যাপ করুন ।
Edit
- একটি সাইট সম্পাদনা করতে মেন্যুর জন্য টালি ট্যাপ করুন এবং ধরে রাখুন,তারপর বাছাই করুন ।
- এখানে আপনি ঠিকানা পরিবর্তন করতে পারেন ।
Remove
- একটি সাইট মুছে ফেলতে মেন্যুর জন্য টালি চিহ্ন টি ট্যাপ করুন এবং ধরে রাখুন ,তারপর বাছাই করুন
Share
- একটি সাইট শেয়ার করতে মেন্যুর জন্য টালি চিহ্ন টি ট্যাপ করুন এবং ধরে রাখুন,তারপর বাছাই করুন
- তারপর Bluetooth,Drive কিংবা অন্য অপশন গুলোতে শেয়ার করতে পারবেন।
Copy Address
- সাইটের ঠিকানা কপি করার জন্য, মেন্যুর জন্য টালি চিহ্ন টি ট্যাপ করুন এবং ধরে রাখুন ,তারপর বাছাই করুন .
Add a Site
- একটি সাইট যোগ করতে, "যোগ" চিহ্ন যুক্ত ফাঁকা টালি টি ট্যাপ করুন
- তারপর ওয়েব এর ঠিকানা টি প্রবেশ করান.
Hide or Unhide the Top Sites screen
মেন্যু বাটন টি ট্যাপ করুন (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) এবং তারপর নির্বাচন করুন (আপনাকে প্রথমে হয়তো স্পর্শ করতে হবে) , তারপর নির্বাচন করুন , অনুসরন করুন, এবং পরিশেষে নির্বাচন করুন ।
- এখানে আপনি যেসব পরিবর্তন করতে পারবেন :
- হোম থেকে শীর্ষ সাইট গোপন করতে, নির্বাচন করুন
- শীর্ষ সাইট যদি লুকানো থাকে এবং আপনি সেটা হোমে দেখতে চান তাহলে নির্বাচন করুন।
- শীর্ষ সাইট গুলো ডিফল্ট করতে নির্বাচন করুন.
- শীর্ষ সাইটের "Order" পরিবর্তন করার জন্য নির্বাচন করুন ।